Noble Prize & Laureates Detail Explanations
Noble Prize & Laureates Detail Explanations
দীর্ঘদিন পর WBSSC আয়োজন করতে চলেছে WBSSC Group-C&D এর পরীক্ষা । এর জন্য আগামি 03/11/2025 থেকে শুরু হবে আবেদন গ্রহণ, যা চলবে 03/12/25 পর্যন্ত । অষ্টম শ্রেণী ও মাধ্যমিক যোগ্যতার এই পরীক্ষায় বেশ কয়েক লক্ষ (20+) পরীক্ষার্থী অংশগ্রহণ করবে । আগামি কয়েক বছর আর হয়তো এরূপ পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রায় নেই । তাই প্রতিটি প্রতিযোগী এই পরীক্ষায় আপ্রাণ লড়াই করবে । তোমরা যারা একেবারেই সিরিয়াসভাবে প্রস্তুতি চালিয়ে যাবে তারাই টিকে থাকতে সক্ষম হবে । তোমাদের সাহায্যের জন্য আমরাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি । তার নমুনাস্বরূপ WBSSC Group-C&D Study Materials GK তে Noble Prize & Laureates Detail Explanations নামক পোস্টে নোবেল পুরস্কার সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য উপস্থিত করলাম । এই অংশ থেকে প্রায়শই দু’ – একটি প্রশ্ন এসেই থাকে । নিয়মিত আপডেট থাকতে আমাদের সঙ্গে থেকে প্রস্তুতি চালিয়ে যাও । ➣ Join : Our Telegram Channel
Subject : General Knowledge
Topic : Noble Prize (নোবেল পুরস্কার)
⟽ Previous Topic : সাধরণ জ্ঞান : মহাবিশ্ব
Noble Prize & Laureates Detail Explanations [নোবেল পুরস্কার ও বিজয়ীদের বিস্তারিত ব্যাখ্যা]
প্রাক কথন : বিশ্ব পুরস্কারের ডালিতে একটি প্রথম সারির পুরস্কার হল নোবেল পুরস্কার । এই পুরস্কারের সূচনা হয় 1901 সালে । সুইডিশ রসায়নবিদ তথা প্রকৌশলী তথা ডিনামাইট এর আবিষ্কারক আলফ্রেড নোবেল (Alfred Bernhard Nobel) দ্বারা 1895 সালের 27 শে নভেম্বর স্বাক্ষরিত তার উইল অনুযায়ী এই পুরস্কার প্রদান করা হয় বলে তার নামানুসারেই পুরস্কারটির নামকরণ করা হয় “নোবেল পুরস্কার” নামে । আলফ্রেড নোবেল তার গবেষণার ফল হিসাবে ডিনামাইট আবিষ্কার করেন । তিনি তার আবিষ্কার 1867 সালে গ্রেট বৃটেনে এবং 1868 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পেটেন্ট করান । তার এই আবিষ্কার অচিরেই তাকে খ্যাতির শিখরে পৌঁছায় এবং বিশাল সম্পত্তির মালিকে উত্তরিত করে । বিভিন্ন ক্ষেত্রে বিস্ফোরণের কাজে ডিনামাইট ব্যবহার হতে থাকে এবং এর ক্ষমতা দেখে বিশ্ববাসী আতঙ্কিত হয় । 1888 সালে আলফ্রেড নোবেলের ভাই Ludwig Nobel এর মৃত্যুর পর সেই খবর প্রকাশের সময় একটি ফরাসি সংবাদপত্রে “The Merchant of Death is dead.” শিরোনামে আলফ্রেড এর স্কেচ প্রকাশিত হয় । 55 বছর বয়স্ক আলফ্রেড খবরের গুরুত্ব অনুযায়ী বুঝতে পারেন যে তার ডিনামাইট আবিষ্কারের জন্য ভবিষ্যতে তাকে হয়তোবা এভাবেই বিশ্ববাসী মনে রাখবে । তার এই আশংকা থেকে তিনি মৃত্যুর ঠিক আগে তার উইলে তার অর্জিত সম্পত্তির 94% (31 মিলিয়ন সুইডিশ ক্রোনোর) দান করে সেই অর্থের মাধ্যমে “নোবেল পুরস্কার” নামক পুরস্কার প্রদানের ইচ্ছা প্রকাশ করেন । 1895 সালের 10 ই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্য হয় এবং তার মৃত্যুর পর সুইডিশ রসায়ন বিজ্ঞানী Ragnar Sohlman ও Rudolf Lilljequist এর সহায়তায় 1900 সালের 29 শে জুন Nobel Foundation স্থাপিত হয় । এই ফাউন্ডেশন নোবেল শান্তি পুরস্কার, সাহিত্য নোবেল পুরস্কার, এবং বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ও ঔষুধী (Medicine) ক্ষেত্রে পাঁচটি নোবেল পুরস্কারের সূচনা করে । পরের বছর অর্থাৎ 1901 সালে প্রথমবার নোবেল পুরস্কার প্রদান করা হয় এবং তা আলফ্রেড নোবেলের মৃত্যুর দিনে অর্থাৎ 10 ই ডিসেম্বর । 1969 সাল থেকে অর্থনৈতিক বিজ্ঞান বিষয়ে নোবেল পুরস্কারে প্রচলন হয় । শান্তি পুরস্কার ছাড়া সব বিভাগে নোবেল পুরস্কার প্রদান করে থাকে সুইডেন, এবং শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে থাকে নরওয়ে ।
➣ পড়ুন : আপার প্রাইমারী টেট : বাংলা প্যাডাগোজি
🔘 নোবেল পুরস্কারের বিতরণ : 1901 থেকে 2025 পর্যন্ত এই 125 বছরে 6 টি বিভাগে মোট 990 জন ব্যক্তি ও 28 টি সংস্থা সহ মোট 1026 জনকে 633 টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে । 990 জন ব্যক্তির মধ্যে আবার 67 জন মহিলা এবং 897 জন পুরুষ অন্তর্ভুক্ত । নোবেল পুরস্কারের 6 টি বিভাগের মধ্যে পদার্থবিদ্যায় 119টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে মোট 230 জনকে । রসায়নবিদ্যায় 117টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে মোট 200 জনকে । চিকিৎসাবিজ্ঞানে 116টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে মোট 232 জনকে । সাহিত্যে 118 টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে মোট 122 জনকে । শান্তিতে 107 টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে মোট 112 জন ব্যক্তি ও 28 টি সংস্থাকে । 28 টি সংস্থাকে মোট 29 বার শান্তি নোবেল প্রদান করা হয়, এরমধ্যে একটি সংস্থাকে দুবার এবং একটি সংস্থাকে তিনবার নোবেল প্রদান করা হয় । অর্থনৈতিক বিজ্ঞানে 57 টি নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে মোট 99 জনকে । বিভিন্ন বিভাগে মোট 49 বার নোবেল পুরস্কার প্রদান করা হয়নি ।
নোবেল পুরস্কার প্রাপকদের 66 মিঃমিঃ ব্যাস ও 5.2-2.4 মিঃমিঃ পুরু গড়ে 175 গ্রাম ওজনের সোনার পদক, অনন্য কারুকার্য সমৃদ্ধ একটি মানপত্র এবং প্রত্যেক বিভাগের জন্য ভারতীয় মুদ্রার 6,09,62,357 টাকা প্রদান করা হয় । এই টাকা ঐ ক্ষেত্রে বিজয়ীদের ভাগ করে দেওয়া হয় । পদকে আলফ্রেড নোবেলের ছবি ও নাম খোদিত থাকে ।
WB SSC Group C&D এর সিলেবাস অনুযায়ী প্রতিটি টপিকের উপর ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে যোগাযোগ করুনঃ 8640890159 এ
অথবা ক্লিক করুনঃ
Noble Prize & Laureates Detail Explanations
🔘 নোবেল প্রাপক ও আকর্ষণীয় তথ্য : i) প্রথম নোবেল প্রাপক মহিলা হলেনঃ পোল্যান্ড-প্যারিসের পদার্থবিজ্ঞানী ম্যারি কুরি (Marie Sklodowska Curie) যিনি 1903 সালে যুগ্মভাবে প্রথম এই পুরস্কার অর্জন করেন ।
ii) ম্যারি কুরি আবার প্রথম মহিলা হিসাবে দুটি নোবেলের অধিকারীও ছিলেন । তিনি প্রথমবার 1903 সালে পদার্থ বিজ্ঞানে যুগ্মভাবে এবং দ্বিতীয়বার 1911 সালে রসায়ন বিজ্ঞানে এককভাবে নোবেল অর্জন করেন ।
iii) বর্তমান সময়কাল পর্যন্ত সর্বাধিক বয়সে নোবেল বিজয়ী হলেনঃ মার্কিন বংশোদ্ভূত জার্মান রসায়নবিদ গুডেনাফ (John B. Goodenough), তিনি 97 বছর বয়সে 2019 সালে রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন ।
iv) বর্তমান সময়কাল পর্যন্ত কনিষ্ঠতম হিসাবে নোবেল বিজয়ী হলেনঃ পাকিস্তানের নাগরিক মালালা (Malala Yousafzai), তিনি 2014 সালে ভারতীয় নাগরিক কৈলাস সত্যার্থীর সাথে যুগ্মভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন।
v) এখনো পর্যন্ত দুবার করে নোবেল অর্জন করেন তিনজন পুরুষ এবং একজন নারী । এছাড়া সংস্থা হিসাবে দুটি ও তিনটি নোবেল অর্জন করে একটি করে সংস্থা ।
vi) প্রথম পুরুষ হিসাবে দুটি নোবেল অর্জন করেন মার্কিন বিজ্ঞানী পাওলিং (Linus Carl Pauling) । তিনি প্রথমবার 1954 সালে রসায়ন বিদ্যায় এবং দ্বিতীয়বার 1962 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন । নোবেলের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসাবে তিনি দুটি পুরস্কার এককভাবে অর্জন করেন ।
vii) দ্বিতীয় পুরুষ হিসাবে দুটি নোবেল অর্জন করেন মার্কিন প্রকৌশলী তথা পদার্থবিদ বার্ডেন (John Bardeen), তিনি প্রথমবার 1956 সালে এবং দ্বিতীয়বার 1972 সালে পদার্থবিদ্যায় যুগ্মভাবে নোবেল জয় করেন ।
viii) তৃতীয় পুরুষ হিসাবে দুটি নোবেল অর্জন করেন ব্রিটিশ জৈবরসায়নবিদ স্যাঞ্জার (Frederick Sanger), তিনি প্রথমবার 1958 সালে এবং দ্বিতীয়বার 1980 সালে রসায়ন বিদ্যায় যুগ্মভাবে নোবেল জয় করেন।
ix) কোন সংস্থা হিসাবে এখনো পর্যন্ত সর্বাধিক তিনবার নোবেল পুরস্কারে সম্মানিত হয় International Committee of the Red Cross (ICRC) নামক সংস্থা । সংস্থাটি 1917, 1944 ও 1963 সালে শান্তি নোবেল অর্জন করে ।
x) দ্বিতীয় সংস্থা হিসাবে দুবার নোবেল সম্মানে সম্মানিত হয় United Nations High Commissioner for Refugees (UNHCR) দপ্তর । এই দপ্তরটি প্রথমবার 1954 সালে এবং দ্বিতীয়বার 1981 সালে শান্তি নোবেল অর্জন করে ।
xi) মরণোত্তর নোবেল পুরস্কার পেয়েছেন মাত্র 2 জন ব্যক্তি, এরা হলেনঃ প্রথম জন, সুইডেনের সাহিত্যিক কার্লফেল্ড (Erik Axel Karlfeldt), যিনি তার “The poetry of Erik Axel Karlfeldt” এর জন্য 1931 সালে সাহিত্য নোবেল অর্জন করেন ।
দ্বিতীয় জন UN এর Secretary General তথা সুইডেনের নাগরিক দাগ হ্যামারস্কোল্ড (Dag Hjalmar Agne Carl Hammarskjöld), যিনি 1961 সালে শান্তি নোবেল অর্জন করেন । 1974 থেকে মরণোত্তর নোবেল পুরস্কার প্রদান বন্ধ করে দেওয়া হয় ।
xiii) বিশ্বের 13 টি পরিবার একাধিকবার নোবেল পুরস্কার অর্জন করে । এর মধ্যে সর্বাধিক সফল পরিবার হলঃ ক্যুরী (Curie) পরিবার ।
xii) অর্থনীতি বিজ্ঞানে প্রদত্ত নোবেল পুরস্কার The Sveriges Riksbank Prize in Economic Sciences নামে পরিচিত ।
➣ পড়ুন : WB SSC Group C&D : Arithmetics
Noble Prize & Laureates Detail Explanations
বিভিন্ন বিষয়ে নোবেল : বর্তমান সময়ে 6 টি বিষয়ে শ্রেষ্ঠ কার্যাবলীর ভিত্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়ে থাকে । এই পুরস্কার কখনো এককভাবে, কখনো বা যুগ্মভাবে দুই বা তিনজনকে দেওয়া হয় । বিভিন্ন বিষয়ে প্রদেয় নোবেল পুরস্কার সমন্ধে অনুসন্ধান করলে দেখা যায় –
i) পদার্থবিদ্যায় নোবেল : পদার্থবিদ্যায় এখনো (2025) পর্যন্ত নোবেল দেওয়া হয়েছে 119 টি । মোট 230 জন ব্যক্তি ঐ ক্ষেত্র থেকে নোবেল অর্জন করেন । এদের মধ্যে 47 জন একক ভাবে নোবেল অর্জন করেন । 33টি নোবেল দুজন করে ব্যক্তি কে এবং 39 টি নোবেল তিনজন ব্যক্তিকে যুগ্মভাবে দেওয়া হয়েছে ।
💠 পদার্থবিদ্যা থেকে পাঁচজন মহিলা নোবেল অর্জন করেন, এর হলেনঃ ম্যারি ক্যুরী (1903), মারিয়া গোয়েপ্পের্ট মেয়ের (1963), ডোণ্ণা স্ট্রিকল্যান্ড (2018), আন্দ্রে ঘেজ (2020) ও অ্যানে এল’হুইলিয়ার (2023)।
💠 পদার্থ বিদ্যা থেকে একমাত্র ব্যক্তি হিসাবে দুবার নোবেল অর্জন করেন John Bardeen, যিনি 1956 ও 1972 সালে এই পুরস্কার অর্জন করেন ।
💠 একমাত্র যুগল হিসাবে পদার্থবিদ্যা থেকে নোবেল অর্জন করেন Marie Curie ও Pierre Curie 1903 সালে ।
💠 পদার্থবিদ্যায় নোবেল জয়ী পিতাপুত্র হলেনঃ 1915 সালে একত্রে নোবেল জয়ী William Bragg ও Lawrence Bragg; 1922 সালে নোবেল জয়ী Niels Bohr ও 1975 সালে নোবেল জয়ী তার পুত্র Aage N. Bohr; 1924 সালে নোবেল জয়ী Manne Siegbahn ও 1981 সালে নোবেল জয়ী তার পুত্র Kai M. Siegbahn; 1906 সালে নোবেল জয়ী J. J. Thomson ও 1937 সালে নোবেল জয়ী তার পুত্র George Paget Thomson প্রমূখ ।
💠 পদার্থবিদ্যায় নোবেল জয়ী কনিষ্ঠতম ব্যক্তি হলেন William Lawrence Bragg যিনি 25 বছর বয়সে 1915 সালে নোবেল অর্জন করেন ।
💠 পদার্থবিদ্যায় নোবেল জয়ী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হলেন Arthur Ashkin যিনি 96 বছর বয়সে 2018 সালে নোবেল অর্জন করেন ।
💠 পদার্থবিদ্যার ক্ষেত্রে নোবেল প্রদান করা হয়নি 1916, 1931, 1934, 1940, 1941 ও 1942 সালে অর্থাৎ মোট 6 বার ।
ii) রসায়নবিদ্যায় নোবেল : রসায়নবিদ্যায় এখনো (2025) পর্যন্ত নোবেল দেওয়া হয়েছে 117 টি । মোট 200 জন ব্যক্তি ঐ ক্ষেত্র থেকে নোবেল অর্জন করেন । এদের মধ্যে 64 জন একক ভাবে নোবেল অর্জন করেন । 24 টি নোবেল দুজন করে ব্যক্তি কে এবং 28 টি নোবেল তিনজন ব্যক্তিকে যুগ্মভাবে দেওয়া হয়েছে ।
💠 রসায়নবিদ্যায় নোবেল জয়ী কনিষ্ঠতম ব্যক্তি হলেন Frédéric Joliot যিনি 35 বছর বয়সে 1935 সালে নোবেল অর্জন করেন ।
💠 রসায়নবিদ্যায় নোবেল জয়ী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হলেন John B. Goodenough যিনি 97 বছর বয়সে 2019 সালে নোবেল অর্জন করেন ।
💠 এখনো পর্যন্ত 8 জন মহিলা রসায়ন বিদ্যায় নোবেল অর্জন করেন, এরা হলেনঃ Marie Curie (1911), Irène Joliot-Curie (1935), Dorothy Crowfoot Hodgkin (1964), Ada Yonath (2009), Frances H. Arnold (2018), Emmanuelle Charpentier (2020), Jennifer A. Doudna (2020), Carolyn Bertozzi (2022) প্রমূখ ।
এদের মধ্যে Marie Curie ও Dorothy Crowfoot Hodgkin একক ভাবে রসায়নে নোবেল অর্জন করেন ।
💠 রসায়নবিদ্যায় দুবার নোবেল জয়ী ব্যক্তি হলেনঃ Frederick Sanger, যিনি প্রথমবার 1958 সালে এবং দ্বিতীয়বার 1980 সালে এই পুরস্কার অর্জন করেন ।
💠 এই ক্ষেত্রে নোবেল প্রদান করা হয়নি 1916, 1917, 1919, 1924, 1933, 1940, 1941, 194 সালে অর্থাৎ মোট আট বার ।
WB SSC Group C&D এর সিলেবাস অনুযায়ী প্রতিটি টপিকের উপর ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে যোগাযোগ করুনঃ 8640890159 এ
অথবা ক্লিক করুনঃ
iii) চিকিৎসাবিজ্ঞানে নোবেল : চিকিৎসাবিজ্ঞানে এখনো (2025) পর্যন্ত নোবেল দেওয়া হয়েছে 116 টি । মোট 232 জন ব্যক্তি এই ক্ষেত্র থেকে নোবেল অর্জন করেন । এদের মধ্যে 40 জন একক ভাবে নোবেল অর্জন করেন । 36 টি নোবেল দুজন করে ব্যক্তিকে এবং 40 টি নোবেল তিনজন ব্যক্তিকে যুগ্মভাবে দেওয়া হয়েছে ।
💠 বর্তমান সময় পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানে মোট 14 জন মহিলা নোবেল অর্জন করেন, এরা হলেনঃ Gerty Cori (1947), Rosalyn Yalow (1977), Barbara McClintock (1983), Rita Levi-Montalcini (1986), Gertrude B. Elion (1988), Christiane Nüsslein-Volhard (1995), Linda B. Buck (2004), Françoise Barré-Sinoussi (2008), Elizabeth H. Blackburn ও Carol W. Greider (2009), May-Britt Moser (2014), Tu Youyou (2015), Katalin Karikó (2023) ও Mary E. Brunkow (2025) প্রমূখ ।
এদের মধ্যে একমাত্র Barabara McClintock একক ভাবে এই পুরস্কার অর্জন করেন ।
💠 এই বিভাগে কোন ব্যক্তি দুবার নোবেল অর্জন করতে পারেন নি এবং কোন ব্যক্তিকে মরণোত্তর নোবেল প্রদান করা হয়নি ।
💠 যুগল হিসাবে দুটি যুগল এই বিভাগে নোবেল অর্জন করেন, এদের মধ্যে প্রথম যুগল হলঃ Gerty Cori ও Carl Cori, যারা 1947 সালে এই বিভাগে নোবেল জয় করেন । দ্বিতীয় যুগল হিসাবে
May-Britt Moser ও Edvard I. Moser 2014 সালে নোবেল জয় করেন ।
💠 চিকিৎসাবিজ্ঞানে নোবেল জয়ী কনিষ্ঠতম ব্যক্তি হলেন Frederick Banting যিনি 32 বছর বয়সে 1923 সালে নোবেল অর্জন করেন ।
💠 চিকিৎসাবিজ্ঞানে নোবেল জয়ী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হলেন Peyton Rous যিনি 87 বছর বয়সে 1966 সালে নোবেল অর্জন করেন ।
💠 এই ক্ষেত্রে নোবেল প্রদান করা হয়নি 1915, 1916, 1917, 1918, 1921, 1925, 1940, 1941, 1942
iv) সাহিত্যে নোবেল : সাহিত্যে এখনো (2025) পর্যন্ত নোবেল দেওয়া হয়েছে 118 টি । মোট 122 জন ব্যক্তি এই ক্ষেত্র থেকে নোবেল অর্জন করেন । এদের মধ্যে 114 জন একক ভাবে নোবেল অর্জন করেন । 4 টি নোবেল দুজন করে ব্যক্তিকে যুগ্মভাবে দেওয়া হয়েছে । সাহিত্যক্ষেত্রে কোন নোবেল যুগ্মভাবে তিনজন ব্যক্তিকে দেওয়া হয়নি ।
💠 সাহিত্যে মোট 18 জন মহিলা নোবেল অর্জন করেন, এরা হলেনঃ Selma Lagerlöf (1909), Grazia Deledda (1926), Sigrid Undset (1928), Pearl Buck (1938), Gabriela Mistral (1945), Nelly Sachs (1966), Nadine Gordimer (1991), Toni Morrison (1993), Wislawa Szymborska (1996), Elfriede Jelinek (2004), Doris Lessing (2007), Herta Müller (2009), Alice Munro (2013), Svetlana Alexievich (2015), Olga Tokarczuk (2018), Louise Glück (2020), Annie Ernaux (2022), Han Kang (2025) প্রমূখ ।
💠 সাহিত্যে নোবেল জয়ী কনিষ্ঠতম ব্যক্তি হলেন Rudyard Kipling যিনি 41 বছর বয়সে 1907 সালে নোবেল অর্জন করেন ।
💠 সাহিত্যে নোবেল জয়ী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হলেন Doris Lessing যিনি 88 বছর বয়সে 2007 সালে নোবেল অর্জন করেন ।
💠 সোভিয়েত ইউনিয়নের Boris Pasternak 1958 সালে এবং Jean Paul Sartre 1964 সালে সাহিত্যে নোবেল প্রত্যাখান করেন ।
💠 1931 সালে এই বিভাগে Erik Axel Karlfeldt কে মরণোত্তর নোবেল প্রদান করা হয় ।
💠 এই ক্ষেত্রে নোবেল প্রদান করা হয়নি 1914, 1918, 1935, 1940, 1941, 1942, 1943 সালে অর্থাৎ মোট সাতবার ।
▶ সাহিত্য নোবেল প্রাপক যারা Swedish Academy এর সদস্য ছিলেন :
🔹Selma Lagerlof 1909 সালে নোবেল পুরস্কারে পুরস্কৃত হন এবং 1914 সালে সুইডিশ একাডেমির সদস্যপদ লাভ করেন ।
🔹Verner von Heidenstam 1912 থেকে 1940 পর্যন্ত সুইডিশ একাডেমির সদস্য হিসাবে কাজ করেন এবং এর মাঝেই 1916 সালে সাহিত্যে নোবেল লাভ করেন ।
🔹Erik Axel Karlfeldt 1904 থেকে 1931 পর্যন্ত সুইডিশ একাডেমির সদস্য হিসাবে কাজ করেন এবং এর মাঝেই 1931 সালে সাহিত্যে মরণোত্তর নোবেল লাভ করেন ।
🔹Par Lagerkvist 1940 থেকে 1971 পর্যন্ত সুইডিশ একাডেমির সদস্য হিসাবে কাজ করেন এবং এর মাঝেই 1951 সালে সাহিত্যে নোবেল লাভ করেন।
🔹Harry Martinson 1949 থেকে 1978 পর্যন্ত সুইডিশ একাডেমির সদস্য হিসাবে কাজ করেন এবং এর মাঝেই 1974 সালে সাহিত্যে নোবেল লাভ করেন ।
🔹Eyvind Johnson 1957 থেকে 1976 পর্যন্ত সুইডিশ একাডেমির সদস্য হিসাবে কাজ করেন এবং এর মাঝেই 1974 সালে সাহিত্যে নোবেল লাভ করেন ।
▶ নোবেল প্রাপক সাহিত্যিকদের ছদ্মনাম :
🔹Sully Prudhomme : ছদ্মনাম – René François Armand Prudhomme
🔹Anatole France : ছদ্মনাম – Jacques Anatole Thibault
🔹Wladyslaw Reymont : ছদ্মনাম – Rejment
🔹Grazia Deledda : ছদ্মনাম – Grazia Madesani, née Deledda
🔹Pearl Buck : ছদ্মনাম – Pearl Walsh, née Sydenstricker
🔹Gabriela Mistral : ছদ্মনাম – Lucila Godoy y Alcayaga
🔹Saint-John Perse : ছদ্মনাম – Alexis Léger
🔹Giorgos Seferis : ছদ্মনাম – Giorgos Seferiadis
🔹Pablo Neruda : ছদ্মনাম – Neftalí Ricardo Reyes Basoalto
🔹Odysseus Elytis : ছদ্মনাম – Odysseus Alepoudhelis
🔹Mo Yan : ছদ্মনাম – Guan Moye
v) শান্তিতে নোবেল : শান্তিতে এখনো (2025) পর্যন্ত নোবেল দেওয়া হয়েছে 106 টি । মোট 112 জন ব্যক্তি ও 28টি সংস্থা (31বার) এই ক্ষেত্র থেকে নোবেল অর্জন করেন । এদের মধ্যে 72 জন একক ভাবে নোবেল অর্জন করেন । 31 টি নোবেল দুজন করে ব্যক্তিকে এবং 3টি নোবেল তিনজন ব্যক্তিকে যুগ্মভাবে দেওয়া হয়েছে ।
💠 বর্তমান সময় পর্যন্ত মোট 20 জন মহিলা শান্তি নোবেল অর্জন করেন, এরা হলেনঃ Bertha von Suttner (1905), Jane Addams (1931), Emily Greene Balch (1946), Betty Williams (1976), Mairead Corrigan (1976), Mother Teresa (1979), Alva Myrdal (1982), Aung San Suu Kyi (1991), Rigoberta Menchu Tum (1992), Jody Williams (1997), Shirin Ebadi (2003), Wangari Maathai (2004), Ellen Johnson Sirleaf (2011), Leymah Gbowee (2011), Tawakkol Karman (2011), Malala Yousafzai (2014), Nadia Murad (2018), Maria Ressa (2021), Narges Mohammadi (2023) ও Maria Corina Machado (2025) প্রমূখ ।
💠 একমাত্র ব্যক্তি হিসাবে 1973 সালে শান্তি নোবেল প্রত্যাখান করেন ভিয়েতনামের রাজনৈতিক নেতা Le Duc Tho ।
💠 নোবেল শান্তি পুরস্কারের সময় যেসমস্ত ব্যক্তি বন্দি ছিলেন তারা হলেনঃ জার্মান সাংবাদিক Carl von Ossietzky, বার্মার রাজনীতিবিদ Aung San Suu Kyi ও চীনের মানবাধিকার আধিকারিক Liu Xiaobo প্রমূখ ।
💠একমাত্র ব্যক্তি হিসাবে 1961 সালে মরণোত্তর শান্তি নোবেল প্রদান করা হয় Dag Hammarskjöld কে ।
💠 শান্তিতে নোবেল জয়ী কনিষ্ঠতম ব্যক্তি হলেন Malala Yousafzai যিনি 17 বছর বয়সে 2014 সালে নোবেল অর্জন করেন ।
💠 শান্তিতে নোবেল জয়ী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হলেন Joseph Rotblat যিনি 87 বছর বয়সে 1995 সালে নোবেল অর্জন করেন ।
💠 শান্তি ক্ষেত্রে নোবেল প্রদান করা হয়নি 1914, 1915, 1916, 1918, 1923, 1924, 1928, 1932, 1939, 1940, 1941, 1942, 1943, 1948, 1955, 1956, 1966, 1967, 1972 সালে অর্থাৎ মোট 19 বার।
vi) অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল : অর্থনৈতিক বিজ্ঞানে এখনো (2025) পর্যন্ত নোবেল দেওয়া হয়েছে 57 টি । মোট 99 জন ব্যক্তি ঐ ক্ষেত্র থেকে নোবেল অর্জন করেন । এদের মধ্যে 26 জন একক ভাবে নোবেল অর্জন করেন । 20 টি নোবেল দুজন করে ব্যক্তিকে এবং 11টি নোবেল তিনজন ব্যক্তিকে যুগ্মভাবে দেওয়া হয়েছে । পুরস্কার প্রদান আরম্ভের পর থেকে 2025 পর্যন্ত প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়েছে ।
💠 এখনো পর্যন্ত তিনজন মহিলা এই পুরস্কার অর্জন করেন, এরা হলেনঃ Elinor Ostrom যিনি 2009 সালে, Esther Duflo যিনি 2019 সালে এবং Claudia Goldin যিনি 2023 সালে এই বিভাগে নোবেল জয় করেন ।
💠 অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল জয়ী কনিষ্ঠতম ব্যক্তি হলেন Esther Duflo যিনি 46 বছর বয়সে 2019 সালে নোবেল অর্জন করেন ।
💠 অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল জয়ী বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হলেন Leonid Hurwicz যিনি 90 বছর বয়সে 2007 সালে নোবেল অর্জন করেন ।
WB SSC Group C&D এর সিলেবাস অনুযায়ী প্রতিটি টপিকের উপর ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে যোগাযোগ করুনঃ 8640890159 এ
অথবা ক্লিক করুনঃ
Noble Prize & Laureates Detail Explanations
2025 সালে নোবেল জয়ী : 2025 সালে মোট 14 জন ব্যক্তি নোবেল পুরস্কার অর্জন করেন । এদের মধ্যে মাত্র দু’জন ব্যক্তি একক ভাবে এই পুরস্কার অর্জন করেন । 2025 সালে শান্তি ও চিকিৎসা বিদ্যায় মোট দুজন মহিলার হাতে উঠে নোবেল পুরস্কার । 2025 সালে বিভিন্ন ক্ষেত্রে নোবেল প্রাপকগণ হলেনঃ
🔹2025 সালে পদার্থ বিদ্যায় নোবেল অর্জন করেন : John Clarke, Michel H. Devoret and John M. Martinis
🔹2025 সালে রসায়ন বিদ্যায় নোবেল অর্জন করেন : Susumu Kitagawa, Richard Robson and Omar M. Yaghi
🔹2025 সালে চিকিৎসা বিদ্যায় নোবেল অর্জন করেন : Mary E. Brunkow, Fred Ramsdell and Shimon Sakaguchi
🔹2025 সালে সাহিত্যে নোবেল অর্জন করেন : László Krasznahorkai
🔹2025 সালে শান্তি নোবেল অর্জন করেন : Maria Corina Machado
🔹2025 সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল অর্জন করেন : Joel Mokyr, Philippe Aghion and Peter Howitt
2024 সালে নোবেল জয়ী : 2024 সালে মোট 10 জন ব্যক্তি নোবেল পুরস্কার অর্জন করেন । এদের মধ্যে মাত্র তিনজন ব্যক্তি একক ভাবে এই পুরস্কার অর্জন করেন । 2024 সালে বিভিন্ন ক্ষেত্রে নোবেল প্রাপকগণ হলেনঃ
🔹2024 সালে পদার্থ বিদ্যায় নোবেল অর্জন করেন : John J. Hopfield and Geoffrey Hinton
🔹2024 সালে রসায়ন বিদ্যায় নোবেল অর্জন করেন : David Baker
🔹2024 সালে চিকিৎসা বিদ্যায় নোবেল অর্জন করেন : Victor Ambros and Gary Ruvkun
🔹2024 সালে সাহিত্যে নোবেল অর্জন করেন : Han Kang
🔹2024 সালে শান্তি নোবেল অর্জন করেন : Nihon Hidankyo
🔹2024 সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল অর্জন করেন : Daron Acemoglu, Simon Johnson and James A. Robinson
2023 সালে নোবেল জয়ী : 2023 সালে মোট 11 জন ব্যক্তি নোবেল পুরস্কার অর্জন করেন । এদের মধ্যে মাত্র তিন জন ব্যক্তি একক ভাবে এই পুরস্কার অর্জন করেন । 2023 সালে বিভিন্ন ক্ষেত্রে নোবেল প্রাপকগণ হলেনঃ
🔹2023 সালে পদার্থ বিদ্যায় নোবেল অর্জন করেন : Pierre Agostini, Ferenc Krausz and Anne L’Huillier
🔹2023 সালে রসায়ন বিদ্যায় নোবেল অর্জন করেন : Moungi Bawendi, Louis Brus and Aleksey Yekimov
🔹2023 সালে চিকিৎসা বিদ্যায় নোবেল অর্জন করেন : Katalin Karikó and Drew Weissman
🔹2023 সালে সাহিত্যে নোবেল অর্জন করেন : Jon Fosse
🔹2023 সালে শান্তি নোবেল অর্জন করেন : Narges Mohammadi
🔹2023 সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল অর্জন করেন : Claudia Goldin
2022 সালে নোবেল জয়ী : 2022 সালে মোট 12 জন ব্যক্তি ও 2টি সংস্থা নোবেল পুরস্কার অর্জন করেন । এদের মধ্যে মাত্র দু’জন ব্যক্তি একক ভাবে এই পুরস্কার অর্জন করেন । 2022 সালে বিভিন্ন ক্ষেত্রে নোবেল প্রাপকগণ হলেনঃ
🔹2022 সালে পদার্থ বিদ্যায় নোবেল অর্জন করেন : Alain Aspect, John Clauser and Anton Zeilinger
🔹2022 সালে রসায়ন বিদ্যায় নোবেল অর্জন করেন : Carolyn Bertozzi, Morten Meldal and K. Barry Sharpless
🔹2022 সালে চিকিৎসা বিদ্যায় নোবেল অর্জন করেন : Svante Pääbo
🔹2022 সালে সাহিত্যে নোবেল অর্জন করেন : Annie Ernaux
🔹2022 সালে শান্তি নোবেল অর্জন করেন : Ales Bialiatski, Memorial and Center for Civil Liberties
🔹2022 সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল অর্জন করেন : Ben Bernanke, Douglas Diamond and Philip Dybvig
2021 সালে নোবেল জয়ী : 2021 সালে মোট 13 জন ব্যক্তি নোবেল পুরস্কার অর্জন করেন । এদের মধ্যে মাত্র একজন ব্যক্তি একক ভাবে এই পুরস্কার অর্জন করেন । 2021 সালে বিভিন্ন ক্ষেত্রে নোবেল প্রাপকগণ হলেনঃ
🔹2021 সালে পদার্থ বিদ্যায় নোবেল অর্জন করেন : Syukuro Manabe, Klaus Hasselmann ও Giorgio Parisi
🔹2021 সালে রসায়ন বিদ্যায় নোবেল অর্জন করেন : Benjamin List ও David MacMillan
🔹2021 সালে চিকিৎসা বিদ্যায় নোবেল অর্জন করেন : David Julius ও Ardem Patapoutian
🔹2021 সালে সাহিত্যে নোবেল অর্জন করেন : Abdulrazak Gurnah
🔹2021 সালে শান্তি নোবেল অর্জন করেন : Maria Ressa ও Dmitry Muratov
🔹2021 সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল অর্জন করেন : David Card, Joshua D. Angrist ও Guido W. Imbens
2020 সালে নোবেল জয়ী : 2020 সালে মোট নোবেল 11 জন ব্যক্তি ও একটি সংস্থা নোবেল পুরস্কার অর্জন করেন । ব্যক্তি হিসাবে মাত্র একজন ব্যক্তি একক ভাবে এই পুরস্কার অর্জন করেন । 2020 সালে বিভিন্ন ক্ষেত্রে নোবেল প্রাপকগণ হলেনঃ
🔹2020 সালে পদার্থ বিদ্যায় নোবেল অর্জন করেন : Roger Penrose, Reinhard Genzel ও Andrea Ghez
🔹2020 সালে রসায়ন বিদ্যায় নোবেল অর্জন করেন : Emmanuelle Charpentier ও Jennifer A. Doudna
🔹2020 সালে চিকিৎসা বিদ্যায় নোবেল অর্জন করেন : Harvey J. Alter, Michael Houghton ও Charles M. Rice
🔹2020 সালে সাহিত্যে নোবেল অর্জন করেন : Louise Glück
🔹2020 সালে শান্তি নোবেল অর্জন করেন : World Food Programme (WFP) নামক সংস্থা ।
🔹2020 সালে অর্থনৈতিক বিজ্ঞানে নোবেল অর্জন করেন : Paul R. Milgrom ও Robert B. Wilson
WB SSC Group C&D এর সিলেবাস অনুযায়ী প্রতিটি টপিকের উপর ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে যোগাযোগ করুনঃ 8640890159 এ
অথবা ক্লিক করুনঃ
🔘 ভারতে নোবেল : দাপ্তরিকভাবে, এখনো পর্যন্ত দেশ হিসাবে ভারত নোবেল অর্জন করে 9 টি । ভারতে প্রথম নোবেল আসে 1913 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথের হাত দিয়ে সাহিত্য ক্ষেত্র থেকে এবং শেষ নোবেল আসে 2019 সালে ভারতীয় অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জির মাধ্যমে অর্থনৈতিক বিজ্ঞান থেকে । ভারতে নোবেল পুরস্কারের আগমন ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় দুটি নোবেল আসে বৃটিশ ভারতে এবং সাতটি নোবেল আসে প্রজাতান্ত্রিক ভারতে অর্থাৎ স্বাধীনতার পর । ভারতীয় কৃতিদের অর্জিত নোবেলের মধ্যে একটি সাহিত্য নোবেল, দুটি করে পদার্থ বিদ্যা, শান্তি ও অর্থনৈতিক বিজ্ঞান থেকে নোবেল এবং একটি করে চিকিৎসাবিজ্ঞান ও রসায়ন বিদ্যা থেকে এসেছে । সালানুক্রমিক ভাবে দেখলে ভারত নোবেল জয় করে 1913, 1930, 1968, 1979, 1983, 1998, 2009, 2014 ও 2019 সালে ।
Upper Primary TET এর জন্য প্রস্তুত আমাদের “Ready to Study : Study Materials” আপনার প্রস্তুতিকে মসৃণ করে তুলবে । আমাদের সাথে যুক্ত হতে ▶ ক্লিক করুনঃ
🔹1913 সালে ভারতে প্রথম নোবেল আসে বিশ্বকবি রবীন্দ্রনাথের হাত দিয়ে সাহিত্য ক্ষেত্র থেকে । কবিগুরু তার “গীতাঞ্জলী” নামক কাব্য গ্রন্থের জন্য এই পুরস্কার অর্জন করেন । 2004 সালে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ে সুরক্ষা গৃহ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে যায়, যা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি ।
🔹1930 সালে ভরতে দ্বিতীয় নোবেল আসে ভারতীয় পদার্থ বিজ্ঞানী তথা ভারতের প্রথম জাতীয় অধ্যাপক চন্দ্রশেখর ভেঙ্কট রমনের হাত ধরে । চন্দ্রশেখর 1928 সালের 28 শে ফেব্রুয়ারি আবিষ্কৃত তার “The Raman Effect” এর স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার অর্জন করেন, যা এশিয়াবাসী হিসাবে এবং অশ্বেতাঙ্গ হিসাবে বিজ্ঞানের কোন শাখায় অর্জিত প্রথম নোবেল পুরস্কার হিসাবে বিবেচিত হয় । বর্তমানে 28 শে ফেব্রুয়ারি দিনটিকে ভারতে National Science Day হিসাবে পালন করা হয় । 1954 সালে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল রাজাগোপালাচারী ও ভারতীয় দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণনের সাথে চন্দ্রশেখর ভেঙ্কট রমন ভারতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান “ভারত রত্ন” অর্জন করেন ।
🔹1968 সালে ভরতে তৃতীয় নোবেল আসে ভারতীয় বিজ্ঞানী ডঃ হর গোবিন্দ খোরানার মাধ্যমে । ডঃ খোরানা তার গবেষণা ক্ষেত্র Molecular Biology তে আমিনো এসিডের কোডন এর সিকুয়েন্স বের করার সহজ পদ্ধতির আবিষ্কারের স্বীকৃতি স্বরূপ Robert W. Holley ও Marshall W. Nirenberg এর সাথে যুগ্মভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল অর্জন করেন ।
🔹1979 সালে ভরতে চতুর্থ নোবেল আসে মেসিডোনিয়ান বংশোদ্ভূত ভারতীয় সমাজসেবীকা মাদার টেরেজা (Mother Mary Teresa Bojaxhiu) এর মাধ্যমে । মাদার টেরেজা জীবন ব্যাপী দুঃস্থ ও অসুস্থদের সেবা শুশ্রুষার স্বীকৃতি স্বরূপ নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন ।
🔹1983 সালে ভরতে পঞ্চম নোবেল আসে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশপদার্থ বিজ্ঞানী সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর এর মাধ্যমে । তিনি “নক্ষত্রদের গঠন ও বিকাশে ভৌতিক প্রক্রিয়া গুরুত্ব” নিয়ে গবেষণার জন্য অপর বিজ্ঞানী William A. Fowler এর সাথে নোবেল পুরস্কার লাভ করেন ।
🔹1998 সালে ভারতে ষষ্ঠ নোবেল আসে ভারতীয় তথা বাঙালী অর্থনীতিবিদ অমর্ত্য কুমার সেন এর হাত ধরে । অমর্ত্য সেন কল্যাণমূলক অর্থনীতির গবেষণার স্বীকৃতি স্বরূপ অর্থনীতি বিজ্ঞানে নোবেল পুরস্কার জয় করেন । 1999 সালে ভারত সরকার তাকে ভারত রত্ন দ্বারা সম্মানিত করে ।
🔹2009 সালে ভরতে সপ্তম নোবেলটি আসে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ও আমেরিকান গাঠনিক জীববিজ্ঞানী ভেঙ্কটরামন রামকৃষ্ণন এর মাধ্যমে । “জীব দেহে রাইবোজোমের গঠন ও কার্যাবলী” সংক্রান্ত গবেষণার স্বীকৃতি স্বরূপ রামকৃষ্ণন Thomas A. Steitz ও Ada E. Yonath এর সাথে যুগ্মভাবে রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন ।
🔹2014 সালে ভরতে অষ্টম নোবেলটি আসে ভারতীয় সমাজ সংস্কারক কৈলাস সত্যার্থীর মাধ্যমে । কৈলাস সত্যার্থী ভারতে “শিশু শ্রমের বিরুদ্ধে এবং সর্বজনীন শিশু শিক্ষার অধিকারের স্বাপেক্ষে জনমত গঠন” এর স্বীকৃতি স্বরূপ পাকিস্তানের নাগরিক মালালা ইউসুফযাই এর সাথে যুগ্মভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন । 2017 সালে এই নোবেল চুরি হয় ।
🔹2019 সালে ভরতে নবম নোবেলটি আসে ভারতীয় বংশোদ্ভূত বর্তমান মার্কিন নাগরিক তথা বাঙালী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি এর মাধ্যমে । অভিজিৎ ব্যানার্জি অর্থনৈতিক ক্ষেত্রে “lleviating Global Poverty” এর উপর কার্যাবলীর স্বীকৃতি স্বরূপ তার সহধর্মিণী Esther Duflo অপর অর্থনীতিবিদ Michael Kremer এর সাথে যুগ্মভাবে অর্থনীতির নোবেল বা The Sveriges Riksbank Prize in Economic Sciences পুরস্কার অর্জন করেন ।
উপরোক্ত 9 জন ছাড়াও ভারতে জন্মগ্রহণকারী তিনজন বিদেশি নাগরিক নোবেল পুরস্কারে পুরস্কৃত হন, এরা হলেনঃ 1902 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয়ী ব্রিটিশ বিজ্ঞানী রোনাল্ড রস, 1907 সালে সাহিত্যে নোবেল জয়ী ব্রিটিশ সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিং এবং 1989 সালে শান্তিতে নোবেল জয়ী তিব্বতী সন্যাসী তথা চতুর্দশ দলাই লামা বা গিলওয়া রিনপোচে ।
2023 সালে প্রাথমিক টেট পাশের হার ছিল মাত্র 2.47%, অর্থাৎ TET পাস এখন আর সহজ নয় । এর জন্য নিয়মিত প্রতিটি বিষয় ডিটেলস পড়তে হবে । আবার TET পাস করলেই চাকরি নয়, এর জন্য সর্বাধিক নম্বর তুলা একান্তই প্রয়োজনীয় । TET এ যার যতো বেশি নম্বর চাকরির দিকে সে ততটাই এগিয়ে । Upper Primary TET এর জন্য প্রস্তুত আমাদের “Ready to Study : Study Materials” আপনার প্রস্তুতিকে মসৃণ করে তুলবে । আমাদের সাথে যুক্ত হতে ▶ ক্লিক করুনঃ
