Competitive Exam. Niryas

Important Memorials of India GK-1

Important Memorials of India GK-1

দীর্ঘদিন পর WBSSC আয়োজন করতে চলেছে WBSSC Group-C&D এর পরীক্ষা । অষ্টম শ্রেণী ও মাধ্যমিক যোগ্যতার এই পরীক্ষায় বেশ কয়েক লক্ষ (20+) পরীক্ষার্থী অংশগ্রহণ করবে । আগামি কয়েক বছর আর হয়তো এরূপ পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রায় নেই । তাই প্রতিটি প্রতিযোগী এই পরীক্ষায় আপ্রাণ লড়াই করবে । তোমরা যারা একেবারেই সিরিয়াসভাবে প্রস্তুতি চালিয়ে যাবে তারাই টিকে থাকতে সক্ষম হবে । তোমাদের সাহায্যের জন্য আমরাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি । তার নমুনাস্বরূপ Important Memorials of India GK-1 নামক পোস্টে ভারতের স্মৃতিবেদী সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য উপস্থিত করলাম । নিয়মিত আপডেট থাকতে আমাদের সঙ্গে থেকে প্রস্তুতি চালিয়ে যাও ।


Subject : Static General Knowledge 

Topic : Important Memorials of India [ভারতের গুরুত্বপূর্ণ স্মৃতি বেদী]


⟽ Previous Post : পরিমাপের একক ও পদ্ধতি

 

✨ রাজ ঘাট (Raj Ghat) : পুরাতন দিল্লী এলাকায় যমুনা নদীর পশ্চিম পাড়ে রাজ ঘাট অবস্থিত । 1948 সালের 31শে জানুয়ারি এই স্থানে স্বাধীনতা সংগ্রামী তথা ভারতীয় আইনজীবী মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী (বাপু)’র শেষকৃত্য সম্পন্ন করা হয় । স্থানটি 5.1 একর জমির উপর অবস্থিত এবং এখানে মহাত্মা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে নীল মার্বেল পাথরের বেদী নির্মিত হয়েছে । মহাত্মা গান্ধী ব্যতীত আরো বেশ কয়েকজনের স্মৃতি বেদী এই এলাকায় রয়েছে ।

✨ চৈতভূমি (Chaitya Bhoomi) : চৈতভূমি মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে অবস্থিত । 1956 সালের 6ই ডিসেম্বর এই ক্ষেত্রে ভারতীয় সংবিধানের প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয় । 1971 সালের 5ই ডিসেম্বর এই স্মৃতি বেদী উন্মোচন করেন আম্বেদকরের পুত্রবধূ মীরাবাই দেবী । গম্বুজাকৃতির এই স্মৃতি বেদীর অভ্যন্তরভাগে আম্বেদকরের মূর্তি এবং গৌতম বুদ্ধের মূর্তি প্রতিস্থাপিত রয়েছে । স্মৃতি বেদীর প্রবেশ দ্বারে সাঁচির বৌদ্ধস্তূপের এবং পার্শ্বদেশে অশোক স্তম্ভের প্রতিকৃতি নির্মিত হয়েছে ।

✨ মহাপ্রয়াণ ঘাট (Mahaprayan Ghat) : বিহারের পটনাতে মহাপ্রয়াণ ঘাট অবস্থিত । 1963 সালের 28শে জানুয়ারি এখানে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয় ।

✴ WBSSC Group-C & Group-D এর প্রস্তুতির জন্য এক্ষুনি আমাদের সাথে যুক্ত হতে নিচের লিঙ্কে ক্লিক করো

➣ Click Now : For Group-D Preparation

➣ Click Now : For Group-C Preparation

✨ শান্তিবন (Shantivan) : রাজঘাট এলাকায় 52.6 একর এলাকা জুড়ে শান্তিবন অবস্থিত । 1964 সালের 28শে মে এই এলাকায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয় ।

✨ বিজয় ঘাট (Vijay Ghat) : রাজঘাট এলাকায় 40 একর এলাকা জুড়ে বিজয় ঘাট অবস্থিত । এই এলাকায় 1966 সালে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয়।

✨ শক্তি স্থল (Shakti Sthal) : রাজঘাট এলাকায় 45 একর এলাকা জুড়ে শক্তি স্থল অবস্থিত । 1984 সালে এই স্থানে ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দ্রা গান্ধীর শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয় ।

✨ সমতা স্থল (Samta Sthal) : রাজঘাট এলাকায় 12.5 একর এলাকা জুড়ে সমতা স্থল অবস্থিত । 1986 সালের 6ই জুলাই এই স্থানে ভারতের চতুর্থ উপ-প্রধানমন্ত্রী জগজীবন রাম এর শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয় ।

✨ কিষাণ ঘাট (Kisan Ghat) : রাজঘাট এলাকায় 19 একর এলাকা জুড়ে কিষাণ ঘাট অবস্থিত । 1987 সালে এই স্থানে ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংহ এর শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয় ।

✨ বীর ভূমি (Veer Bhumi) : রাজঘাট এলাকায় 15 একর এলাকা জুড়ে বীর ভূমি অবস্থিত । 1991 সালে এই স্থানে ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয় ।

✨ একতা স্থল (Ekta Sthal) : রাজঘাট এলাকায় 22.5 একর এলাকা জুড়ে একতা স্থল অবস্থিত । 1994 সালে এই স্থানে ভারতের সপ্তম রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিংহের শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয়।

✨ অভয় ঘাট (Abhay Ghat) : গুজরাট রাজ্যের আমেদাবাদে অভয় ঘাট অবস্থিত । 1995 সালের 11ই এপ্রিল ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী তথা দ্বিতীয় উপ-প্রধানমন্ত্রী মোরারজী দেশাই শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয় ।

✨ নারায়ণ ঘাট (Narayan Ghat) : গুজরাট রাজ্যের আমেদাবাদে নারায়ণ ঘাট অবস্থিত । 1998 সালের 15ই জানুয়ারি এই স্থানে একমাত্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী গুলজারি লাল নন্দর শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয় ।

✴ WBSSC Group-C & Group-D এর প্রস্তুতির জন্য এক্ষুনি আমাদের সাথে যুক্ত হতে নিচের লিঙ্কে ক্লিক করো

➣ Click Now : For Group-D Preparation

➣ Click Now : For Group-C Preparation

✨ কর্ম ভূমি (Karma Bhumi) : রাজঘাট এলাকায় বিজয় ঘাটের নিকট কর্ম ভূমি অবস্থিত । 1999 সালের 26শে ডিসেম্বর এই স্থানে ভারতের নবম রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয় ।

✨ সংঘর্ষ স্থল (Sangharsh Sthal) : রাজঘাট এলাকায় কিষাণ ঘাটের নিকট সংঘর্ষ স্থল অবস্থিত । 2001 সালে এই স্থানে ভারতের ষষ্ঠ উপ-প্রধানমন্ত্রী তথা হরিয়ানার পঞ্চম মুখ্যমন্ত্রী চৌধুরী দেবী লাল (তাও) এর শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয় ।

✨ পি ভি ঘাট/জ্ঞান ভূমি (PV Ghat) : বর্তমান তেলেঙ্গানা রাজ্যের বৃহত্তম নগর ও তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের যুগ্ম রাজধানী হায়দ্রাবাদে 2.9 একর এলাকা জুড়ে জ্ঞান ভূমি অবস্থিত । 2004 সালের 23শে ডিসেম্বর ভারতের নবম প্রধানমন্ত্রী তথা অন্ধ্র প্রদেশের চতুর্থ মুখ্যমন্ত্রী তথা “Father of Indian Economic Reforms” পি.ভি নরসীমা রাও এর শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয় ।

✨ উদয় ভূমি (Uday Bhumi) : রাজঘাটের নিকট ক্রিস্টিয়ান কমিউনিটি এলাকায় উদয় ভূমি অবস্থিত । 2005 সালে এই স্থানে ভারতের দশম রাষ্ট্রপতি এবং নবম উপ-রাষ্ট্রপতি কোচেরিল রমন নারায়ণে শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয় ।

✨ জননায়ক স্থল (Jannayak Sthal) : রাজঘাট এলাকায় “একতা স্থল স্মৃতি বেদী ক্ষেত্র” এর নিকট জননায়ক স্থল অবস্থিত । 2007 সালের 10ই জুলাই এই স্থানে ভারতের অষ্টম প্রধানমন্ত্রী চন্দ্র শেখর এর শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয় ।

✨ স্মৃতি স্থল (Smriti Sthal) : রাজঘাট এলাকায় সমতা স্থলের নিকট স্মৃতি স্থল অবস্থিত । 2012 সালের 1লা ডিসেম্বর এই স্থানে ভারতের দ্বাদশতম প্রধানমন্ত্রী তথা রাজ্য সভার 22তম নেতা ইন্দ্র কুমার গুজরালের শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয়।

✨ সদৈব অটল/রাষ্ট্রীয় স্মৃতি স্থল (Sadaiv Atal/Rashtriya Smriti Sthal) : রাজঘাট এলাকায় বিজয় ঘাটের নিকট 1. 5 একর এলাকা জুড়ে সদৈব অটল অবস্থিত । স্থানটি রাষ্ট্রীয় স্মৃতি স্থল নামেও পরিচিত । 2018 সালের 17ই আগস্ট এই স্থানে ভারতের দশম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয় ।

➣ Click Now : For Upper Primary TET Study Materials

✨ নিগমবোধ ঘাট (Nigambodh Ghat) : দিল্লীর রিং রোডে লালকেল্লার পিছনে যমুনা নদীর তীরে নিগমবোধ ঘাট অবস্থিত । ভারতের পৌরাণিক মহাকাব্য “মহাভারত” অনুযায়ী পণ্ডব জ্যষ্ঠ্য যুধিষ্ঠির এই ঘাত নির্মাণ করেন । 2002 সালের 28শে জুলাই এই স্থানে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু প্রাক্তন রাজ্যপাল তথা ভারতের দশম উপরাষ্ট্রপতি কৃষ্ণ কান্তর শেষকৃত্য সম্পন্ন করা হয় এবং স্মৃতি বেদী নির্মাণ করা হয়।

✨ ভারতের বাইরে – ব্রিস্টল (Bristle) : ভারতীয় নবজাগরণের পথিকৃৎ তথা ব্রাহ্ম সমাজ (1828 সালের 20শে আগস্ট) এর প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় এর শেষকৃত্য সম্পন্ন করা হয় ব্রিস্টলে । প্রসঙ্গতঃ মুঘল সম্রাট দ্বিতীয় আকবর সহ এর রাষ্ট্রদূত হিসেবে 1831 সালে রামমোহন রায় ইংল্যান্ড সফরে যান । এই সফর কালে তিনি 1833 সালে ব্রিস্টলে পৌঁছান এবং সেখানে পৌঁছনোর দিন দশকের মাথায় মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে 1833 সালের 27শে সেপ্টেম্বর ব্রিস্টলের স্টেপেলটন গ্রামে (Beech House, Stapleton Grove) মারা যান। প্রথমে স্ট্যাপলটন গ্রোভের বিচ হাউসেই তাকে সমাহিত করা হয় । প্রায় 10 বছর পর 1843 সালে দ্বারকনাথ ঠাকুরের প্রচেষ্টায় তাঁর দেহকে আর্নোস ভ্যাল কবরস্থানে পুনঃকবর দেওয়া হয়। 1997 সালে ব্রিস্টলের কলেজ গ্রিনে রামমোহনের একটি নয় ফুট উঁচু মূর্তি স্থাপন করা হয় । কাউন্সিল হাউসেও তার একটি ব্রোঞ্জের আবক্ষ মূর্তি রয়েছে। ➣ Next Post


✴ WBSSC Group-C & Group-D এর প্রস্তুতির জন্য এক্ষুনি আমাদের সাথে যুক্ত হতে নিচের লিঙ্কে ক্লিক করো

➣ Click Now : For Group-D Preparation

➣ Click Now : For Group-C Preparation


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page