Competitive Current Affairs 2025 Part-1
Competitive Current Affairs 2025 Part-1
প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলঃ Current Affairs; এই বিভাগ থেকে সাম্প্রতিক ঘটনাবলীর উপর প্রশ্ন করা হয়ে থাকে । ভারত ও বৈশ্বিক স্তরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী সংক্রান্ত বহুবিধ বিষয় এই বিভাগের অন্তর্গত । বিভাগটির বিস্তৃতি যেমন ব্যপক তেমনি ঘটনার ঘনঘটাও লক্ষ্যণীয় । ফলে প্রতিযোগী শিক্ষার্থীদের সমস্যার মুখোমুখি হতে হয় । এই সমস্যা দূর করার জন্য Competitive Current Affairs 2025 নামক পোস্টে বিভিন্ন ঘটনা কেন্দ্রিক MCQ গুলি পর্ব হিসাবে উপস্থাপন করা হল । এটি প্রথম পর্ব ।
Competitive Current Affairs 2025
[Part-1]
1. সম্প্রতি P-81 পসাইডন বিমান নির্মাণের জন্য প্রযুক্তি হস্তান্তর হয়েছে –
[A] হ্যাল ও এল অ্যান্ড টি এর মধ্যে [B] এল অ্যান্ড টি ও বোয়িং এর মধ্যে
[C] বোয়িং ও হ্যাল এর মধ্যে [D] এল অ্যান্ড টি ও ডিআরডিও এর মধ্যে
2. India International Science Festival (IISF) 2025 অনুষ্ঠিত হবে –
[A] আই আই টি, গুয়াহাটিতে [B] পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে
[C] নতুন দিল্লিতে [D] ভুপালে
3. ভারতের নির্বাচন কমিশন প্রথম SIR কর্মসূচী সম্পাদন করে নিম্নের কোন রাজ্যে ?
[A] পশ্চিমবঙ্গে [B] উত্তর প্রদেশে
[C] আসামে [D] বিহারে
4. কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকত্ব সংশোধনী নিয়ম (Citizenship Amendment Rules) সংক্রান্ত নোটিশ জারি করে –
[A] 2019 সালের ডিসেম্বরে [B] 2024 সালের মার্চে
[C] 2020 সালের জানুয়ারিতে [D] 2025 সালের নভেম্বরে
5. Chat GPT তে GPT এর অর্থ হলঃ
[A] Generative Pre-trained Transform [B] General Purpose Technology
[C] Generative Pre-trained Transformers [D] Glutamic Pyruvic Transaminase
6. উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদঘাটিত হয় –
[A] 2020 সালের আগস্টে [B] 2024 সালের জানুয়ারিতে
[C] 2019 সালের নভেম্বরে [D] 2018 সালের অক্টোবরে
7. ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita : BNS, 2023) দ্বারা প্রতিস্থাপিত হয়
[A] Indian Justice Code (IJC), 2023′
[B] Indian Penal Code (IPC)
[C] Terrorist and Disruptive Activities (Prevention) Act in India
[D] National Security Act of 1980
8. 100 তম সংবিধান সংশোধনীর বিষয়বস্তু হলঃ
[A] জি এস টি চালু করা [B] অ্যাংলো ইন্ডিয়ানদের আসন সংরক্ষণ বাতিল করা
[C] বাংলাদেশের সঙ্গে ছিটমহল হস্তান্তর [D] ন্যশনাল জুডিশিয়াল অ্যাপয়েণ্টমেন্ট কমিশন গঠন
9. ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো চালু হয় –
[A] ব্রহ্মপুত্র নদীর তলদেশ দিয়ে [B] গঙ্গা নদীর তলদেশ দিয়ে
[C] হুগলি নদীর তলদেশ দিয়ে [D] যমুনা নদীর তলদেশ দিয়ে
10. স্বপ্নিল কুশল নিম্নের যে ক্রীড়ার সাথে যুক্ত ?
[A] হকি [B] কুস্তি
[C] রাইফেল শুটিং [D] তিরন্দাজি
1-10 এর উত্তর :
1. [C] বোয়িং ও হ্যাল এর মধ্যে, 2. [B] পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে, 3. [D] বিহারে, 4. [B] 2024 সালের মার্চে,
5. [C] Generative Pre-trained Transformers, 6. [B] 2024 সালের জানুয়ারিতে, 7. [B] Indian Penal Code (IPC), 8. [C] বাংলাদেশের সঙ্গে ছিটমহল হস্তান্তর, 9. [C] হুগলি নদীর তলদেশ দিয়ে, 10. [C] রাইফেল শুটিং,
➣ নোবেল পুরস্কার সংক্রান্ত তথ্য
WB SSC Group C&D এর সিলেবাস অনুযায়ী প্রতিটি টপিকের উপর ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে যোগাযোগ করুনঃ 8640890159 এ
অথবা ক্লিক করুনঃ
11. আমাদের সৌরমণ্ডলে পর্যবেক্ষিত প্রথম আন্তঃনাক্ষত্রিক বস্তু হলঃ
[A] বোরিসভ (Borisov) [B] অ্যাটলাস (3I/ATLAS)
[C] ম্যাচোল্জ (96P/Machholz) [D] ঔমুয়ামুয়া (Oumuamua)
12. সম্প্রতি Shanghai Cooperation Organization (SCO) 2025 Summit অনুষ্ঠিত হয় –
[A] ইসলামাবাদে [B] মস্কোতে
[C] তিয়ানজিনে [D] নতুন দিল্লীতে
13. “James” 2025 সালে পুলিতজার পুরস্কারপ্রাপ্ত একটি কথাসাহিত্য, যার লেখক হলেনঃ
[A] পার্সিভাল এভারেট [B] জেসন রবার্টস
[C] টেস্সা হুল্স [D] ম্যারি হোয়ে
14. Waqf (Amendment) Act, 2025 পাস হয়
[A] 2024 সালের আগস্টে [B] 2025 সালের জানুয়ারিতে
[C] 2025 সালের ফেব্রুয়ারিতে [D] 2025 সালের এপ্রিলে
15. “স্বর্নিম ভারত : ভিরাসত ঔর ভিকাশ” থিমটি ছিল –
[A] প্রয়াগ রাজ এ সংঘটিত মহাকুম্ভ এর থিম
[B] 2025 সালের গণতন্ত্র দিবসের থিম
[C] 2025 সালের স্বাধীনতা দিবসের থিম
[D] বুলেট ট্রেন উদঘাটনের থিম
16. 2025 সালে উত্তর প্রদেশের প্রয়াগ রাজ এ সংঘটিত মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় –
[A] গঙ্গা নদীর তীরে [B] যমুনা নদীর তীরে
[C] সরস্বতী নদীর তীরে [D] গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম স্থলে
17. মহাকুম্ভ মেলা 144 বছর অন্তর সংঘটিত হয়, যে সময়কাল
[A] মঙ্গল গ্রহের বার্ষিকগতির সময়কাল [B] বুধ গ্রহের বার্ষিকগতির সময়কাল
[C] বৃহস্পতি গ্রহের বার্ষিকগতির সময়কাল [D] শুক্র গ্রহের বার্ষিকগতির সময়কাল
18. Unique Identification Authority of India (UIDAI) দ্বারা জারি করা পরিচয়পত্রে সংখ্যা (Digit) থাকে –
[A] 8টি [B] 10টি
[C] 12টি [D] 16টি
19. 2025 সালে গ্লোবাল ফিনান্স, নিউইয়র্ক এর World’s Best Consumer Bank 2025 স্বীকৃতি পেয়েছে –
[A] স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া [B] ব্যাংক অফ মহারাষ্ট্র
[C] আই সি আই সি আই ব্যাংক [D] ব্যাংক অফ বরোদা
20. “অপরাজিতা” হলো পশ্চিমবঙ্গ সরকারের –
[A] দুর্নীতি বিরোধী বিল [B] কালোবাজারি বিরোধী বিল
[C] ধর্ষণ বিরোধী বিল [D] দলত্যাগ বিরোধী বিল
👉 Upper Primary TET : বাংলা প্যাডাগোজি
11-20 এর উত্তর :
11. [D] ঔমুয়ামুয়া (Oumuamua), 12. [C] তিয়ানজিনে, 13. [A] পার্সিভাল এভারেট, 14. [D] 2025 সালের এপ্রিলে, 15. [B] 2025 সালের গণতন্ত্র দিবসের থিম,
16. [D] গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গম স্থলে, 17. [C] বৃহস্পতি গ্রহের বার্ষিকগতির সময়কাল, 18. [C] 12টি, 19. [A] স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া , 20. [C] ধর্ষণ বিরোধী বিল,
WB SSC Group C&D এর সিলেবাস অনুযায়ী প্রতিটি টপিকের উপর ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে যোগাযোগ করুনঃ 8640890159 এ
অথবা ক্লিক করুনঃ
21. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO এর বর্তমান চেয়রম্যান হলেনঃ
[A] শ্রীধর পানিকর সোমনাথ [B] ভানিয়া নারায়ণ
[C] কৈলাসবাদিভু শিবন [D] বিক্রম সারাভাই
22. PUMA India -এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন –
[A] অনুষ্কা শর্মা [B] বিরাট কোহলি
[C] সুনীল ছেত্রী [D] পি.ভি. সিন্ধু
23. শ্রী গুকেশ ডি. নিম্নের কোন খেলার সাথে যুক্ত ?
[A] প্যারা জুডো [B] হকি
[C] দাবা [D] প্যারা ব্যাডমিন্টন
24. One Nation One Subscription (ONOS) হল একটি
[A] ব্যাঙ্কিং ব্যবস্থাপনা [B] ডিজিটাল লাইব্রেরি পরিষেবা
[C] ডিজিটাল পেমেন্ট পরিষেবা [D] ডিজিটাল পরিচয়পত্র পরিষেবা
25. 2025 National Games of India এর দাপ্তরিক অলিম্পিক মশালটির নাম হলঃ
[A] “তেজস্বিনী” (Tejaswini) [B] “মোগা” (Moga)
[C] “সাভাজ” (Savaj) [D] “আম্মু” (Ammu)
26. অর্থনীতিতে TDS এর অর্থ হলঃ
[A] Tax Deduction at Source [B] Tax Deduction Systems
[C] Total Domestic Surplus [D] Total Demonetization Slab
27. India Open 2025 অনুষ্ঠিত হয় নতুন দিল্লির কে.ডি. যাদব ইনডোর স্টেডিয়ামে । এই ইভেন্টটি নিম্নের যে খেলার সাথে যুক্ত সেটি হলঃ
[A] টেনিস [B] ব্যাডমিন্টন
[C] খোখো [D] কাবাডি
28. 1st World Pickleball League অনুষ্ঠিত হয়েছে –
[A] হায়দরাবাদে [B] পুণেতে
[C] চণ্ডিগড়ে [D] মুম্বইতে
29. সম্প্রতি প্রকাশিত “The World After Gaza” বইটির লেখক হলেনঃ
[A] অমিত সাহ [B] সঙ্ঘমিত্রা চক্রবর্তী
[C] অভিজিৎ ব্যানার্জী [D] পঙ্কজ মিশ্র
30. সম্প্রতি “PARTH Yojana” টি চালু করলো –
[A] মধ্যপ্রদেশ সরকার [B] ওড়িশা সরকার
[C] গুজরাট সরকার [D] ভারত সরকার
21-30 এর উত্তর :
21. [B] ভানিয়া নারায়ণ, 22. [D] পি.ভি. সিন্ধু, 23. [C] দাবা, 24. [B] ডিজিটাল লাইব্রেরি পরিষেবা, 25. [A] “তেজস্বিনী” (Tejaswini),
26. [A] Tax Deduction at Source, 27. [B] ব্যাডমিন্টন, 28. [D] মুম্বইতে, 29. [D] পঙ্কজ মিশ্র, 30. [A] মধ্যপ্রদেশ সরকার,
2023 সালে প্রাথমিক টেট পাশের হার ছিল মাত্র 2.47%, অর্থাৎ TET পাস এখন আর সহজ নয় । এর জন্য নিয়মিত প্রতিটি বিষয় ডিটেলস পড়তে হবে । আবার TET পাস করলেই চাকরি নয়, এর জন্য সর্বাধিক নম্বর তুলা একান্তই প্রয়োজনীয় । TET এ যার যতো বেশি নম্বর চাকরির দিকে সে ততটাই এগিয়ে । Upper Primary TET এর জন্য প্রস্তুত আমাদের “Ready to Study : Study Materials” আপনার প্রস্তুতিকে মসৃণ করে তুলবে । আমাদের সাথে যুক্ত হতে ▶ ক্লিক করুনঃ
