SLST Geography Model Practice Set-4
SLST Geography Model Practice Set-4 Pass/Graduate
সুযোগ এসেছে নিজেকে প্রমাণিত করার । সমাজের অবজ্ঞা দূরে ঠেলে নিজের যোগ্যতার মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করার । সুযোগ হাতছাড়া করা যাবে না । নিরন্তর প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দীর্ঘ দিনের অবজ্ঞা ও লাঞ্ছনার অবসান ঘটানোর এই সুযোগ হাতছাড়া করলে হয়তোবা অপেক্ষার আর শেষ হবে না । আপনার এই সংগ্রামে সাহায্য করবো আমরা । সেই উদ্দেশ্যে আরম্ভ করেছি SLST Geography Practice Set Series, যেখানে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এক একটি সেট উপস্থিত করা হবে । SLST Geography Model Practice Set-4 For Pass/Graduate এ থাকছে এরকম 60টি গুরুত্বপূর্ণ MCQ
➣ Join : Our Telegram Channel ☛ Bhugolika-Niryas
1. Deep Ocean Drilling Project এর মাধ্যমে গভীর সমুদ্র তলদেশের শিলা স্তরের তথ্য সংগ্রহ করা হয়, এটির সময়কাল হলঃ
[A] 1970 থেকে 1994 সালের মধ্যে [B] 1968 থেকে 1983 সালের মধ্যে
[C] 1961 থেকে 1966 সালের মধ্যে [D] 2003 থেকে 2013 সালের মধ্যে
2. কোনো ভাঁজের অক্ষতল (Axial Plane) বলতে বোঝায় —
[A] উর্দ্ধভঙ্গ ও অধোভঙ্গের ঠিক মাঝ বরাবর কল্পিত রেখা
[B] ভাঁজের সবচেয়ে বেশি বক্রতাযুক্ত বিন্দু
[C] ভাঁজকে সমান দুইভাগে বিভক্তকারী কাল্পনিক তল
[D] ভাঁজের শীর্ষদেশ থেকে নিকটের নিম্নদেশ পর্যন্ত অংশ
3. উৎপত্তি অনুসারে বা আপাত স্থানান্তরের ভিত্তিতে যে তিন প্রকারের চ্যুতি রয়েছে, তা হল —
[A] স্বাভাবিক চ্যুতি, বিপরা চ্যুতি, পরিধি চ্যুতি
[B] স্বাভাবিক চ্যুতি, বিপরা চ্যুতি, অরীয় চ্যুতি
[C] স্বাভাবিক চ্যুতি, বিপরা চ্যুতি, আয়াম চ্যুতি
[D] স্বাভাবিক চ্যুতি, বিপরা চ্যুতি, সংঘট্ট চ্যুতি
4. নিচের কোনটি গিরিজনি আলোড়ন সম্পর্কে সঠিক —
[A] পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ক্রিয়াশীল
[B] শিলাস্তরে সংকোচন ও পীড়ন ঘটে
[C] মহাদেশের বিস্তৃত এলাকা জুড়ে ঘটে
[D] গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়
5. উপপাতালিক আগ্নেয় শিলা (Hypabyssal Igneous Rock) -এর উদাহরণ হল —
[A] পরফাইরি, ডোলেরাইট, ডুনাইট, ডায়োরাইট
[B] পরফাইরি, ডোলেরাইট, টোনালাইট, পেগমাটাইট
[C] পরফাইরি, ডোলেরাইট, অ্যাপলাইট, মাইক্রোগ্রানাইট
[D] পরফাইরি, ডোলেরাইট, গ্রানাইট, ডায়োরাইট
6. বর্তমান “Plate Tectonics” ধারণাকে নিম্নের কারা “New Global Tectonics” নামে নামকরণ করেন ?
[A] আইজাক, উইলসন ও সাইকস [B] মর্গান, উইলসন ও পার্কার
[C] আইজাক, অলিভার ও সাইকস [D] আইজাক, উইলসন ও মর্গান
7. রাসায়নিক আবহবিকারের প্রধান পদ্ধতিগুলি হল —
[A] দ্রবণ, জারণ, অঙ্গারযোজন, আর্দ্র বিশ্লেষণ, শল্কমোচন
[B] দ্রবণ, জারণ, অঙ্গারযোজন, আর্দ্র বিশ্লেষণ, জলযোজন
[C] দ্রবণ, জারণ, অঙ্গারযোজন, শল্কমোচন, আর্দ্র বিশ্লেষণ
[D] দ্রবণ, জারণ, ক্ষুদ্রকণা বিশরণ, অঙ্গারযোজন, জলযোজন
8. ইচাং গিরিখাত (Yichang Gorge) যে নদীতে গড়ে উঠেছে —
[A] ইয়াংসি [B] ব্রহ্মপুত্র
[C] হোয়াং হো [D] ইনিসি
9. মেরু অঞ্চলের বাইরে, বিশ্বের দীর্ঘতম হিমবাহ (World’s Longest Glacier Outside of the Polar Regions) হল —
[A] সিয়াচেন [B] ফেডচেঙ্কো
[C] বালটোরো [D] ল্যামবার্ট
SLST Geography Model Practice Set
IX-X : 20 Model Set : ➣ Click Now
XI-XII : 20 Model Set : ➣ Click Now
10. বায়ুর ক্ষয়কার্যের প্রথম পর্যায় হলঃ
[A] উৎসঞ্জন [B] অবঘর্ষ
[C] ঘর্ষণ [D] ভূমিচুম্বন
11. নিম্নের কোন ব্যক্তি কার্স্ট ভূমিরূপ সম্পর্কিত আধুনিক ধারণার সূত্রপাত ঘটান ?
[A] অস্ট্রেলিয় ভূতাত্ত্বিক জেনিংস
[B] সার্বিয়ান ভূতাত্ত্বিক সিভিজিক
[C] সুইস ভূতাত্ত্বিক বোগলি
[D] কানাডিয়ান ভূতাত্ত্বিক ট্রেনহেইল
12. সামুদ্রিক তরঙ্গ সংক্রান্ত তথ্যগুলির স্বাপেক্ষে সঠিক বিকল্প চিহ্নিত করুনঃ
তথ্য : I. দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী নিম্নতম অংশকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য
তথ্য : II. উর্মিভঙ্গের পর সমুদ্র তরঙ্গের উত্তাল যে অংশ সমুদ্র সৈকত বরাবর উপকূল অভিমুখে অগ্রসর হয় তাকে সোয়াশ বলা হয়
তথ্য : III. সোয়াশ ও ব্যাকওয়াশ সমুদ্র তরঙ্গের প্রকারভেদ নয়, এই অবস্থা তরঙ্গ ভেঙ্গে যাওয়ার পরের অবস্থা
বিকল্প :
[A] তথ্য : I. ও তথ্য : II. সঠিক কিন্তু তথ্য : III. ভুল
[B] তথ্য : II. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : I. ভুল
[C] তথ্য : I. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : II. ভুল
[D] তথ্য : I., তথ্য : II. ও তথ্য : III. সবগুলি সঠিক
13. বায়ুর একটি পরিবর্তনশীল উপাদান হল –
[A] নাইট্রোজেন [B] ক্রিপ্টন
[C] জলীয় বাষ্প [D] হিলিয়াম
➣ SLST Geo Hons/PG Practice Set
14. অক্ষাংশ জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, এর জন্য সঠিক বিবৃতিটি চিহ্নিত করুনঃ
বিবৃতি : i. নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় উষ্ণতা বেশি হয়, ফলে সারাবছর ধরে উষ্ণ জলবায়ু বিরাজ করে ।
বিবৃতি : ii. অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন অংশে পৃথক পৃথক জলবায়ু অঞ্চল সৃষ্টি হয়েছে
বিবৃতি : iii. নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশে উষ্ণতা বৃদ্ধি পেতে পেতে এক জলবায়ু অঞ্চল অন্য প্রকৃতির জলবায়ু অঞ্চলের চরিত্র ধারণ করে ।
[A] শুধুমাত্র বিবৃতি : i. সঠিক [B] শুধুমাত্র বিবৃতি : ii. সঠিক
[C] শুধুমাত্র বিবৃতি : iii. সঠিক [D] বিবৃতি : i. ও বিবৃতি : ii. সঠিক
15. পৃথিবীতে কয় প্রকার বায়ুচাপ কক্ষ দেখা যায় ?
[A] 2 প্রকার [B] 3 প্রকার
[C] 4 প্রকার [D] 5 প্রকার
SLST Geography Model Practice Set-4
16. উষ্ণ মণ্ডল সম্পর্কে সঠিক বিবৃতিটি শনাক্ত করুনঃ
বিবৃতি : i. পৃথিবীর প্রায় 40% অংশ জুড়ে এবং 40% মানুষ নিয়ে এই তাপ মণ্ডল অবস্থিত
বিবৃতি : ii. এই তাপবলয় পৃথিবীর উভয় গোলার্ধে বিচ্ছিন্নভাবে নিরক্ষরেখার উভয় পাশে অবস্থিত
বিবৃতি : iii. উষ্ণ মণ্ডলকে দুটি গৌণ তাপমণ্ডলে বিভক্ত করা যায়, যথাঃ a) নিরক্ষীয় অঞ্চল এবং b) ক্রান্তিয় অঞ্চল
[A] বিবৃতি : i. ও বিবৃতি : ii. সঠিক [B] শুধুমাত্র বিবৃতি : ii. সঠিক
[C] শুধুমাত্র বিবৃতি : iii. সঠিক [D] বিবৃতি : i. ও বিবৃতি : iii. সঠিক
17. “Doldrums” এর তিনটি অঞ্চল চিহ্নিত করেন নিম্নের কোন ব্যক্তি ?
[A] ম্যাথিউ ম্যারি [B] নোয়েল বাইরণ
[C] রবার্ট ক্রোয়ে [D] কেউ নন
সংগ্রহ করুনঃ ➣ SLST Geography : 20 MODEL PRACTICE SET IX-X
18. ক্রান্তীয় ঘূর্ণবাত সম্পর্কে সঠিক বিবৃতি শনাক্ত করুনঃ
বিবৃতি : i. ক্রান্তীয় ঘূর্নবাত সাধারণত গ্রীষ্ম ও শরৎ কালে বেশি দেখা যায়
বিবৃতি : ii. ক্রান্তীয় ঘূর্ণবাতে কিউমুলোস্ট্রাটাস মেঘের উপস্থিতি লক্ষ্য করা যায়
বিবৃতি : iii. ক্রান্তীয় ঘুর্নিবাতের সাথে প্রতীপ ঘূর্নবাতের আগমন হয়
[A] বিবৃতি : i. ও বিবৃতি : iii. সঠিক [B] বিবৃতি : ii. ও বিবৃতি : iii. সঠিক
[C] শুধুমাত্র বিবৃতি : i. সঠিক [D] শুধুমাত্র বিবৃতি : iii. সঠিক
19. S=f (cl,o,r,p,t) এই সমীকরণটি মৃত্তিকা সৃষ্টির সাথে সম্পর্কিত, নিম্নের যে ব্যক্তি এই সমীকরণ উপস্থাপন করেন তিনি হলেনঃ
[A] রুশ মৃৎ বিজ্ঞানী ভি. ভি. ডকুচেভ
[B] মার্কিন মৃত্তিকা বিজ্ঞানী এইচ. জেনি
[C] রুশ মৃত্তিকাবিজ্ঞানী জে. এস. জফি
[D] মৃত্তিকাবিজ্ঞানী ভ্যান্ট হফ্
20. বাক্যের অংশগুলির স্বাপেক্ষে সঠিক বিকল্প চিহ্নিত করুনঃ
বাক্যাংশ : i. মৃত্তিকা কণার আয়তন অনুসারে মৃত্তিকার গ্ৰথন 8 প্রকার, বাক্যাংশ : ii. মৃত্তিকার গ্রথন সূক্ষ্ম বা হালকা হলে সহজেই জল চলাচল করতে পারে । বাক্যাংশ : iii. উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে মৃত্তিকার গ্রথন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
[A] বাক্যাংশ : i. ও বাক্যাংশ : ii. সঠিক কিন্তু বাক্যাংশ : iii. ভুল
[B] বাক্যাংশ : ii. ও বাক্যাংশ : iii. সঠিক কিন্তু বাক্যাংশ : i. ভুল
[C] বাক্যাংশ : ii. ও বাক্যাংশ : iii. ভুল কিন্তু বাক্যাংশ : i. সঠিক
[D] বাক্যাংশ : i. ও বাক্যাংশ : iii. ভুল কিন্তু বাক্যাংশ : ii. সঠিক
21. D স্তর (D Horizon) বলতে বোঝায় –
[A] কিছু ফাটল থাকলেও আবহবিকার দ্বারা পরিবর্তিত হয়নি এমন স্তরকে
[B] ফাটল বিহীন অবস্থায় আবহবিকার দ্বারা পরিবর্তিত হয়েছে এমন স্তরকে
[C] আবহবিকারগ্রস্ত ক্রমশ মাটি প্রস্তুতকারক জনক শিলাস্তরকে
[D] আবহবিকারগ্রস্ত কিন্তু ফাটল বিহীন অবস্থায় স্থিত জনক শিলাস্তরকে
22. ল্যাটেরাইট মাটির পরিলেখে জৈব স্তরের অভাব দেখা যায় কারণ –
[A] ভিত্তি অঞ্চলে ধৌত প্রক্রিয়া ও জীবাণুর কার্যকলাপ অধিক হয়
[B] সাধারণত শীতল আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে এই মাটি গঠিত হওয়ায় উদ্ভিদের প্রধান্য থাকে না
[C] সূক্ষ গ্রথন যুক্ত এই মাটিতে অজৈব পদার্থের পরিমাণ স্বাভাবিকভাবেই অধিক
[D] উপরের সবগুলি কারণই সঠিক
23. আন্তঃআঞ্চলিক মৃত্তিকা সম্পর্কে সঠিক তথ্যটি হলঃ
[A] এই মাটি তিনটি উপবর্গ এবং 13 টি শাখায় বিভক্ত
[B] এই মাটি চারটি উপবর্গ এবং 9 টি শাখায় বিভক্ত
[C] এই মাটি তিনটি উপবর্গ এবং 19 টি শাখায় বিভক্ত
[D] এই মাটি চারটি উপবর্গ এবং 13 টি শাখায় বিভক্ত
24. জল দ্বারা ছোট ছোট নালীর মাধ্যমে মৃত্তিকা ক্ষয়কে বলা হয় –
[A] রীল ক্ষয় [B] গালিক্ষয়
[C] শিট ক্ষয় [D] রেভাইনক্ষয়
25. এলেনবার্গ পর্যায়ক্রমিক ভিত্তিতে বাস্তুতন্ত্রকে প্রধান কয়টি ভাগে বিভক্ত করেন ?
[A] দুই ভাগে [B] চার ভাগে
[C] ছয় ভাগে [D] আট ভাগে
26. “শক্তি প্রবাহ ঘটে অনির্দিষ্ট দিকে এবং অ-চক্রীয় ভাবে” – বক্তব্যটি হলঃ
[A] শক্তি প্রবাহের এক চ্যানেল মডেলের
[B] শক্তি প্রবাহের দ্বি চ্যানেল মডেলের
[C] শক্তি প্রবাহের Y আকৃতির চ্যানেল মডেলের
[D] শক্তি প্রবাহের সার্বজনীন মডেলের
27. এলটন সর্বপ্রথম বাস্তুসংস্থানিক পিরামিডের ধারণা উত্থাপন করেন নিম্নের কোন গ্রন্থে ?
[A] “Animal Ecology” নামক গ্রন্থে
[B] “Advances in Agronomy” নামক গ্রন্থে
[C] “A Sand County Almanac” নামক গ্রন্থে
[D] “Food webs and niche space” নামক গ্রন্থে
28. সমগ্র জৈব জগতের গাঠনিক উপাদান হিসাবে জলের ভূমিকা –
[A] প্রায় 50-60% [B] প্রায় 60-70%
[C] প্রায় 70-80% [D] প্রায় 80-90%
29. প্রাকৃতিক পরিবেশের স্বভোজী উপাদানকে কয় ভাগে ভাগ করা যায় ?
[A] দুই ভাগে [B] তিন ভাগে
[C] চার ভাগে [D] পাঁচ ভাগে
30. প্রকৃতি মানুষের কাছে কতগুলি সম্ভাবনা তুলে ধরে, যা থেকে মানুষ প্রয়োজন মতো গ্রহণ বা বর্জন করে, মানুষ-পরিবেশের নির্ভরতা সম্পর্কিত এরূপ দৃষ্টিভঙ্গিকে বলা হয় –
[A] জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি [B] থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি
[C] উইওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি [D] নিওক্রেটিক দৃষ্টিভঙ্গি
SLST Geography Model Practice Set-4
SLST Geography হোক বা PSC Geography প্রত্যেক ক্ষেত্রে সিলেবাস অনুযায়ী টপিক ধরে ধরে সম্পূর্ণ ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে প্রয়োজন অনুযায়ী নীচের লিঙ্কে ক্লিক করুন
31. “উৎপাদন ব্যবস্থায় শ্রমিক হল পিতা এবং ভূমি হল মাতা”, পর্যবেক্ষণটি নিম্নের যে ব্যক্তির তিনি হলেনঃ
[A] কার্ল মার্ক্স [B] কেভিন ঝ্যাং
[C] উইলিয়াম পেটি [D] জিম্মারম্যান
32. প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী সংক্রান্ত তথ্যগুলির স্বাপেক্ষে সঠিক বিকল্প নির্বাচন করুনঃ
তথ্য : I. বিশ্বের প্রায় 75% মানুষ প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত
তথ্য : II. প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলীতে প্রান্তিক উৎপাদন সর্বাধিক
তথ্য : III. প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী সাধারণত জমি নির্ভর
বিকল্প :
[A] তথ্য : I. ও তথ্য : II. ভুল কিন্তু তথ্য : III. সঠিক
[B] তথ্য : II. ও তথ্য : III. ভুল কিন্তু তথ্য : I. সঠিক
[C] তথ্য : I. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : II. ভুল
[D] তথ্য : I., তথ্য : II. ও তথ্য : III. সবগুলি সঠিক
33. জীবিকা সত্তা ভিত্তিক প্রগাঢ় কৃষির প্রধান ফসল হলঃ
[A] ধান [B] গম
[C] তুলা [D] পাট
34. দেশভিত্তিক স্থানীয়ভাবে কাষ্ঠ আহরণ ও স্থানীয় নাম সংক্রান্ত নিম্নের স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করুনঃ
স্তম্ভ : I স্তম্ভ : II
a. মার্কিন যুক্তরাষ্ট্র i. পুনকোরজু
b. ব্রাজিল ii. এক্সপ্লোরাকাও ফ্লোরেস্টাল
c. ইন্দোনেশিয়া iii. লগিং
d. ফিনল্যান্ড iv. পেনেবঙ্গান ক্যু
[A] a.-ii., b.-iii., c.-iv., d.-i., [B] a.-iv., b.-iii., c.-i., d.-ii.,
[C] a.-iii., b.-i., c.-iv., d.-ii., [D] a.-iii., b.-ii., c.-iv., d.-i.,
SLST Geography Model Practice Set
IX-X : 20 Model Set : ➣ Click Now
XI-XII : 20 Model Set : ➣ Click Now
35. মাছ ধরার পদ্ধতি সংক্রান্ত তথ্যগুলি পড়ে তার ভিত্তিতে সঠিক বিকল্প চিহ্নিত করুনঃ
তথ্য : I. গিলনেটিং, সেইন নেটিং, ট্রল নেটিং ইত্যাদি হল ফাঁদ পদ্ধতির অন্তর্ভুক্ত পদ্ধতি
তথ্য : II. টগি পদ্ধতিতে মূলতঃ কাঁকড়া, গলদা চিংড়ি, চিংড়ি ইত্যাদি আহরণ করা হয়
তথ্য : III. ড্র্যাগার পদ্ধতি ফ্ল্যাগলাইন ফিশিং হিসাবেও অভিহিত হয়
বিকল্প :
[A] তথ্য : I. ও তথ্য : II. সঠিক কিন্তু তথ্য : III. ভুল
[B] তথ্য : II. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : I. ভুল
[C] তথ্য : I. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : II. ভুল
[D] তথ্য : I., তথ্য : II. ও তথ্য : III. সবগুলি ভুল
36. খননের ঐতিহাসিক পর্যায়কে কয় ভাগে বিভক্ত করা যায় ?
[A] দুই ভাগে [B] তিন ভাগে
[C] চার ভাগে [D] পাঁচ ভাগে
37. পৃথিবীর জনসংখ্যা 100 কোটিতে পৌঁছায় নিম্নের কোন সময়কালে ?
[A] 1600 সালে [B] 1650 সালে
[C] 1804 সালে [D] 1927 সালে
সংগ্রহ করুনঃ ➣ SLST Geography : 20 MODEL PRACTICE SET IX-X
38. জনসংখ্যার বিশ্বব্যাপি বণ্টন সম্পর্কিত তথ্যগুলোর স্বাপেক্ষে সঠিক তথ্য চিহ্নিত করুনঃ
তথ্য : I. ভারত ও চীন বিশ্বের সর্বাধিক জনবহুল দুটি দেশ, যা বিশ্বের জনসংখ্যার প্রায় 36% ধারণ করে
তথ্য : II. মোনাকো বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ, যেখানে প্রতি বর্গকিলোমিটারে 25,000 এরও বেশি লোকের জনসংখ্যার ঘনত্ব রয়েছে
তথ্য : III. আফ্রিকা মহাদেশ বিশ্বের তৃতীয় সর্বাধিক জনসংখ্যাযুক্ত মহাদেশ
বিকল্প :
[A] তথ্য : I. ও তথ্য : II. সঠিক কিন্তু তথ্য : III. ভুল
[B] তথ্য : II. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : I. ভুল
[C] তথ্য : I. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : II. ভুল
[D] তথ্য : I., তথ্য : II. ও তথ্য : III. সবগুলি সঠিক
39. বয়স কাঠামো মূলতঃ কয় প্রকারের হয়ে থাকে ?
[A] দুই প্রকারের [B] তিন প্রকারের
[C] চার প্রকারের [D] পাঁচ প্রকারের
40. অনেক মেক্সিকান উন্নত অর্থনৈতিক সুযোগের সন্ধানে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান । এই ধরনের পরিব্রাজন হলঃ
[A] অভ্যন্তরীণ পরিব্রাজন [B] আন্তর্জাতিক পরিব্রাজন
[C] স্বেচ্ছাধীন পরিব্রাজন [D] জোরপূর্বক পরিব্রাজন
41. কমিউটার বলা হয় –
[A] দৈনিক পরিব্রাজনে অংশগ্রহণকারী ব্যক্তিদের
[B] বার্ষিক পরিব্রাজনে অংশগ্রহণকারী ব্যক্তিদের
[C] মেধা প্রবাহে অংশগ্রহণকারী ব্যক্তিদের
[D] ব্রেইন গ্রেইন এ অংশগ্রহণকারী ব্যক্তিদের
42. বিশ্বের নিম্ন জনঘনত্ব যুক্ত অঞ্চল সম্পর্কে সঠিক তথ্যটি হলঃ
[A] পৃথিবীর প্রায় 6% স্থানে গড়ে ওঠা নিবিড় বসতি যুক্ত অঞ্চলে প্রায় 15% লোক বসবাস করে
[B] পৃথিবীর প্রায় 9% এলাকা এরূপ জনবহুল এবং বিশ্বের প্রায় 70% লোক এই অঞ্চলে বসবাস করে
[C] পৃথিবীর 10 শতাংশ এলাকা জুড়ে এরূপ জনঘনত্ব লক্ষ্য করা যায় এবং বিশ্বের 12% লোক এই অঞ্চলে বসবাস করে
[D] পৃথিবীর 20 শতাংশ এলাকা জুড়ে এরূপ জনঘনত্ব লক্ষ্য করা যায় এবং বিশ্বের 7% লোক এই অঞ্চলে বসবাস করে
43. জম্মু ও কাশ্মির এবং লাদাখ কখন দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করে ?
[A] 2019 সালের 5 ই আগস্ট
[B] 2019 সালের 31 শে অক্টোবর
[C] 2019 সালের 31শে আগস্ট
[D] 2020 সালের 5ই অক্টোবর
44. পশ্চিম হিমালয়কে তিনটি উপ অঞ্চলে ভাগ করা যায়, নিম্নের কোনটি সেই বিভাগের অন্তর্ভুক্ত নয় ?
[A] কাশ্মির হিমালয় [B] পাঞ্জাব হিমালয়
[C] হিমাচল হিমালয় [D] কুমায়ুন হিমালয়
45. পঞ্চনদীর মিলিত প্রবাহ সিন্ধু নদীতে মিলিত হয়েছে –
[A] পাঠান কোটে [B] শিয়াল কোটে
[C] মিথানকোটে [D] নোগিল কোটে
46. রাজস্থানের থর মরুভূমি থ্র্ন্থওয়েট এর বিভাজন অনুযায়ী নিম্নের কোন জলবায়ুর অন্তর্গত ?
[A] DB’w [B] E
[C] DB’d [D] EA’d
47. ভারতের পশ্চিম মৃত্তিকা অঞ্চলে নিম্নের কোন গোত্রের মৃত্তিকা দেখা যায় না ?
[A] মলিসোল গোত্রের [B] এন্টিসোল গোত্রের
[C] এরিডিসোল গোত্রের [D] ইনসেপটিসোল গোত্রের
48. ভারতের সামগ্রিক বনভূমি পৃথিবীর মোট ক্ষেত্রমানের কত শতাংশ দখল করে রয়েছে ?
[A] 2 শতাংশ [B] 2.5 শতাংশ
[C] 5 শতাংশ [D] 5.2 শতাংশ
49. আধুনিক সময়কালে সমুদ্রের আভ্যন্তরীণ বিষয়ে গবেষণার প্রথম প্রচেষ্টা হিসাবে ধরা হয় –
[A] 1755 সালে ফরাসি বিজ্ঞানি ল্যাপ্লেসের তথ্যের ভিত্তিতে প্রশান্ত মহাসাগরের গভীরতা নির্ণয় বিষয়টিকে
[B] 1755 সালে ফরাসি বিজ্ঞানি ল্যাপ্লেসের তথ্যের ভিত্তিতে আটলান্টিক মহাসাগরের গভীরতা নির্ণয় বিষয়টিকে
[C] 1864 সালে নরওয়েগান থেকে Crinoid নামক সামুদ্রিক প্রজাতির তথ্য সংগ্রহ করা বিষয়টিকে
[D] 1872 সালে ব্রিটিশ গভর্নর বিশ্ব মহাসাগরীয় ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য HMS Challenger নামক জাহাজ জলে নামানোর বিষয়টিকে
50. প্রশান্ত মহাসাগরের প্রধান বাহুগুলির একটি হলঃ প্রবাল সাগর (Coral sea), এটি অবস্থিত
[A] অস্ট্রেলিয়ার দক্ষিণ অংশে নিউইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী অংশে
[B] রিউকিউ দ্বীপপুঞ্জের উত্তর পশ্চিমে এবং পীত সাগরের দক্ষিণে
[C] পাপুয়া নিউগিনির দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার পূর্বদিকে অবস্থিত
[D] চীনের পূর্ব দিকে এবং উভয় কোরিয়া পশ্চিম অংশে
সংগ্রহ করুনঃ ➣ SLST Geography : 20 MODEL PRACTICE SET IX-X
51. ভারত মহাসাগরের সর্বাধিক প্রশস্ত মহীসোপানটি অবস্থিত –
[A] জাভা ও সুমাত্রা উপকূল বরাবর
[B] আরব সাগর ও বঙ্গোপসাগরীয় অংশে
[C] আফ্রিকা উপকূল বরাবর
[D] উত্তর অস্ট্রেলিয়া উপকূল বরাবর
52. প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় প্রতিস্রোতের গড় উষ্ণতা হলঃ
[A] 10.5°C [B] 15.5°C
[C] 27.5°C [D] 33.5°C
53. ফকল্যান্ড স্রোত আবিষ্কার করেন –
[A] হুমবোল্ড [B] ডে-লেওন
[C] ফ্রাঙ্কলিন [D] চার্লস উইক্স
54. নিম্নের স্তম্ভ মিলিয়ে সঠিক ক্রমটি নির্বাচন করুনঃ
স্তম্ভ A স্তম্ভ B
a. প্রশান্ত মহাসাগরের গড় উষ্ণতা i. 17.03°C
b. ভারত মহাসাগরের গড় উষ্ণতা ii. 19.01°C
c. প্রশান্ত মহাসাগরের গড় উষ্ণতা iii. 16.91°C
[A] a-i, b-ii, c-iii, [B] a-ii, b-iii, c-ii
[C] a-iii, b-ii, c-i [D] a-ii, b-i, c-iii
55. নিম্নের কোন বৈশিষ্ট্যটি বর্ণনামূলক বা বিবৃতি সূচক স্কেলের ক্ষেত্রে প্রযোজ্য নয় ?
[A] পছন্দ মতো একক ব্যবহার কার যায়
[B] যেকোনো দেশই নিজস্ব প্রচলিত একক ব্যবহার করতে পারে
[C] মানচিত্রের আকার অনুযায়ী স্কেল ছোট বা বড় করা যায়
[D] এই স্কেল উপস্থাপনে কোনরকম অঙ্কন ঝামেলা নেই
56. বিভিন্ন দেশে জনগণনা থেকে প্রাপ্ত জনসংখ্যার পরিমান নিম্নের যে ধরনের উপাত্তের উদাহরণ –
[A] সজ্জিত উপাত্ত B] দৈশিক উপাত্ত
[C] সাময়িক উপাত্ত [D] সংখ্যাগত উপাত্ত
57. কার্টোগ্রাফির ইতিহাস জানার জন্য প্রশিদ্ধ আন্তর্জাতিক জার্নালটির নাম হলঃ
[A] Terrae Incognitae [B] Cartographica
[C] Journal of Maps [D] Imago Mundi
58. কোন দেশের প্রথম সামগ্রিক ভূবৈচিত্র সূচক মানচিত্র হলঃ
[A] Geometric Map of London
[B] Geometric Map of France
[C] Geometric Map of Canada
[D] Geometric Map of Japan
59. উৎস ভূগোলোক (Generating Globe) সম্পর্কিত তথ্যগুলি পড়ে সঠিক বিকল্প চিহ্নিত করুনঃ
তথ্য : I. উৎস ভূগোলোক স্বচ্ছ কাঁচের হয়ে থাকে ।
তথ্য : II. উৎস ভূগোলোকে দ্রাঘিমা ও অক্ষরেখাগুলির স্কেল ভিত্তিক নীতিসঙ্গত আনুপাতিক অবস্থান লক্ষ্য করা যায় না ।
তথ্য : III. উৎস ভূগোলোক হল মানচিত্রের ক্ষুদ্র প্রতিরূপ ।
বিকল্প :
[A] তথ্য : I. ও তথ্য : II. ভুল কিন্তু তথ্য : III. সঠিক
[B] তথ্য : II. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : I. ভুল
[C] তথ্য : I. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : II. ভুল
[D] তথ্য : II., তথ্য : III. কিন্তু তথ্য : I. সঠিক
60. আধুনিক রাশি বিজ্ঞানের জনক হিসাবে পরিচিত –
[A] স্কটিশ রাজনৈতিক অর্থনীতিবিদ উইলিয়াম প্লেফেয়ার
[B] ব্রিটিশ গণিতজ্ঞ তথা রাশি বিজ্ঞানী কার্ল পিয়ারসন
[C] বাঙালি ফলিত রাশি বিজ্ঞানি প্রশান্ত চন্দ্র মহলানবিশ
[D] ব্রিটিশ রাশি বিজ্ঞানী রোনাল্ড ফিশার
**********
SLST Geography Model Practice Set-4 উত্তরমালা :
1. [B] 1968 থেকে 1983 সালের মধ্যে, 2. [C] ভাঁজকে সমান দুইভাগে বিভক্তকারী কাল্পনিক তল, 3. [D] স্বাভাবিক চ্যুতি, বিপরা চ্যুতি, সংঘট্ট চ্যুতি, 4. [B] শিলাস্তরে সংকোচন ও পীড়ন ঘটে, 5. [C] পরফাইরি, ডোলেরাইট, অ্যাপলাইট, মাইক্রোগ্রানাইট, 6. [C] আইজাক, অলিভার ও সাইকস,
7. [B] দ্রবণ, জারণ, অঙ্গারযোজন, আর্দ্র বিশ্লেষণ, জলযোজন, 8. [A] ইয়াংসি, 9. [B] ফেডচেঙ্কো, 10. [A] উৎসঞ্জন, 11. [B] সার্বিয়ান ভূতাত্ত্বিক সিভিজিক, , 12. [B] তথ্য : II. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : I. ভুল,
SLST Geography Model Practice Set
IX-X : 20 Model Set : ➣ Click Now
XI-XII : 20 Model Set : ➣ Click Now
13. [C] জলীয় বাষ্প, 14. [D] বিবৃতি : i. ও বিবৃতি : ii. সঠিক, 15. [B] 3 প্রকার, 16. [D] বিবৃতি : i. ও বিবৃতি : iii. সঠিক, 17. [C] রবার্ট ক্রোয়ে, 18. [C] শুধুমাত্র বিবৃতি : i. সঠিক,
19. [B] মার্কিন মৃত্তিকা বিজ্ঞানী এইচ. জেনি, 20. [B] বাক্যাংশ : ii. ও বাক্যাংশ : iii. সঠিক কিন্তু বাক্যাংশ : i. ভুল, 21. [A] কিছু ফাটল থাকলেও আবহবিকার দ্বারা পরিবর্তিত হয়নি এমন স্তরকে, 22. [A] ভিত্তি অঞ্চলে ধৌত প্রক্রিয়া ও জীবাণুর কার্যকলাপ অধিক হয়, 23. [A] এই মাটি তিনটি উপবর্গ এবং 13 টি শাখায় বিভক্ত, 24. [A] রীল ক্ষয়,
25. [C] ছয় ভাগে, 26. [A] শক্তি প্রবাহের এক চ্যানেল মডেলের, 27. [A] “Animal Ecology” নামক গ্রন্থে, 28. [D] প্রায় 80-90%, 29. [A] দুই ভাগে, 30. [C] উইওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি,
সংগ্রহ করুনঃ ➣ SLST Geography : 20 MODEL PRACTICE SET IX-X
31. [C] উইলিয়াম পেটি, 32. [A] তথ্য : I. ও তথ্য : II. ভুল কিন্তু তথ্য : III. সঠিক, 33. [A] ধান, 34. [D] a.-iii., b.-ii., c.-iv., d.-i.,, 35. [D] তথ্য : I., তথ্য : II. ও তথ্য : III. সবগুলি ভুল, 36. [C] চার ভাগে,
37. [C] 1804 সালে, 38. [A] তথ্য : I. ও তথ্য : II. সঠিক কিন্তু তথ্য : III. ভুল, 39. [B] তিন প্রকারের, 40. [B] আন্তর্জাতিক পরিব্রাজন, 41. [A] দৈনিক পরিব্রাজনে অংশগ্রহণকারী ব্যক্তিদের, 42. [D] পৃথিবীর 20 শতাংশ এলাকা জুড়ে এরূপ জনঘনত্ব লক্ষ্য করা যায় এবং বিশ্বের 7% লোক এই অঞ্চলে বসবাস করে,
43. [B] 2019 সালের 31 শে অক্টোবর, 44. [B] পাঞ্জাব হিমালয়, 45. [C] মিথানকোটে, 46. [D] EA’d, 47. [A] মলিসোল গোত্রের, 48. [A] 2 শতাংশ,
49. [A] 1755 সালে ফরাসি বিজ্ঞানি ল্যাপ্লেসের তথ্যের ভিত্তিতে প্রশান্ত মহাসাগরের গভীরতা নির্ণয় বিষয়টিকে, 50. [C] পাপুয়া নিউগিনির দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার পূর্বদিকে অবস্থিত, 51. [B] আরব সাগর ও বঙ্গোপসাগরীয় অংশে, 52. [C] 27.5°C, 53. [D] চার্লস উইক্স, 54. [D] a-ii, b-i, c-iii,
55. [C] মানচিত্রের আকার অনুযায়ী স্কেল ছোট বা বড় করা যায়, 56. [C] সাময়িক উপাত্ত, 57. [D] Imago Mundi, 58. [B] Geometric Map of France, 59. [D] তথ্য : II., তথ্য : III. কিন্তু তথ্য : I. সঠিক, 60. [D] ব্রিটিশ রাশি বিজ্ঞানী রোনাল্ড ফিশার,
সংগ্রহ করুনঃ ➣ SLST Geography : 20 MODEL PRACTICE SET IX-X
