Competitive Exam. Niryas

Competitive Current Affairs 2025 Part-2

Competitive Current Affairs 2025 Part-2

প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিভাগ হলঃ Current Affairs; এই বিভাগ থেকে সাম্প্রতিক ঘটনাবলীর উপর প্রশ্ন করা হয়ে থাকে । ভারত ও বৈশ্বিক স্তরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী সংক্রান্ত বহুবিধ বিষয় এই বিভাগের অন্তর্গত । বিভাগটির বিস্তৃতি যেমন ব্যপক তেমনি ঘটনার ঘনঘটাও লক্ষ্যণীয় । ফলে প্রতিযোগী শিক্ষার্থীদের সমস্যার মুখোমুখি হতে হয় । এই সমস্যা দূর করার জন্য Competitive Current Affairs 2025 নামক পোস্টে বিভিন্ন ঘটনা কেন্দ্রিক MCQ গুলি পর্ব হিসাবে উপস্থাপন করা হল । এটি দ্বিতীয় পর্ব ।


Competitive Current Affairs 2025

[Part-2]

➣ Join : Our Telegram Channel

31. বিশ্বের বিবেক বলা হয় –
[A] আন্তর্জাতিক আদালতকে [B] ইউনেস্কোকে
[C] ইন্টারপোলকে [D] রাষ্ট্রসংঘকে

32. অঞ্জি খাদ ব্রিজ নির্মিত হয়েছে –
[A] গোয়াতে [B] জম্মু ও কাশ্মীরে
[C] অরুণাচল প্রদেশে [D] আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে

33. BRICS Plus এ অন্তর্ভুক্ত সর্বশেষ (2025) দেশটি হলঃ
[A] ইন্দোনেশিয়া [B] ইথিওপিয়া
[C] ইরান [D] সংযুক্ত আরব আমিরশাহি

34. সম্প্রতি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইসকন মন্দির উদ্বোধন হলঃ
[A] ওড়িশায় [B] দিল্লিতে
[C] মুম্বইতে [D] হরিয়ানায়

35. ভারতের প্রথম রাজ্য হিসাবে Uniform Civil Code (UCC) কার্যকর করলো
[A] আসাম [B] গুজরাট
[C] উত্তরাখণ্ড [D] উত্তর প্রদেশ

36. আসাম রাজ্যের দ্বিতীয় রাজধানী হিসাবে ঘোষণা করা হয় –
[A] ডিব্রুগড়কে [B] দিসপুরকে
[C] ডিগবয়কে [D] জোড়হাটকে

37. প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসাবে Mrs World 2025 জয়ী হলেনঃ
[A] জুলিয়া স্কিনেল্লে [B] সরগম কৌশল
[C] সেইলিন ফোর্ড [D] সেগো গেইলেই

38. ভারতীয় কোস্ট গার্ড নিম্নের কোন রাজ্যে “সাগর কবজ” নামক নিরাপত্তা মহড়া পরিচালনা করে ?
[A] গুজরাটে [B] কেরলে
[C] পশ্চিমবঙ্গে [D] ওড়িশায়

39. সম্প্রতি প্রকাশিত “Indian Renaissance: The Modi Decade” নামক বইটির লেখক হলেনঃ
[A] অরুণ শৌরি [B] গীতিকা লিডার
[C] অমিত সাহ [D] নমিতা গোখলে

40. ভারতের প্রথম AI University
[A] চণ্ডীগড়ে [B] মহারাষ্ট্রে
[C] পুণেতে [D] গুরুগ্রামে

31-40 এর উত্তর :

31. [D] রাষ্ট্রসংঘকে, 32. [B] জম্মু ও কাশ্মীরে, 33. [A] ইন্দোনেশিয়া, 34. [C] মুম্বইতে, 35. [C] উত্তরাখণ্ড,

36. [A] ডিব্রুগড়কে, 37. [D] সেগো গেইলেই, 38. [C] পশ্চিমবঙ্গে, 39. [C] অমিত সাহ, 40. [B] মহারাষ্ট্রে,

➣ নোবেল পুরস্কার সংক্রান্ত তথ্য

WB SSC Group C&D এর সিলেবাস অনুযায়ী প্রতিটি টপিকের উপর ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে যোগাযোগ করুনঃ 8640890159 এ 

অথবা ক্লিক করুনঃ 

➣ Group-D Study Materials

➣ Group-C Study Materials

41. মহাকুম্ভ মেলা যে সময়কাল অন্তর সংঘটিত হয়, যে সময় কালে নিম্নের _______________ গ্রহটি সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমা করে ।
[A] মঙ্গল [B] বুধ
[C] বৃহস্পতি [D] শুক্র

42. বর্তমানে (2025) ভারতের মুখ্য নির্বাচন আধিকারিক হলেনঃ
[A] সুবীর সিং সন্ধু [B] বিবেক যোশি
[C] গণেশ কুমার [D] রাজীব শর্মা

43. নিম্নের কোন রাজ্যে Electronic voting machines (EVM) এর প্রথম ব্যবহার হয় ?
[A] কেরালায় [B] নাগাল্যান্ডে
[C] বিহারে [D] পশ্চিমবঙ্গে

44. সোনমার্গ টানেল অবস্থিত –
[A] NH-1 এ [B] NH-3 তে
[C] NH-44 এ [D] NH-48 এ

45. জেনারেল অনিল চৌহান নামটি নিম্নের কোন অপারেশনের সাথে যুক্ত ?
[A] অপারেশন ব্লু স্টার [B] অপারেশন মেঘদূত
[C] অপারেশন দেবী শক্তি [D] অপারেশন সিঁদুর

46. সম্প্রতি ভারতের প্রথম দ্বৈত বিমানবন্দর রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করে নিম্নের কোন রাজ্য ?
[A] উত্তর প্রদেশ [B] গুজরাট
[C] গোয়া [D] কর্ণাটক

47. ভারতীয় ন্যায় সংহিতা (BNS) প্রবর্তন হয়
[A] 2023 সালের ডিসেম্বরে [B] 2024 সালের মার্চে
[C] 2024 সালের মে তে [D] 2024 সালের জুলাইতে

48. সম্প্রতি “খেল রত্ন” পুরস্কারে পুরস্কৃত হয় মনু ভাকের, তিনি নিম্নের যে খেলার সাথে যুক্ত সেটি হলঃ
[A] জ্যাভলিন [B] শুটিং
[C] কাবাডি [D] হকি

49. চাঁদে সফল ল্যান্ডিংকারী পঞ্চম দেশ হলঃ
[A] রাশিয়া [B] চীন
[C] ভারত [D] জাপান

50. ভারতের প্রথম সাদা বাঘ প্রজনন কেন্দ্র স্থাপনের ছাড়পত্র পেল –
[A] পশ্চিমবঙ্গ [B] মহারাষ্ট্র
[C] মধ্য প্রদেশ [D] রাজস্থান

41-50 এর উত্তর :

41. [C] বৃহস্পতি, 42. [C] গণেশ কুমার, 43. [A] কেরালায়, 44. [A] NH-1 এ, 45. [D] অপারেশন সিঁদুর,

46. [C] গোয়া, 47. [D] 2024 সালের জুলাইতে, 48. [B] শুটিং, 49. [D] জাপান, 50. [C] মধ্য প্রদেশ,

WB SSC Group C&D এর সিলেবাস অনুযায়ী প্রতিটি টপিকের উপর ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে যোগাযোগ করুনঃ 8640890159 এ 

অথবা ক্লিক করুনঃ 

➣ Group-D Study Materials

➣ Group-C Study Materials

51. সম্প্রতি ভারতীয় কোনো বিধানসভায় সর্বকনিষ্ঠ বিধায়ক নির্বাচিত হলেনঃ
[A] উমেদ সিংহ [B] মৈথিলি ঠাকুর
[C] উপাসনা মহাপাত্র [D] ময়মনপল্লী রোহিত

52. একবিংশ শতাব্দীতে জন্ম নেওয়া প্রথম কোনো ব্যক্তি হিসাবে ভারতীয় কোনো বিধানসভায় বিধায়ক হিসাবে নির্বাচিত হলেনঃ
[A] মৈথিলি ঠাকুর [B] আদিত্য সূর্যেবালা
[C] ময়মনপল্লী রোহিত [D] উমেদ সিংহ

53. সম্প্রতি VISION 2020 India এর Goodwill Ambassador নিযুক্ত হলেনঃ
[A] বিবেক কুমার [B] হেমা মালিনি
[C] পি.ভি সিন্ধু [D] কৃষ্ণমাচারি শ্রীকান্ত

54. সম্প্রতি ‘Fit India Icon’ হিসাবে মনোনীত হলেনঃ
[A] নরেন্দ্র কুমার যাদব [B] হিমা দাস
[C] আয়ুষ্মান খুরানা [D] মেরি কম

55. সম্প্রতি প্রকাশিত “দিয়াশলাই” নামক আত্মজীবনীটি নিম্নের কোন ব্যক্তির আত্মজীবনী ?
[A] কমলা হ্যারিসের [B] কৈলাস সত্যার্থীর
[C] অ্যানে ফ্রাঙ্ক এর [D] অরুন্ধতী রায় এর

56. “প্রজেক্ট হক” (‘Project HAKK’) প্রকল্পটি নিম্নের কোন ব্যাঙ্কিং ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট ?
[A] SBI [B] RBI
[C] HDFC [D] PNB

57. চাপচার কুট উৎসবটি নিম্নের কোন রাজ্যের সংস্কৃতির সাথে যুক্ত ?
[A] মেঘালয় [B] মনিপুর
[C] মিজোরাম [D] মধ্য প্রদেশ

58. ভারতের প্রথম “Frozen zoo” বা wildlife bio-bank হিসাবে স্বীকৃতি পেল –
[A] পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক
[B] নন্দনকানন জুলজিক্যাল পার্ক
[C] শ্রী চামরাজেন্দ্র জুওলজিক্যাল গার্ডেন
[D] আরিগনার আনা জুলজিক্যাল পার্ক

59. সম্প্রতি ভারতের প্রথম রাজ্য হিসাবে Senior Citizens Commission স্থাপন করলো নিম্নের কোন রাজ্য ?
[A] উত্তর প্রদেশ [B] গোয়া
[C] পশ্চিমবঙ্গ [D] কেরালা

60. জাপানের চন্দ্র মিশনের নাম হলঃ
[A] লুনা [B] স্লিম
[C] চ্যাং [D] অ্যাপেলো

51-60 এর উত্তর :

51. [B] মৈথিলি ঠাকুর, 52. [A] মৈথিলি ঠাকুর, 53. [D] কৃষ্ণমাচারি শ্রীকান্ত, 54. [C] আয়ুষ্মান খুরানা, 55. [B] কৈলাস সত্যার্থীর,

56. [C] HDFC, 57. [C] মিজোরাম, 58. [A] পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, 59. [D] কেরালা, 60. [B] স্লিম, ⟽ Previous Part


2023 সালে প্রাথমিক টেট পাশের হার ছিল মাত্র 2.47%, অর্থাৎ TET পাস এখন আর সহজ নয় । এর জন্য নিয়মিত প্রতিটি বিষয় ডিটেলস পড়তে হবে । আবার TET পাস করলেই চাকরি নয়, এর জন্য সর্বাধিক নম্বর তুলা একান্তই প্রয়োজনীয় । TET এ যার যতো বেশি নম্বর চাকরির দিকে সে ততটাই এগিয়ে । Upper Primary TET এর জন্য প্রস্তুত  আমাদের “Ready to Study : Study Materials” আপনার প্রস্তুতিকে মসৃণ করে তুলবে । আমাদের সাথে যুক্ত হতে ▶ ক্লিক করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page