SLST Geography

SLST Geography Model Practice Set-4

SLST Geography Model Practice Set-4 Pass/Graduate

সুযোগ এসেছে নিজেকে প্রমাণিত করার । সমাজের অবজ্ঞা দূরে ঠেলে নিজের যোগ্যতার মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করার । সুযোগ হাতছাড়া করা যাবে না । নিরন্তর প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দীর্ঘ দিনের অবজ্ঞা ও লাঞ্ছনার অবসান ঘটানোর এই সুযোগ হাতছাড়া করলে হয়তোবা অপেক্ষার আর শেষ হবে না । আপনার এই সংগ্রামে সাহায্য করবো আমরা । সেই উদ্দেশ্যে আরম্ভ করেছি SLST Geography Practice Set Series, যেখানে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এক একটি সেট উপস্থিত করা হবে । SLST Geography Model Practice Set-4 For Pass/Graduate এ থাকছে এরকম 60টি গুরুত্বপূর্ণ MCQ

➣ Join : Our Telegram Channel ☛ Bhugolika-Niryas


⟽ Previous Set

1. Deep Ocean Drilling Project এর মাধ্যমে গভীর সমুদ্র তলদেশের শিলা স্তরের তথ্য সংগ্রহ করা হয়, এটির সময়কাল হলঃ
[A] 1970 থেকে 1994 সালের মধ্যে [B] 1968 থেকে 1983 সালের মধ্যে
[C] 1961 থেকে 1966 সালের মধ্যে [D] 2003 থেকে 2013 সালের মধ্যে

2. কোনো ভাঁজের অক্ষতল (Axial Plane) বলতে বোঝায় —
[A] উর্দ্ধভঙ্গ ও অধোভঙ্গের ঠিক মাঝ বরাবর কল্পিত রেখা
[B] ভাঁজের সবচেয়ে বেশি বক্রতাযুক্ত বিন্দু
[C] ভাঁজকে সমান দুইভাগে বিভক্তকারী কাল্পনিক তল
[D] ভাঁজের শীর্ষদেশ থেকে নিকটের নিম্নদেশ পর্যন্ত অংশ

3. উৎপত্তি অনুসারে বা আপাত স্থানান্তরের ভিত্তিতে যে তিন প্রকারের চ্যুতি রয়েছে, তা হল —
[A] স্বাভাবিক চ্যুতি, বিপরা চ্যুতি, পরিধি চ্যুতি
[B] স্বাভাবিক চ্যুতি, বিপরা চ্যুতি, অরীয় চ্যুতি
[C] স্বাভাবিক চ্যুতি, বিপরা চ্যুতি, আয়াম চ্যুতি
[D] স্বাভাবিক চ্যুতি, বিপরা চ্যুতি, সংঘট্ট চ্যুতি

4. নিচের কোনটি গিরিজনি আলোড়ন সম্পর্কে সঠিক —
[A] পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ক্রিয়াশীল
[B] শিলাস্তরে সংকোচন ও পীড়ন ঘটে
[C] মহাদেশের বিস্তৃত এলাকা জুড়ে ঘটে
[D] গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়

5. উপপাতালিক আগ্নেয় শিলা (Hypabyssal Igneous Rock) -এর উদাহরণ হল —
[A] পরফাইরি, ডোলেরাইট, ডুনাইট, ডায়োরাইট
[B] পরফাইরি, ডোলেরাইট, টোনালাইট, পেগমাটাইট
[C] পরফাইরি, ডোলেরাইট, অ্যাপলাইট, মাইক্রোগ্রানাইট
[D] পরফাইরি, ডোলেরাইট, গ্রানাইট, ডায়োরাইট

6. বর্তমান “Plate Tectonics” ধারণাকে নিম্নের কারা “New Global Tectonics” নামে নামকরণ করেন ?
[A] আইজাক, উইলসন ও সাইকস [B] মর্গান, উইলসন ও পার্কার
[C] আইজাক, অলিভার ও সাইকস [D] আইজাক, উইলসন ও মর্গান

7. রাসায়নিক আবহবিকারের প্রধান পদ্ধতিগুলি হল —
[A] দ্রবণ, জারণ, অঙ্গারযোজন, আর্দ্র বিশ্লেষণ, শল্কমোচন
[B] দ্রবণ, জারণ, অঙ্গারযোজন, আর্দ্র বিশ্লেষণ, জলযোজন
[C] দ্রবণ, জারণ, অঙ্গারযোজন, শল্কমোচন, আর্দ্র বিশ্লেষণ
[D] দ্রবণ, জারণ, ক্ষুদ্রকণা বিশরণ, অঙ্গারযোজন, জলযোজন

8. ইচাং গিরিখাত (Yichang Gorge) যে নদীতে গড়ে উঠেছে —
[A] ইয়াংসি [B] ব্রহ্মপুত্র
[C] হোয়াং হো [D] ইনিসি

9. মেরু অঞ্চলের বাইরে, বিশ্বের দীর্ঘতম হিমবাহ (World’s Longest Glacier Outside of the Polar Regions) হল —
[A] সিয়াচেন [B] ফেডচেঙ্কো
[C] বালটোরো [D] ল্যামবার্ট

SLST Geography Model Practice Set 

IX-X : 20 Model Set : ➣ Click Now

XI-XII : 20 Model Set : ➣ Click Now

10. বায়ুর ক্ষয়কার্যের প্রথম পর্যায় হলঃ
[A] উৎসঞ্জন [B] অবঘর্ষ
[C] ঘর্ষণ [D] ভূমিচুম্বন

11. নিম্নের কোন ব্যক্তি কার্স্ট ভূমিরূপ সম্পর্কিত আধুনিক ধারণার সূত্রপাত ঘটান ?
[A] অস্ট্রেলিয় ভূতাত্ত্বিক জেনিংস
[B] সার্বিয়ান ভূতাত্ত্বিক সিভিজিক
[C] সুইস ভূতাত্ত্বিক বোগলি
[D] কানাডিয়ান ভূতাত্ত্বিক ট্রেনহেইল

12. সামুদ্রিক তরঙ্গ সংক্রান্ত তথ্যগুলির স্বাপেক্ষে সঠিক বিকল্প চিহ্নিত করুনঃ
তথ্য : I. দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী নিম্নতম অংশকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য
তথ্য : II. উর্মিভঙ্গের পর সমুদ্র তরঙ্গের উত্তাল যে অংশ সমুদ্র সৈকত বরাবর উপকূল অভিমুখে অগ্রসর হয় তাকে সোয়াশ বলা হয়
তথ্য : III. সোয়াশ ও ব্যাকওয়াশ সমুদ্র তরঙ্গের প্রকারভেদ নয়, এই অবস্থা তরঙ্গ ভেঙ্গে যাওয়ার পরের অবস্থা
বিকল্প :
[A] তথ্য : I. ও তথ্য : II. সঠিক কিন্তু তথ্য : III. ভুল
[B] তথ্য : II. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : I. ভুল
[C] তথ্য : I. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : II. ভুল
[D] তথ্য : I., তথ্য : II. ও তথ্য : III. সবগুলি সঠিক

13. বায়ুর একটি পরিবর্তনশীল উপাদান হল –
[A] নাইট্রোজেন [B] ক্রিপ্টন
[C] জলীয় বাষ্প [D] হিলিয়াম

➣ SLST Geo Hons/PG Practice Set

14. অক্ষাংশ জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, এর জন্য সঠিক বিবৃতিটি চিহ্নিত করুনঃ
বিবৃতি : i. নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় উষ্ণতা বেশি হয়, ফলে সারাবছর ধরে উষ্ণ জলবায়ু বিরাজ করে ।
বিবৃতি : ii. অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন অংশে পৃথক পৃথক জলবায়ু অঞ্চল সৃষ্টি হয়েছে
বিবৃতি : iii. নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশে উষ্ণতা বৃদ্ধি পেতে পেতে এক জলবায়ু অঞ্চল অন্য প্রকৃতির জলবায়ু অঞ্চলের চরিত্র ধারণ করে ।
[A] শুধুমাত্র বিবৃতি : i. সঠিক [B] শুধুমাত্র বিবৃতি : ii. সঠিক
[C] শুধুমাত্র বিবৃতি : iii. সঠিক [D] বিবৃতি : i. ও বিবৃতি : ii. সঠিক

15. পৃথিবীতে কয় প্রকার বায়ুচাপ কক্ষ দেখা যায় ?
[A] 2 প্রকার [B] 3 প্রকার
[C] 4 প্রকার [D] 5 প্রকার

SLST Geography Model Practice Set-4

16. উষ্ণ মণ্ডল সম্পর্কে সঠিক বিবৃতিটি শনাক্ত করুনঃ
বিবৃতি : i. পৃথিবীর প্রায় 40% অংশ জুড়ে এবং 40% মানুষ নিয়ে এই তাপ মণ্ডল অবস্থিত
বিবৃতি : ii. এই তাপবলয় পৃথিবীর উভয় গোলার্ধে বিচ্ছিন্নভাবে নিরক্ষরেখার উভয় পাশে অবস্থিত
বিবৃতি : iii. উষ্ণ মণ্ডলকে দুটি গৌণ তাপমণ্ডলে বিভক্ত করা যায়, যথাঃ a) নিরক্ষীয় অঞ্চল এবং b) ক্রান্তিয় অঞ্চল
[A] বিবৃতি : i. ও বিবৃতি : ii. সঠিক [B] শুধুমাত্র বিবৃতি : ii. সঠিক
[C] শুধুমাত্র বিবৃতি : iii. সঠিক [D] বিবৃতি : i. ও বিবৃতি : iii. সঠিক

17. “Doldrums” এর তিনটি অঞ্চল চিহ্নিত করেন নিম্নের কোন ব্যক্তি ?
[A] ম্যাথিউ ম্যারি [B] নোয়েল বাইরণ
[C] রবার্ট ক্রোয়ে [D] কেউ নন

সংগ্রহ করুনঃ ➣ SLST Geography : 20 MODEL PRACTICE SET IX-X

18. ক্রান্তীয় ঘূর্ণবাত সম্পর্কে সঠিক বিবৃতি শনাক্ত করুনঃ
বিবৃতি : i. ক্রান্তীয় ঘূর্নবাত সাধারণত গ্রীষ্ম ও শরৎ কালে বেশি দেখা যায়
বিবৃতি : ii. ক্রান্তীয় ঘূর্ণবাতে কিউমুলোস্ট্রাটাস মেঘের উপস্থিতি লক্ষ্য করা যায়
বিবৃতি : iii. ক্রান্তীয় ঘুর্নিবাতের সাথে প্রতীপ ঘূর্নবাতের আগমন হয়
[A] বিবৃতি : i. ও বিবৃতি : iii. সঠিক [B] বিবৃতি : ii. ও বিবৃতি : iii. সঠিক
[C] শুধুমাত্র বিবৃতি : i. সঠিক [D] শুধুমাত্র বিবৃতি : iii. সঠিক

19. S=f (cl,o,r,p,t) এই সমীকরণটি মৃত্তিকা সৃষ্টির সাথে সম্পর্কিত, নিম্নের যে ব্যক্তি এই সমীকরণ উপস্থাপন করেন তিনি হলেনঃ
[A] রুশ মৃৎ বিজ্ঞানী ভি. ভি. ডকুচেভ
[B] মার্কিন মৃত্তিকা বিজ্ঞানী এইচ. জেনি
[C] রুশ মৃত্তিকাবিজ্ঞানী জে. এস. জফি
[D] মৃত্তিকাবিজ্ঞানী ভ্যান্ট হফ্‌

20. বাক্যের অংশগুলির স্বাপেক্ষে সঠিক বিকল্প চিহ্নিত করুনঃ
বাক্যাংশ : i. মৃত্তিকা কণার আয়তন অনুসারে মৃত্তিকার গ্ৰথন 8 প্রকার, বাক্যাংশ : ii. মৃত্তিকার গ্রথন সূক্ষ্ম বা হালকা হলে সহজেই জল চলাচল করতে পারে । বাক্যাংশ : iii. উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে মৃত্তিকার গ্রথন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
[A] বাক্যাংশ : i. ও বাক্যাংশ : ii. সঠিক কিন্তু বাক্যাংশ : iii. ভুল
[B] বাক্যাংশ : ii. ও বাক্যাংশ : iii. সঠিক কিন্তু বাক্যাংশ : i. ভুল
[C] বাক্যাংশ : ii. ও বাক্যাংশ : iii. ভুল কিন্তু বাক্যাংশ : i. সঠিক
[D] বাক্যাংশ : i. ও বাক্যাংশ : iii. ভুল কিন্তু বাক্যাংশ : ii. সঠিক

21. D স্তর (D Horizon) বলতে বোঝায় –
[A] কিছু ফাটল থাকলেও আবহবিকার দ্বারা পরিবর্তিত হয়নি এমন স্তরকে
[B] ফাটল বিহীন অবস্থায় আবহবিকার দ্বারা পরিবর্তিত হয়েছে এমন স্তরকে
[C] আবহবিকারগ্রস্ত ক্রমশ মাটি প্রস্তুতকারক জনক শিলাস্তরকে
[D] আবহবিকারগ্রস্ত কিন্তু ফাটল বিহীন অবস্থায় স্থিত জনক শিলাস্তরকে

22. ল্যাটেরাইট মাটির পরিলেখে জৈব স্তরের অভাব দেখা যায় কারণ –
[A] ভিত্তি অঞ্চলে ধৌত প্রক্রিয়া ও জীবাণুর কার্যকলাপ অধিক হয়
[B] সাধারণত শীতল আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে এই মাটি গঠিত হওয়ায় উদ্ভিদের প্রধান্য থাকে না
[C] সূক্ষ গ্রথন যুক্ত এই মাটিতে অজৈব পদার্থের পরিমাণ স্বাভাবিকভাবেই অধিক
[D] উপরের সবগুলি কারণই সঠিক

23. আন্তঃআঞ্চলিক মৃত্তিকা সম্পর্কে সঠিক তথ্যটি হলঃ
[A] এই মাটি তিনটি উপবর্গ এবং 13 টি শাখায় বিভক্ত
[B] এই মাটি চারটি উপবর্গ এবং 9 টি শাখায় বিভক্ত
[C] এই মাটি তিনটি উপবর্গ এবং 19 টি শাখায় বিভক্ত
[D] এই মাটি চারটি উপবর্গ এবং 13 টি শাখায় বিভক্ত

24. জল দ্বারা ছোট ছোট নালীর মাধ্যমে মৃত্তিকা ক্ষয়কে বলা হয় –
[A] রীল ক্ষয় [B] গালিক্ষয়
[C] শিট ক্ষয় [D] রেভাইনক্ষয়

25. এলেনবার্গ পর্যায়ক্রমিক ভিত্তিতে বাস্তুতন্ত্রকে প্রধান কয়টি ভাগে বিভক্ত করেন ?
[A] দুই ভাগে [B] চার ভাগে
[C] ছয় ভাগে [D] আট ভাগে

26. “শক্তি প্রবাহ ঘটে অনির্দিষ্ট দিকে এবং অ-চক্রীয় ভাবে” – বক্তব্যটি হলঃ
[A] শক্তি প্রবাহের এক চ্যানেল মডেলের
[B] শক্তি প্রবাহের দ্বি চ্যানেল মডেলের
[C] শক্তি প্রবাহের Y আকৃতির চ্যানেল মডেলের
[D] শক্তি প্রবাহের সার্বজনীন মডেলের

27. এলটন সর্বপ্রথম বাস্তুসংস্থানিক পিরামিডের ধারণা উত্থাপন করেন নিম্নের কোন গ্রন্থে ?
[A] “Animal Ecology” নামক গ্রন্থে
[B] “Advances in Agronomy” নামক গ্রন্থে
[C] “A Sand County Almanac” নামক গ্রন্থে
[D] “Food webs and niche space” নামক গ্রন্থে

28. সমগ্র জৈব জগতের গাঠনিক উপাদান হিসাবে জলের ভূমিকা –
[A] প্রায় 50-60% [B] প্রায় 60-70%
[C] প্রায় 70-80% [D] প্রায় 80-90%

29. প্রাকৃতিক পরিবেশের স্বভোজী উপাদানকে কয় ভাগে ভাগ করা যায় ?
[A] দুই ভাগে [B] তিন ভাগে
[C] চার ভাগে [D] পাঁচ ভাগে

30. প্রকৃতি মানুষের কাছে কতগুলি সম্ভাবনা তুলে ধরে, যা থেকে মানুষ প্রয়োজন মতো গ্রহণ বা বর্জন করে, মানুষ-পরিবেশের নির্ভরতা সম্পর্কিত এরূপ দৃষ্টিভঙ্গিকে বলা হয় –
[A] জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি [B] থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি
[C] উইওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি [D] নিওক্রেটিক দৃষ্টিভঙ্গি

SLST Geography Model Practice Set-4

SLST Geography হোক বা PSC Geography প্রত্যেক ক্ষেত্রে সিলেবাস অনুযায়ী টপিক ধরে ধরে সম্পূর্ণ ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে প্রয়োজন অনুযায়ী নীচের লিঙ্কে ক্লিক করুন

➣ SLST Geography : IX-X

➣ SLST Geography : XI-XII

➮ PSC Geo Study Materials

31. “উৎপাদন ব্যবস্থায় শ্রমিক হল পিতা এবং ভূমি হল মাতা”, পর্যবেক্ষণটি নিম্নের যে ব্যক্তির তিনি হলেনঃ
[A] কার্ল মার্ক্স [B] কেভিন ঝ্যাং
[C] উইলিয়াম পেটি [D] জিম্মারম্যান

32. প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলী সংক্রান্ত তথ্যগুলির স্বাপেক্ষে সঠিক বিকল্প নির্বাচন করুনঃ
তথ্য : I. বিশ্বের প্রায় 75% মানুষ প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীর সঙ্গে যুক্ত
তথ্য : II. প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলীতে প্রান্তিক উৎপাদন সর্বাধিক
তথ্য : III. প্রাথমিক স্তরের অর্থনৈতিক কার্যাবলী সাধারণত জমি নির্ভর
বিকল্প :
[A] তথ্য : I. ও তথ্য : II. ভুল কিন্তু তথ্য : III. সঠিক
[B] তথ্য : II. ও তথ্য : III. ভুল কিন্তু তথ্য : I. সঠিক
[C] তথ্য : I. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : II. ভুল
[D] তথ্য : I., তথ্য : II. ও তথ্য : III. সবগুলি সঠিক

33. জীবিকা সত্তা ভিত্তিক প্রগাঢ় কৃষির প্রধান ফসল হলঃ
[A] ধান [B] গম
[C] তুলা [D] পাট

34. দেশভিত্তিক স্থানীয়ভাবে কাষ্ঠ আহরণ ও স্থানীয় নাম সংক্রান্ত নিম্নের স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করুনঃ
স্তম্ভ : I           স্তম্ভ : II
a. মার্কিন যুক্তরাষ্ট্র i. পুনকোরজু
b. ব্রাজিল ii. এক্সপ্লোরাকাও ফ্লোরেস্টাল
c. ইন্দোনেশিয়া iii. লগিং
d. ফিনল্যান্ড iv. পেনেবঙ্গান ক্যু
[A] a.-ii., b.-iii., c.-iv., d.-i., [B] a.-iv., b.-iii., c.-i., d.-ii.,
[C] a.-iii., b.-i., c.-iv., d.-ii., [D] a.-iii., b.-ii., c.-iv., d.-i.,

SLST Geography Model Practice Set 

IX-X : 20 Model Set : ➣ Click Now

XI-XII : 20 Model Set : ➣ Click Now

35. মাছ ধরার পদ্ধতি সংক্রান্ত তথ্যগুলি পড়ে তার ভিত্তিতে সঠিক বিকল্প চিহ্নিত করুনঃ
তথ্য : I. গিলনেটিং, সেইন নেটিং, ট্রল নেটিং ইত্যাদি হল ফাঁদ পদ্ধতির অন্তর্ভুক্ত পদ্ধতি
তথ্য : II. টগি পদ্ধতিতে মূলতঃ কাঁকড়া, গলদা চিংড়ি, চিংড়ি ইত্যাদি আহরণ করা হয়
তথ্য : III. ড্র্যাগার পদ্ধতি ফ্ল্যাগলাইন ফিশিং হিসাবেও অভিহিত হয়
বিকল্প :
[A] তথ্য : I. ও তথ্য : II. সঠিক কিন্তু তথ্য : III. ভুল
[B] তথ্য : II. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : I. ভুল
[C] তথ্য : I. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : II. ভুল
[D] তথ্য : I., তথ্য : II. ও তথ্য : III. সবগুলি ভুল

36. খননের ঐতিহাসিক পর্যায়কে কয় ভাগে বিভক্ত করা যায় ?
[A] দুই ভাগে [B] তিন ভাগে
[C] চার ভাগে [D] পাঁচ ভাগে

37. পৃথিবীর জনসংখ্যা 100 কোটিতে পৌঁছায় নিম্নের কোন সময়কালে ?
[A] 1600 সালে [B] 1650 সালে
[C] 1804 সালে [D] 1927 সালে

সংগ্রহ করুনঃ ➣ SLST Geography : 20 MODEL PRACTICE SET IX-X

38. জনসংখ্যার বিশ্বব্যাপি বণ্টন সম্পর্কিত তথ্যগুলোর স্বাপেক্ষে সঠিক তথ্য চিহ্নিত করুনঃ
তথ্য : I. ভারত ও চীন বিশ্বের সর্বাধিক জনবহুল দুটি দেশ, যা বিশ্বের জনসংখ্যার প্রায় 36% ধারণ করে
তথ্য : II. মোনাকো বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ, যেখানে প্রতি বর্গকিলোমিটারে 25,000 এরও বেশি লোকের জনসংখ্যার ঘনত্ব রয়েছে
তথ্য : III. আফ্রিকা মহাদেশ বিশ্বের তৃতীয় সর্বাধিক জনসংখ্যাযুক্ত মহাদেশ
বিকল্প :
[A] তথ্য : I. ও তথ্য : II. সঠিক কিন্তু তথ্য : III. ভুল
[B] তথ্য : II. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : I. ভুল
[C] তথ্য : I. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : II. ভুল
[D] তথ্য : I., তথ্য : II. ও তথ্য : III. সবগুলি সঠিক

39. বয়স কাঠামো মূলতঃ কয় প্রকারের হয়ে থাকে ?
[A] দুই প্রকারের [B] তিন প্রকারের
[C] চার প্রকারের [D] পাঁচ প্রকারের

40. অনেক মেক্সিকান উন্নত অর্থনৈতিক সুযোগের সন্ধানে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান । এই ধরনের পরিব্রাজন হলঃ
[A] অভ্যন্তরীণ পরিব্রাজন [B] আন্তর্জাতিক পরিব্রাজন
[C] স্বেচ্ছাধীন পরিব্রাজন [D] জোরপূর্বক পরিব্রাজন

41. কমিউটার বলা হয় –
[A] দৈনিক পরিব্রাজনে অংশগ্রহণকারী ব্যক্তিদের
[B] বার্ষিক পরিব্রাজনে অংশগ্রহণকারী ব্যক্তিদের
[C] মেধা প্রবাহে অংশগ্রহণকারী ব্যক্তিদের
[D] ব্রেইন গ্রেইন এ অংশগ্রহণকারী ব্যক্তিদের

42. বিশ্বের নিম্ন জনঘনত্ব যুক্ত অঞ্চল সম্পর্কে সঠিক তথ্যটি হলঃ
[A] পৃথিবীর প্রায় 6% স্থানে গড়ে ওঠা নিবিড় বসতি যুক্ত অঞ্চলে প্রায় 15% লোক বসবাস করে
[B] পৃথিবীর প্রায় 9% এলাকা এরূপ জনবহুল এবং বিশ্বের প্রায় 70% লোক এই অঞ্চলে বসবাস করে
[C] পৃথিবীর 10 শতাংশ এলাকা জুড়ে এরূপ জনঘনত্ব লক্ষ্য করা যায় এবং বিশ্বের 12% লোক এই অঞ্চলে বসবাস করে
[D] পৃথিবীর 20 শতাংশ এলাকা জুড়ে এরূপ জনঘনত্ব লক্ষ্য করা যায় এবং বিশ্বের 7% লোক এই অঞ্চলে বসবাস করে

43. জম্মু ও কাশ্মির এবং লাদাখ কখন দুটি পৃথক কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ করে ?
[A] 2019 সালের 5 ই আগস্ট
[B] 2019 সালের 31 শে অক্টোবর
[C] 2019 সালের 31শে আগস্ট
[D] 2020 সালের 5ই অক্টোবর

44. পশ্চিম হিমালয়কে তিনটি উপ অঞ্চলে ভাগ করা যায়, নিম্নের কোনটি সেই বিভাগের অন্তর্ভুক্ত নয় ?
[A] কাশ্মির হিমালয় [B] পাঞ্জাব হিমালয়
[C] হিমাচল হিমালয় [D] কুমায়ুন হিমালয়

45. পঞ্চনদীর মিলিত প্রবাহ সিন্ধু নদীতে মিলিত হয়েছে –
[A] পাঠান কোটে [B] শিয়াল কোটে
[C] মিথানকোটে [D] নোগিল কোটে

46. রাজস্থানের থর মরুভূমি থ্র্ন্থওয়েট এর বিভাজন অনুযায়ী নিম্নের কোন জলবায়ুর অন্তর্গত ?
[A] DB’w [B] E
[C] DB’d [D] EA’d

47. ভারতের পশ্চিম মৃত্তিকা অঞ্চলে নিম্নের কোন গোত্রের মৃত্তিকা দেখা যায় না ?
[A] মলিসোল গোত্রের [B] এন্টিসোল গোত্রের
[C] এরিডিসোল গোত্রের [D] ইনসেপটিসোল গোত্রের

48. ভারতের সামগ্রিক বনভূমি পৃথিবীর মোট ক্ষেত্রমানের কত শতাংশ দখল করে রয়েছে ?
[A] 2 শতাংশ [B] 2.5 শতাংশ
[C] 5 শতাংশ [D] 5.2 শতাংশ

49. আধুনিক সময়কালে সমুদ্রের আভ্যন্তরীণ বিষয়ে গবেষণার প্রথম প্রচেষ্টা হিসাবে ধরা হয় –
[A] 1755 সালে ফরাসি বিজ্ঞানি ল্যাপ্লেসের তথ্যের ভিত্তিতে প্রশান্ত মহাসাগরের গভীরতা নির্ণয় বিষয়টিকে
[B] 1755 সালে ফরাসি বিজ্ঞানি ল্যাপ্লেসের তথ্যের ভিত্তিতে আটলান্টিক মহাসাগরের গভীরতা নির্ণয় বিষয়টিকে
[C] 1864 সালে নরওয়েগান থেকে Crinoid নামক সামুদ্রিক প্রজাতির তথ্য সংগ্রহ করা বিষয়টিকে
[D] 1872 সালে ব্রিটিশ গভর্নর বিশ্ব মহাসাগরীয় ক্ষেত্রে তথ্য সংগ্রহের জন্য HMS Challenger নামক জাহাজ জলে নামানোর বিষয়টিকে

50. প্রশান্ত মহাসাগরের প্রধান বাহুগুলির একটি হলঃ প্রবাল সাগর (Coral sea), এটি অবস্থিত
[A] অস্ট্রেলিয়ার দক্ষিণ অংশে নিউইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী অংশে
[B] রিউকিউ দ্বীপপুঞ্জের উত্তর পশ্চিমে এবং পীত সাগরের দক্ষিণে
[C] পাপুয়া নিউগিনির দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার পূর্বদিকে অবস্থিত
[D] চীনের পূর্ব দিকে এবং উভয় কোরিয়া পশ্চিম অংশে

সংগ্রহ করুনঃ ➣ SLST Geography : 20 MODEL PRACTICE SET IX-X

51. ভারত মহাসাগরের সর্বাধিক প্রশস্ত মহীসোপানটি অবস্থিত –
[A] জাভা ও সুমাত্রা উপকূল বরাবর
[B] আরব সাগর ও বঙ্গোপসাগরীয় অংশে
[C] আফ্রিকা উপকূল বরাবর
[D] উত্তর অস্ট্রেলিয়া উপকূল বরাবর

52. প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় প্রতিস্রোতের গড় উষ্ণতা হলঃ
[A] 10.5°C [B] 15.5°C
[C] 27.5°C [D] 33.5°C

53. ফকল্যান্ড স্রোত আবিষ্কার করেন –
[A] হুমবোল্ড [B] ডে-লেওন
[C] ফ্রাঙ্কলিন [D] চার্লস উইক্স

54. নিম্নের স্তম্ভ মিলিয়ে সঠিক ক্রমটি নির্বাচন করুনঃ
                      স্তম্ভ A               স্তম্ভ B
a. প্রশান্ত মহাসাগরের গড় উষ্ণতা i. 17.03°C
b. ভারত মহাসাগরের গড় উষ্ণতা ii. 19.01°C
c. প্রশান্ত মহাসাগরের গড় উষ্ণতা iii. 16.91°C
[A] a-i, b-ii, c-iii, [B] a-ii, b-iii, c-ii
[C] a-iii, b-ii, c-i [D] a-ii, b-i, c-iii

55. নিম্নের কোন বৈশিষ্ট্যটি বর্ণনামূলক বা বিবৃতি সূচক স্কেলের ক্ষেত্রে প্রযোজ্য নয় ?
[A] পছন্দ মতো একক ব্যবহার কার যায়
[B] যেকোনো দেশই নিজস্ব প্রচলিত একক ব্যবহার করতে পারে
[C] মানচিত্রের আকার অনুযায়ী স্কেল ছোট বা বড় করা যায়
[D] এই স্কেল উপস্থাপনে কোনরকম অঙ্কন ঝামেলা নেই

56. বিভিন্ন দেশে জনগণনা থেকে প্রাপ্ত জনসংখ্যার পরিমান নিম্নের যে ধরনের উপাত্তের উদাহরণ –
[A] সজ্জিত উপাত্ত B] দৈশিক উপাত্ত
[C] সাময়িক উপাত্ত [D] সংখ্যাগত উপাত্ত

57. কার্টোগ্রাফির ইতিহাস জানার জন্য প্রশিদ্ধ আন্তর্জাতিক জার্নালটির নাম হলঃ
[A] Terrae Incognitae [B] Cartographica
[C] Journal of Maps [D] Imago Mundi

58. কোন দেশের প্রথম সামগ্রিক ভূবৈচিত্র সূচক মানচিত্র হলঃ
[A] Geometric Map of London
[B] Geometric Map of France
[C] Geometric Map of Canada
[D] Geometric Map of Japan

59. উৎস ভূগোলোক (Generating Globe) সম্পর্কিত তথ্যগুলি পড়ে সঠিক বিকল্প চিহ্নিত করুনঃ
তথ্য : I. উৎস ভূগোলোক স্বচ্ছ কাঁচের হয়ে থাকে ।
তথ্য : II. উৎস ভূগোলোকে দ্রাঘিমা ও অক্ষরেখাগুলির স্কেল ভিত্তিক নীতিসঙ্গত আনুপাতিক অবস্থান লক্ষ্য করা যায় না ।
তথ্য : III. উৎস ভূগোলোক হল মানচিত্রের ক্ষুদ্র প্রতিরূপ ।
বিকল্প :
[A] তথ্য : I. ও তথ্য : II. ভুল কিন্তু তথ্য : III. সঠিক
[B] তথ্য : II. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : I. ভুল
[C] তথ্য : I. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : II. ভুল
[D] তথ্য : II., তথ্য : III. কিন্তু তথ্য : I. সঠিক

60. আধুনিক রাশি বিজ্ঞানের জনক হিসাবে পরিচিত –
[A] স্কটিশ রাজনৈতিক অর্থনীতিবিদ উইলিয়াম প্লেফেয়ার
[B] ব্রিটিশ গণিতজ্ঞ তথা রাশি বিজ্ঞানী কার্ল পিয়ারসন
[C] বাঙালি ফলিত রাশি বিজ্ঞানি প্রশান্ত চন্দ্র মহলানবিশ
[D] ব্রিটিশ রাশি বিজ্ঞানী রোনাল্ড ফিশার

**********

SLST Geography Model Practice Set-4 উত্তরমালা :

1. [B] 1968 থেকে 1983 সালের মধ্যে, 2. [C] ভাঁজকে সমান দুইভাগে বিভক্তকারী কাল্পনিক তল, 3. [D] স্বাভাবিক চ্যুতি, বিপরা চ্যুতি, সংঘট্ট চ্যুতি, 4. [B] শিলাস্তরে সংকোচন ও পীড়ন ঘটে, 5. [C] পরফাইরি, ডোলেরাইট, অ্যাপলাইট, মাইক্রোগ্রানাইট, 6. [C] আইজাক, অলিভার ও সাইকস,
7. [B] দ্রবণ, জারণ, অঙ্গারযোজন, আর্দ্র বিশ্লেষণ, জলযোজন, 8. [A] ইয়াংসি, 9. [B] ফেডচেঙ্কো, 10. [A] উৎসঞ্জন, 11. [B] সার্বিয়ান ভূতাত্ত্বিক সিভিজিক, , 12. [B] তথ্য : II. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : I. ভুল,

SLST Geography Model Practice Set 

IX-X : 20 Model Set : ➣ Click Now

XI-XII : 20 Model Set : ➣ Click Now

13. [C] জলীয় বাষ্প, 14. [D] বিবৃতি : i. ও বিবৃতি : ii. সঠিক, 15. [B] 3 প্রকার, 16. [D] বিবৃতি : i. ও বিবৃতি : iii. সঠিক, 17. [C] রবার্ট ক্রোয়ে, 18. [C] শুধুমাত্র বিবৃতি : i. সঠিক,
19. [B] মার্কিন মৃত্তিকা বিজ্ঞানী এইচ. জেনি, 20. [B] বাক্যাংশ : ii. ও বাক্যাংশ : iii. সঠিক কিন্তু বাক্যাংশ : i. ভুল, 21. [A] কিছু ফাটল থাকলেও আবহবিকার দ্বারা পরিবর্তিত হয়নি এমন স্তরকে, 22. [A] ভিত্তি অঞ্চলে ধৌত প্রক্রিয়া ও জীবাণুর কার্যকলাপ অধিক হয়, 23. [A] এই মাটি তিনটি উপবর্গ এবং 13 টি শাখায় বিভক্ত, 24. [A] রীল ক্ষয়,
25. [C] ছয় ভাগে, 26. [A] শক্তি প্রবাহের এক চ্যানেল মডেলের, 27. [A] “Animal Ecology” নামক গ্রন্থে, 28. [D] প্রায় 80-90%, 29. [A] দুই ভাগে, 30. [C] উইওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি,

সংগ্রহ করুনঃ ➣ SLST Geography : 20 MODEL PRACTICE SET IX-X
31. [C] উইলিয়াম পেটি, 32. [A] তথ্য : I. ও তথ্য : II. ভুল কিন্তু তথ্য : III. সঠিক, 33. [A] ধান, 34. [D] a.-iii., b.-ii., c.-iv., d.-i.,, 35. [D] তথ্য : I., তথ্য : II. ও তথ্য : III. সবগুলি ভুল, 36. [C] চার ভাগে,
37. [C] 1804 সালে, 38. [A] তথ্য : I. ও তথ্য : II. সঠিক কিন্তু তথ্য : III. ভুল, 39. [B] তিন প্রকারের, 40. [B] আন্তর্জাতিক পরিব্রাজন, 41. [A] দৈনিক পরিব্রাজনে অংশগ্রহণকারী ব্যক্তিদের, 42. [D] পৃথিবীর 20 শতাংশ এলাকা জুড়ে এরূপ জনঘনত্ব লক্ষ্য করা যায় এবং বিশ্বের 7% লোক এই অঞ্চলে বসবাস করে,
43. [B] 2019 সালের 31 শে অক্টোবর, 44. [B] পাঞ্জাব হিমালয়, 45. [C] মিথানকোটে, 46. [D] EA’d, 47. [A] মলিসোল গোত্রের, 48. [A] 2 শতাংশ,
49. [A] 1755 সালে ফরাসি বিজ্ঞানি ল্যাপ্লেসের তথ্যের ভিত্তিতে প্রশান্ত মহাসাগরের গভীরতা নির্ণয় বিষয়টিকে, 50. [C] পাপুয়া নিউগিনির দক্ষিণে এবং অস্ট্রেলিয়ার পূর্বদিকে অবস্থিত, 51. [B] আরব সাগর ও বঙ্গোপসাগরীয় অংশে, 52. [C] 27.5°C, 53. [D] চার্লস উইক্স, 54. [D] a-ii, b-i, c-iii,
55. [C] মানচিত্রের আকার অনুযায়ী স্কেল ছোট বা বড় করা যায়, 56. [C] সাময়িক উপাত্ত, 57. [D] Imago Mundi, 58. [B] Geometric Map of France, 59. [D] তথ্য : II., তথ্য : III. কিন্তু তথ্য : I. সঠিক, 60. [D] ব্রিটিশ রাশি বিজ্ঞানী রোনাল্ড ফিশার,

সংগ্রহ করুনঃ ➣ SLST Geography : 20 MODEL PRACTICE SET IX-X

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page