Indus Water Treaty – IWT
Indus Water Treaty – IWT [সিন্ধু জল চুক্তি]
প্রবন্ধ হল নির্দিষ্ট বিষয়ের উপর ভাষা চর্চার তথ্যভিত্তিক উপস্থাপনা । জ্ঞানের গভীরতা বৃদ্ধি ও ভাষা বোধের দক্ষতার জন্য প্রবন্ধ পাঠ অনিবার্য । সেই উদ্দেশ্যেই আমরা আরম্ভ করেছি প্রবন্ধ নির্যাস নামক বিভাগ । এই বিভাগে সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের বিষয়বস্তু অবলম্বনে প্রবন্ধ উপস্থাপন করা হবে । সাম্প্রতিক সময়ে পাকিস্তান মদতপুষ্ট লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) ও হিজবুল মুজাহিদেন (Hizbul Mujahideen) এর দ্বায়িত্বে ভারতের মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত কাশ্মীরের প্যাহেলগাঁও এর বৈশারণ উপত্যকায় (Baisaran Valley) আতঙ্কবাদী হামলার পাল্টা হিসাবে স্থগিত করা Indus Water Treaty – IWT [সিন্ধু জল চুক্তি] এর উপর এই প্রবন্ধ । ➣ Join : Our Telegram Channel ☛ Bhugolika-Niryas
Indus Water Treaty – IWT [সিন্ধু জল চুক্তি]
⟽ পূর্ববর্তী প্রবন্ধ : মহাকাশ দুর্ঘটনা অনুসন্ধান
প্রাককথন : ভারতের হিমালয়ান নদী বিন্যাস তন্ত্রকে যে তিনটি অংশে বিভক্ত করা যায় তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম নদীতন্ত্র হলঃ সিন্ধু নদীতন্ত্র । সিন্ধু অববাহিকা ভারত, পাকিস্তান, চীন ও আফগানিস্তান এই চারটি দেশে ছড়িয়ে রয়েছে । DCW এর তথ্য অনুযায়ী সিন্ধু নদীর উৎসক্ষেত্র প্রায় 37 134 বর্গ কিঃমিঃ হিমক্ষেত্রের উপর অবস্থিত । International Water Management Institute (IWMI) এর তথ্য অনুযায়ী সিন্ধু নদীতন্ত্রের বিস্তার প্রায় 11,37,819 বর্গ কিঃমিঃ । সিন্ধু নদীতন্ত্রের মাত্র 21% অংশে কৃষিএলাকা বিকশিত হয়েছে যার পরিমাণ প্রায় 228 694 বর্গ কিঃমিঃ, যার 60.9% পাকিস্তানে, 37.2% ভারতে এবং 1.9% আফগানিস্তানে অবস্থিত । Indus Basin Irrigation System (IBIS) বিশ্বের বৃহত্তম সেচ ব্যবস্থা । এই নদীতন্ত্র ভারতের 3, 21, 289 বর্গ কিঃমিঃ এলাকা জুড়ে অবস্থিত । এই এলাকার মধ্যে জম্মু-কাশ্মীর ও লাদাখ এ 1,93,762 বর্গ কিঃমিঃ, হিমাচল প্রদেশে 51,356 বর্গ কিঃমিঃ, পাঞ্জাবে 50,304 বর্গ কিঃমিঃ, রাজস্থানে 15,814 বর্গ কিঃমিঃ, হরিয়ানায় 9,939 বর্গ কিঃমিঃ এবং চন্ডিগড়ে 114 বর্গ কিঃমিঃ অন্তর্ভুক্ত । সিন্ধু নদীতন্ত্র উত্তর ভারত ও দক্ষিণ ভারতের সামগ্রিক নদী বিন্যাস তন্ত্রের পৃথক পৃথক নদী তন্ত্রগুলির মধ্যেও গঙ্গা নদীতন্ত্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে । এই নদী তন্ত্রের প্রধান নদী হল সিন্ধু, যা ভারত ও পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত এবং আরব সাগরে পতিত হয়েছে । এই নদী তন্ত্র সিন্ধু ছাড়া আরো পাঁচটি নদীর মিলিত রুপ, নদীগুলো হলঃ i) সতলজ (Satluj), ii) চেনাব (Chenab), iii) ইরাবতী (Ravi), iv) ঝিলাম (Jhelum) এবং v) বিপাশা (Beas) । সিন্ধু নদীতন্ত্র ভারতের মোট ভৌগোলিক ক্ষেত্রের 9.80% দখল করে রয়েছে এবং বাৎসরিক 79, 700 ঘন মিঃ/বর্গ কিঃমিঃ হিসাবে জল পরিবাহিত করে, যা ভারতের জল পরিবহণের প্রায় 4.3% ।
⚫ সিন্ধু নদী (Indus River) : বর্তমানে ভারতে প্রবাহিত আন্তর্জাতিক নদীগুলির মধ্যে দীর্ঘতম নদী হল সিন্ধু নদী । এই নদী ভারত ও পাকিস্তানের ভূখণ্ডের উপর দিয়ে বয়ে চলেছে । ঋগবেদে সিন্ধু নদীর কথা 176 বার উল্লেখ করা হয়েছে । সিন্ধু নদী তিব্বতের মানসরোবরের নিকট অবস্থিত কৈলাস পার্বত্য হিমবাহ ক্ষেত্রর বোখার চু (Bokhar Chu : 31°15′ উঃ ও 81°40′ পূর্ব) এর নিকট 4,164 মিঃ উচ্চতায় অবস্থিত সিংগি খামবান (‘Singi Khamban; বা Lion’s Mouth) থেকে উৎপন্ন হয়ে উঃ-পশ্চিম অভিমুখে ভারতের বর্তমান জম্মু-কাশ্মীর ও লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে নাগা পর্বতের নিকট তীক্ষভাবে দক্ষিণে বাঁক নিয়ে অগ্রসর হয়ে দর্দীস্তান* অঞ্চলের চিলাসের (35°25′10″N & 74°05′40″E) কাছে পাকিস্তানে প্রবেশ করেছে ।
সিন্ধু নদী তার মোট 3610 কিঃমিঃ দীর্ঘ গতিপথের মধ্যে ভারতে লাদাখ, জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও পঞ্জাবের উপর দিয়ে প্রায় 1,114 কিঃমিঃ এবং অবশিষ্ট প্রায় 2,496 কিঃমিঃ পাকিস্তানে প্রবাহিত হয়ে অবশেষে করাচীর দক্ষিণে বৃহৎ নদীদ্বীপ গঠন করে আরব সাগরে পতিত হয়েছে ।
⚫ সিন্ধুর উপনদী : সিন্ধু নদীর প্রধান উপনদীগুলির মধ্যে ডানহাতি তথা পাকিস্তান ও আফগানিস্তানের দিক অর্থাৎ সুলেমান পার্বত্যাঞ্চল থেকে যুক্ত উপনদীগুলি হল সোয়াট (Soat), ঝোব-গোমাল (Zhob-Gomal), কাবুল, ভিবোয়া, খুররম সঙ্গম ইত্যাদি এবং বামহাতি তথা ভারতের দিকথেকে যুক্ত উপনদীগুলি হল ঝিলাম (Jhelum), চেনাব (Chenab), ইরাবতী (Ravi), সতলজ (Sutlej) এবং বিপাশা (Beas) । ভারতের দিক থেকে যুক্ত উপনদীগুলি সরাসরি সিন্ধুতে যুক্ত হয়নি । এই পাঁচটি নদীর মধ্যে প্রথমে ঝিলাম, চেনাব ও ইরাবতী নদী একত্রিত হয়ে চেনাব নামে দক্ষিণে প্রবাহিত হয়েছে এবং এর সাথে বিপাশা ও সতলজ নদীদুটির মিলিত প্রবাহ সংযুক্ত হয়ে পঞ্জনদ (Panjnad/Panchnad) নামে মিথানকোটের নিকট সিন্ধুর সাথে যুক্ত হয়েছে । এছাড়া লাদাখ এর নিকট জাঁস্কর (Jansker) নদী সিন্ধুতে যুক্ত হয়েছে । চেনাব হল সিন্ধুর দীর্ঘতম উপনদী ।
সিন্ধু তীরবর্তী শহর : সিন্ধু নদীকে কেন্দ্র করে প্রায় 33,00 বছর পূর্বে সিন্ধু সভ্যতা বিকশিত হয়েছিল । এই সভ্যতার মহেঞ্জোদারো, হরপ্পা প্রভৃতি ছিল গুরুত্বপূর্ণ শহর । বর্তমান ভারতের লেহ্ এবং পাকিস্তানের স্কার্দু, দাসু, বেসহাম, শুক্কুর, হাইদেরাবাদ, করাচী ইত্যাদি শহরগুলি অবস্থিত ।
SLST Geography হোক বা PSC Geography প্রত্যেক ক্ষেত্রে সিলেবাস অনুযায়ী টপিক ধরে ধরে সম্পূর্ণ ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে প্রয়োজন অনুযায়ী নীচের লিঙ্কে ক্লিক করুন
*দর্দীস্তান (Dardistan) : উঃ পাকিস্তান, পাক অধিকৃত কাশ্মীর ও আফগানিস্তানের উঃ-পূর্ব অংশের সম্মিলন ক্ষেত্র, এখানে দর্দী ভাষাভাষীর লোক বসবাস করে বলে ব্রিটিশ প্রাচ্য ভাষাবিদ Gottlieb Wilhelm Leitner এই অঞ্চলের এরুপ নামকরণ করেন ।
▶ সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) : সিন্ধু জল চুক্তি হল ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু ও তার পাঁচ উপনদী বাহিত জলের বণ্টন । বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় 1960 সালের 19 শে সেপ্টেম্বর তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী আয়ুব খানের মধ্যে পাকিস্তানের করাচীতে এই চুক্তি স্বাক্ষরিত হয় । এই চুক্তি অনুযায়ী সমগ্র সিন্ধু নদীতন্ত্র দ্বারা বাহিত মোট জলের মাত্র 20% ভারত ব্যবহার করতে পারবে, বাকি 80% জল যাবে পাকিস্তানে ।
2016 সালের জুনে তৎকালীন জম্মু-কাশ্মীর বিধানসভা এই চুক্তির পুনঃ বিবেচনার আর্জি জানায় । 2016 সালে উরি আক্রমণের পর ভারতের প্রধানমন্ত্রীর “Blood and water cannot flow together” সতর্কবার্তা এই চুক্তির বাস্তবতা সম্পর্কে প্রশ্নচিহ্ন উপস্থাপিত করে । 2019 সালে পুলবামা আক্রমণের পর ভারতের সড়ক ও জল সম্পদ মন্ত্রী নীতিন গডকরী পূর্বদিকের তিনটি নদীর জলের গতিপথ পরিবর্তনের কথা উত্থাপন করেন । 2025 সালের 22শে এপ্রিল প্যাহেলগাঁও (2025 Baisaran Valley Terrorist Attack) আতঙ্কবাদী হামলার প্রেক্ষিতে 2025 সালের 23 শে এপ্রিল ভারতের বিদেশ মন্ত্রক [Ministry of External Affairs] এর বিদেশ সচিব [Foreign Secretary] সিন্ধু জল চুক্তি প্রত্যাহার করে ।