SLST Geography Practice Set-3 Pass/Graduate
SLST Geography Practice Set-3 Pass/Graduate
সুযোগ এসেছে নিজেকে প্রমাণিত করার । সমাজের অবজ্ঞা দূরে ঠেলে নিজের যোগ্যতার মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করার । সুযোগ হাতছাড়া করা যাবে না । নিরন্তর প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দীর্ঘ দিনের অবজ্ঞা ও লাঞ্ছনার অবসান ঘটানোর এই সুযোগ হাতছাড়া করলে হয়তোবা অপেক্ষার আর শেষ হবে না । আপনার এই সংগ্রামে সাহায্য করবো আমরা । সেই উদ্দেশ্যে আরম্ভ করেছি SLST Geography Practice Set Series, যেখানে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এক একটি সেট উপস্থিত করা হবে । SLST Geography Practice Set-3 For Pass/Graduate এ থাকছে এরকম 60টি গুরুত্বপূর্ণ MCQ
➣ Join : Our Telegram Channel ☛ Bhugolika-Niryas
SLST Geography Practice Set-3 For Pass/Graduate
1. “Asthenosphere” শব্দটি প্রথম ব্যবহার করেন নিম্নের কোন ভূতাত্ত্বিক ?
[A] হারবার্ট আর্নেস্ট গ্রেগরী 1897 সালে [B] লিনা হোপার বেইলি 1902 সালে
[C] জোসেফ ব্যারেল 1914 সালে [D] বেইলি উইলস 1919 সালে
2. ভূ-অভ্যন্তর সম্পর্কে তথ্যের উৎস অনুসন্ধানের জন্য গভীরতম কৃত্রিম গর্তটি হলঃ
[A] কোলা উপদ্বীপের গর্ত [B] পয়েঙ খনি গর্ত
[C] তারিম অববাহিকা গর্ত [D] চুক্যুইকামাটা গর্ত
3. স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তর চিহ্নিত করুনঃ
স্তম্ভ A স্তম্ভ B
i) শিবালিক পর্বতমালা : X) অপ্রতিসম ভাঁজ
ii) মেঘালয়ের মাওকাজেম : Y) প্রতিসম ভাঁজ
iii) দার্জিলিং হিমালয় : Z) শায়িত ভাঁজ
[A] i):Z), ii):X) এবং Y) [B] i):Y), ii):X) এবং Z)
[C] i):X), ii):Z) এবং Y) [D] i):Z), ii):Y) এবং X)
4. Ramp Vally এর উৎপত্তি ঘটে থাকে –
[A] দুটি অরীয় চ্যুতির মধ্যবর্তী স্থানে
[B] দুটি অনুলোম চ্যুতির মধ্যবর্তী স্থানে
[C] দুটি পরিধি চ্যুতির মধ্যবর্তী স্থানে
[D] দুটি বিলোম চ্যুতির মধ্যবর্তী স্থানে
5. আগ্নেয় শিলার রাসায়নিক গঠন অনুসারে নীচের কোন্টি সঠিক নয়?
(A) আম্লিক শিলা (Acidic Rock)- সিলিকার (SiO2) পরিমান প্রায় 65% এর বেশি
(B) মধ্যবর্তী শিলা (Intermediate Rock)- সিলিকার পরিমান 55-65%
(C) ক্ষারকীয় শিলা (Basic Rock)- সিলিকার 45% এর বেশি
(D) অতি-ক্ষারকীয় শিলা (Ultra-Basic Rock)- সিলিকার পরিমান প্রায় 45%-র কম
6. “অসমান ঘনত্ব সমান গভীরতা” মতবাদটি নিম্নের কোন ব্যক্তির ?
[A] ডাটনের [B] এইরির
[C] প্রাটের [D] হোমস এর
7. আবহবিকার ও বৈষম্যমূলক ক্ষয় কার্যের দ্বারা ভূপৃষ্ঠের উপরে অবস্থিত অনুভূমিক শিলাস্তরে উলম্ব ফাটল বা দারণবিশিষ্ট স্তম্ভ-আকৃতির বিভিন্ন শিলাখণ্ডকে বলা হয় –
[A] হুডু [B] কেন্সপ্রাঙ
[C] টর [D] স্ল্যাকিং
8. পুঞ্জিত ক্ষয়ের অণুকুল পরিবেশ সৃষ্টি হয় তখন, যখন –
[A] নিরাপদ উপাদানের মান 0 হয়
[B] নিরাপদ উপাদানের মান 1 বা 1 এর কম হয়
[C] নিরাপদ উপাদানের মান 1 বা 1 এর বেশি হয়
[D] নিরাপদ উপাদানের মান 5 এর অধিক হয়
9. কিউসেক হলো- ,
[A] কিউবিক মিটার/সেকেন্ড [B] কিউবিক সেমিঃ/সেকেন্ড
[C] কিউবিক ফুট/সেকেন্ড [D] কিউবিক গজ/সেকেন্ড
10. বিশ্বের বৃহত্তম পোলজেটি হলঃ
[A] গ্লামোকো পোলজে [B] পোপোভো পোলজে
[C] লিভাঁজস্কো পোলজে [D] সার্কনিকা পোলজে
11. ঊর্মিভঙ্গ সম্পর্কে নিম্নের কোন তথ্যটি সঠিক নয় ?
[A] উর্মিভং শুরু হয় জলের গড় গভীরতা ও তরঙ্গ উচ্চতা অসমান হলে
[B] এটি চার প্রকার- সার্জিঙ, স্পিলিং, প্লাঞ্জিঙ, কলাপসিং
[C] ঊর্মিভঙ্গ স্নানার্থীদের পক্ষে বিপদজনক
[D] কোনোটিই সঠিক নয়
12. শিলাক্ষয় নিম্নের কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল ?
[A] শিলার কাঠিন্য ও প্রবেশ্যতা
[B] শিলার কাঠিন্য ও শিলার নতি
[C] শিলার নতি ও প্রবেশ্যতা
[D] শিলার কাঠিন্য ও সন্নিহিত শিলার বৈশিষ্ট্য
13. বায়ুমণ্ডলের কোন স্তরের কারণে মেরুজ্যোতি সৃষ্টি হয়?
[A] আয়নোস্ফিয়ার [B] মেসোস্ফিয়ার
[C] ট্রপোস্ফিয়ার [D] স্ট্র্যাটোস্ফিয়ার
14. “Laws of the Storms” থিসিসটি নিম্নের কোন ব্যক্তির ?
[A] হেনরী ফ্রান্সিস ব্ল্যানফোর্ডের [B] হেনরী পিডিংটনের
[C] স্যার জন এলিয়ট এর [D] একত্রে তিন জনের
15. সূর্য থেকে আগত সৌরশক্তি নিম্নের কোন ধরনের তরঙ্গরূপে ভূপৃষ্ঠ পৌঁছায় ?
[A] ক্ষুদ্র তরঙ্গরূপে [B] বৃহৎ তরঙ্গরূপে
[C] অবলোহিত তরঙ্গরূপে [D] ইনফ্রারেড তরঙ্গরূপে
16. পৃথিবীর যেসমস্ত অংশে গতানুগতিক মৌসুমী বায়ু দেখা যায় নিম্নের কোন দেশটি তার অন্তর্গত নয় ?
[A] লাওস [B] কম্বোডিয়া
[C] ফিলিপিন্স [D] নেদারল্যান্ড
17. পৃথিবীর সর্ববৃহৎ Doldrum অঞ্চল হল –
[A] Equatorial Western Region of Africa Doldrum
[B] Western Coastal Margin of Central America Doldrum
[C] South Atlantic Doldrum Zone
[D] Indo-Pacific Doldrum Zone
18. রামধনুর সৃষ্টি হয় নিম্নের কোন মেঘের উপস্থিতিতে ?
[A] অলকস্তূপ মেঘের উপস্থিতিতে
[B] অলকস্তর মেঘের উপস্থিতিতে
[C] উচ্চ স্তর মেঘের উপস্থিতিতে
[D] উচ্চ স্তুপ মেঘের উপস্থিতিতে
19. এন্ডোডায়নামোরফিক মাটি সৃষ্টি হয় –
[A] মালভূমি অঞ্চলে [B] উচ্চ পার্বত্যাঞ্চলে
[C] সমভূমি অঞ্চলে [D] উপকূলবর্তী অঞ্চলে
20. বেলে এঁটেল-দোঁয়াশ মাটির গ্ৰথন সংক্রান্ত নিম্নের কোন সংযুক্তিটি সঠিক ?
[A] বেলে এঁটেল-দোঁয়াশ : পলি 0-28%, বালি 45-80%, কাদা 20-35%
[B] বেলে এঁটেল-দোঁয়াশ : পলি 28%, বালি 45-60%, কাদা 20-35%
[C] বেলে এঁটেল-দোঁয়াশ : পলি 28%, বালি 45%, কাদা 33%
[D] বেলে এঁটেল-দোঁয়াশ : পলি 0-20%, বালি 50-70%, কাদা 50-30%
21. ইংরেজি Conservation শব্দটি ল্যাটিন শব্দ ‘Con’ ও ‘Servo’ শব্দ থেকে উদ্ভূত হয়েছে, যেখানে ‘Con’ এর অর্থ হলঃ
[A] পরস্পর [B] বজায় রাখা
[C] সুরক্ষিত [D] নিত্যনৈমিত্তিক
SLST Geography 50 Set Mock Test Series
[নিখুঁতভাবে নিখুঁত প্রস্তুতিতে মক টেস্টের প্রয়োজন পড়ে । মক টেস্টের প্রশ্ন একটু চিন্তিত না করলে পড়া ঠিকঠাক হয় না । নিজের প্রস্তুতি কিরকম চলছে তা জানার জন্য মক টেস্ট আরম্ভ করে এগিয়ে থাকতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ]
➣ SSC SLST GEOGRAPHY MOCK TEST SERIES : IX-X
➣ SSC SLST GEOGRAPHY MOCK TEST SERIES : XI-XII
22. নিম্নের বিবৃতিগুলি থেকে সঠিক বিকল্প নির্বাচন করুনঃ
বিবৃতি : i. মাটির অনুছিদ্র বেশি হলে সছিদ্রতাও বেশি হবে
বিবৃতি : ii. মাটির গ্ৰথন,গঠন প্রভৃতির উপরে তার রন্ধ্র পরিসরের সংখ্যা নির্ভরশীল নয়
বিবৃতি : iii. মাটিতে অবস্থিত জলপূর্ণ বিভিন্ন অক্সাইডের জলকে সম্মিলিত জল বলে
[A] শুধুমাত্র বিবৃতি : i. সঠিক [B] বিবৃতি : ii. ও বিবৃতি : iii. সঠিক
[C] শুধুমাত্র বিবৃতি : i. ও বিবৃতি : iii. সঠিক [D] শুধুমাত্র বিবৃতি : iii. সঠিক
23. ভূমধ্যসাগরীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের আদর্শ জলবায়ুগত অবস্থা হলঃ
[A] গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকাল আর্দ্র প্রকৃতির [B] গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক প্রকৃতির
[C] বার্ষিক গড় উষ্ণতা 18-22 ℃ [D] বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 100–150 সেমি
24. “Pteridophyta” শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন নিম্নের কোন ব্যক্তি ?
[A] ব্রাউন [B] থিওফ্রস্টাস
[C] স্কিমপার [D] স্মিথ
25. নিম্নের কোনটি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পর্যায়ের অন্তর্ভুক্ত নয় ?
[A] শক্তি অর্জন [B] শক্তি বর্জন
[C] শক্তির ব্যবহার [D] শক্তির স্থানান্তর
26. ডারউইন কখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে নিরক্ষরেখার কাছে সেন্ট পলের পাথরের খাদ্য ওয়েবকে বর্ণনা করেন ?
[A] 1831 সালের ফেব্রুয়ারিতে [B] 1832 সালের ফেব্রুয়ারিতে
[C] 1831 সালের মে তে [D] 1832 সালের মে তে
27. “Sustainable Development” ধারণাটি জনপ্রিয় হয়ে ওঠে নিম্নের কোন কার্যাবলীর প্রভাবে ?
[A] “Our Progressive Future” নামক প্রতিবেদনের প্রভাবে
[B] “Earthwatch” Programme এর প্রভাবে
[C] “Man and Biosphere Programme” এর প্রভাবে
[D] “Our Common Future” নামক প্রতিবেদনের প্রভাবে
28. নিম্নের সঠিক জোড়টি চিহ্নিত করুনঃ
[A] IUCN : ফন্টাইনেব্লেয়ু [B] IMO : লন্ডন
[C] UNESCO : স্টকহোম [D] UNEP : গ্ল্যান্ড
29. যখন নিকট সম্পর্কযুক্ত প্রাণীগোষ্ঠীর বিভিন্ন পরিবেশে বসবাস করার জন্য ভিন্ন ভিন্ন অভিযোজন হয়ে থাকে তখন তাকে বলা হয় –
[A] স্বাভাবিক অভিযোজন [B] অভিসারী অভিযোজন
[C] প্রতিসারী অভিযোজন [D] প্রাকৃতিক অভিযোজন
30. নিম্নের কোন সময়কে “Age of Sanitation” বলা হয় ?
[A] 1842 সালকে [B] 1942 সালকে
[C] 1879 সালকে [D] 1979 সালকে
SLST Geography Practice Set-3
31. . ভারত কোন প্রতিবেশী দেশের সাথে সর্ব নিম্ন দৈর্ঘ্যের সীমানা বণ্টন করেছে ?
[A] মায়ানমার [B] ভুটান
[C] নেপাল [D] আফগানিস্তান
32. “অপারেশন বিজয়” এর মাধ্যমে নিম্নের কোন ভৌগোলিক ক্ষেত্র ভারতের অন্তর্ভুক্ত হয় ?
[A] গোয়া, দমন ও দিউ [B] লক্ষদ্বীপ, দমন ও দিউ
[C] তুতিকোরিন, দমন ও দিউ [D] পদুচেরি, দমন ও দিউ
33. ভারতের পূর্বতম ও পশ্চিমতম বিন্দুর মধ্যে দ্রাঘিমাংশগত পার্থক্য প্রায়
[A] 15° এর মতো [B] 30° এর মতো
[C] 45° এর মতো [D] 69° এর মতো
➣ Geotectonic Special Mock Test
34. টেমভূ ব্যারেজ নিম্নের কোন নদী অববাহিকার সাথে যুক্ত ?
[A] গোদাবরী নদী অববাহিকা [B] কাবেরী নদী অববাহিকা
[C] মহানদী নদী অববাহিকা [D] কৃষ্ণা নদী অববাহিকা
35. হো হল ভারতের ধান চাষের পদ্ধতি, এই পদ্ধতি অনুসৃত হয় –
[A] সমতলভূমিতে [B] পার্বত্যাঞ্চলে
[C] উপকূলীয় অঞ্চলে [D] লোনা মাটি যুক্ত কৃষি অঞ্চলে
36. বন্দর সংযোজক পরিকল্পনার সূচনা হয় –
[A] 2000 সালে [B] 2005 সালে
[C] 2010 সালে [D] 2015 সালে
37. ভি. নাথ ভারতকে কয়টি প্রধান পরিকল্পনা অঞ্চলে ভাগ করেছেন?
[A] 5টি [B] 10টি
[C] 15টি [D] 20টি
38. সূর্যালোক সম্পদ হিসাবে বিবেচিত হয়, কারণ –
i) সৌরবিদ্যুৎ উৎপাদন মনুষ্য সভ্যতার বিদ্যুৎ চাহিদা পূরণে সক্ষম
[B] সূর্যালোক ফসল উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
[C] সূর্যালোকের কার্যকারী ক্ষমতা ও সম্পদে রূপান্তর ক্ষমতা রয়েছে
[A] শুধুমাত্র i) সঠিক [B] i) ও [B] উভয়ই সঠিক
[C] i), [B] ও [C] সবগুলি সঠিক [D] [C] সঠিক হলে প্রথমদুটি ভুল
39. একটি বিরল সম্পদের উদাহরণ হলঃ
[A] টিন [B] গ্রীনল্যান্ডের ক্রায়োলাইট
[C] সূর্যালোক [D] সবগুলি
40. গতানুগতিক অর্থনীতির প্রকৃষ্ট উদাহরণ হিসাবে নিম্নের কোন রাষ্ট্রের কথা উল্লেখ করা যায় ?
[A] হাইতি [B] ভুটান
[C] শ্রীলঙ্কা [D] ভিয়েতনাম
41. শিল্পের শ্রেণীবিভাগের ভিত্তিতে নিম্নের কোনটি পৃথক ?
[A] মোমবাতি শিল্প [B] বস্ত্র বয়ন শিল্প
[C] বেকারী শিল্প [D] প্রিন্টিং শিল্প
42. স্তম্ভ মিলিয়ে সঠিক ক্রমটি চিহ্নিত করুনঃ
স্তম্ভ-A স্তম্ভ-B
a. ঊর্বরক খনিজ : i. থেরিয়াম
b. পার্থিব খনিজ : ii. পটাশ
c. লৌহ বর্জিত খনিজ : iii. অ্যালুমিনিয়াম
d. জ্বালানি খনিজ : iv. চুনাপাথর
[A] a. – iii., b. – ii., c. – i., d. – iv. [B] a. – iv., b. – iii., c. – i., d. – iv.
[C] a. – ii., b. – iv., c. – iii., d. – i. [D] a. – iii., b. – ii., c. – iv., d. – i.
43. উৎপাদনের ভিত্তিতে বিদ্যুৎ শক্তি কয় প্রকারের ?
[A] দুই প্রকার [B] তিন প্রকার
[C] চার প্রকার [D] পাঁচ প্রকার
44. প্রজনন অপেক্ষক তত্ত্ব নিম্নের কোন ব্যক্তির জনসংখ্যা তত্ত্ব
[A] রবার্ট ম্যালথাস [B] কার সান্ডারস
[C] এরসেন ডুমন্ট [D] হার্বার্ট স্পেনসার
45. প্রাপ্তবয়স্ক শিক্ষার হারের ভিত্তিতে পৃথিবীর দেশগুলিকে কয় ভাগে বিভক্ত করা হয় ?
[A] দুই ভাগে [B] তিন ভাগে
[C] চার ভাগে [D] পাঁচ ভাগে
46. Gross Migration হলঃ
[A] Immigration X Emigration
[B] Immigration – Emigration
[C] Immigration ÷ Emigration
[D] Immigration + Emigration
47. ভারতের নগর বিবর্তনের প্রাথমিক পর্যায়ের অন্তর্গত নয় নিম্নের কোন নগর ?
[A] কুশিনাড়া [B] রোপার
[C] লোথাল [D] কোটদিজি
48. যদি কোন ব্যক্তি 365 দিনের (এক বছর) মধ্যে 183 দিন বা তার অধিক সময়কাল কোনরকমভাবে অর্থনৈতিক কার্যাবলীতে যুক্ত না থাকে তাহলে সে বেকারত্ব অবস্থার মধ্যে রয়েছে । ভারতের বেকারত্বের এই মানদন্ড নিম্নের কোন মানদন্ডের সাথে সম্পর্কিত ?
[A] Usual Principal Status Unemployment
[B] Usual Principal and Subsidiary Status Unemployment
[C] Current Weekly Status Unemployment
[D] Current Daily Status Unemployment
49. মানব সম্পদ বিকাশের ভিত্তিতে কোন মহাদেশ সবথেকে পিছিয়ে রয়েছে ?
[A] আফ্রিকা [B] এশিয়া
[C] অস্ট্রেলিয়া [D] দক্ষিণ আমেরিকা
50. ভারত মহাসাগরের প্রাচীনতম সামুদ্রিক তলদেশটি কোন সময় আবির্ভূত হয় ?
[A] প্রায় 100 মিলিয়ন বছর পূর্বে
[B] প্রায় 75 মিলিয়ন বছর পূর্বে
[C] প্রায় 150 মিলিয়ন বছর পূর্বে
[D] প্রায় 25 মিলিয়ন বছর পূর্বে
51. দক্ষিণ নিরক্ষীয় প্রশান্ত স্রোত উৎপন্ন হয়েছে –
[A] ফিলিপাইনস উপকূল থেকে
[B] পেরু-ইকুয়েডর উপকূল থেকে
[C] পানামা উপকূল থেকে
[D] তাইওয়ান উপকূল থেকে
52. শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনস্থলে সৃষ্ট মগ্নচড়াটি হলঃ
[A] লাথেভ ব্যাঙ্ক [B] ডগার্স ব্যাঙ্ক
[C] বাকভারো ব্যাঙ্ক [D] গ্রান্ড ব্যাঙ্ক
53. সমুদ্রস্রোতের সঙ্গে সমুদ্রজলের উষ্ণতার সম্পর্ক সমানুপাতিক, অর্থাৎ সমুদ্র স্রোত উষ্ণ হলে সমুদ্র জলও উষ্ণ হবে । এর ফলে ঘটা নিম্নের সঠিক ঘটনাটি চিহ্নিত করুন
[A] উপসাগরীয় স্রোতের প্রভাবে উঃ আমেরিকার পূর্ব উপকূল শীতল থাকে
[B] ল্যাব্রাডর স্রোতের প্রভাবে উঃ আমেরিকার উঃ-পূর্ব উপকূল শীতল থাকে
[C] কিউরাইল স্রোতের জন্য সাইবেরিয়ার পূর্ব উপকূল এর জল ভাগ শীতল প্রকৃতির হয়
[D] সবগুলি সঠিক
54. NIOT এর সম্পূর্ণ রূপটি হলঃ
[A] Notical Institute of Ocean Technology
[B] National Institute of Ocean Technology
[C] Nauru Institute of Ocean Technology
[D] Nuclear Institute of Ocean Technology
SLST Geography হোক বা PSC Geography প্রত্যেক ক্ষেত্রে সিলেবাস অনুযায়ী টপিক ধরে ধরে সম্পূর্ণ ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে প্রয়োজন অনুযায়ী নীচের লিঙ্কে ক্লিক করুন
Flat 30% Discount
55. সমুদ্র তলে অবস্থিত আগ্নেয়গিরি থেকে অতিরিক্ত পরিমাণে অগ্ন্যুত্পাতের ফলে প্রধান কোন লবণ সমুদ্রের জলে মেশে ?
[A] ক্লোরাইড এবং বিভিন্ন সালফেট [B] ক্লোরাইড এবং বিভিন্ন বাইকার্বনেট
[C] বাইকার্বনেট ও বিভিন্ন ব্রোমাইড [D] ক্লোরাইড এবং বিভিন্ন ব্রোমাইড
56. বিবৃতিমূলক স্কেলের অঙ্কন করার ক্ষেত্রে নিম্নের কোন তথ্যটি ভুল ?
[A] 1সেমি = 1 কিমি বা 1ইঞ্চি = 1 মাইল লেখা
[B] 1সেমি to 1 কিমি বা 1ইঞ্চি to 1 মাইল লেখা
[C] এই স্কেলে মানচিত্রের দূরত্বকে সেমি, ও ইঞ্চিতে এবং ভূভাগের দূরত্বকে কিমি, মাইলে উল্লেখ করা
[D] এই স্কেলে অঙ্ক কষা বা হিসাব করার মত কোনো ঝামেলা থাকেনা
57. রাশি বিজ্ঞানের ভারতীয় চর্চার অন্যতম মুখপত্র “সংখ্যা” নামক ত্রৈমাসিক জার্নালটি প্রথম প্রকাশিত হয় নিম্নের কোন সময় ?
[A] 1923 সালে [B] 1933 সালে
[C] 1943 সালে [D] 1963 সালে
58. ক্লাইমো গ্রাফ এ Kean বলতে বোঝায় –
[A] উত্তর-পশ্চিম অংশ [B] উত্তর-পূর্ব অংশ
[C] দক্ষিণ-পূর্ব অংশ [D] দক্ষিণ-পশ্চিম অংশ
59. বিশ্বের প্রথম বিজ্ঞান ভিত্তিক বিশ্ব মানচিত্র অঙ্কন করেন নিম্নের কোন ব্যক্তি ?
[A] মার্টিন ওয়ার্ল্ডসিম্যুলার [B] জেমস রেনেল
[C] আর্নল্ড ব্রাউন [D] দিয়েগো রিবেইরো
60. সৃজনী ভূগোলককে রৈখিক পরিমাপের জন্য ব্যবহৃত স্কেল হলঃ
[A] ক্ষেত্রমান বিশিষ্ট স্কেল [B] রৈখিক স্কেল
[C] কৌণিক স্কেল [D] সবগুলি
SLST Geography Practice Set-3, উত্তরমালা :
1. [C] জোসেফ ব্যারেল 1914 সালে, 2. [A] কোলা উপদ্বীপের গর্ত, 3. [B] i):Y), ii):X) এবং Z), 4. [D] দুটি বিলোম চ্যুতির মধ্যবর্তী স্থানে, 5. (C) ক্ষারকীয় শিলা (Basic Rock)- সিলিকার 45% এর বেশি, 6. [C] প্রাটের
7. [A] হুডু, 8. [B] নিরাপদ উপাদানের মান 1 বা 1 এর কম হয়, 9. [C] কিউবিক ফুট/সেকেন্ড, 10. [C] লিভাঁজস্কো পোলজে, 11. [A] উর্মিভং শুরু হয় জলের গড় গভীরতা ও তরঙ্গ উচ্চতা অসমান হলে, 12. [A] শিলার কাঠিন্য ও প্রবেশ্যতা,
13. [A] আয়নোস্ফিয়ার, 14. [B] হেনরী পিডিংটনের, 15. [A] ক্ষুদ্র তরঙ্গরূপে, 16. [D] নেদারল্যান্ড, 17. [D] Indo-Pacific Doldrum Zone, 18. [B] অলকস্তর মেঘের উপস্থিতিতে
19. [B] উচ্চ পার্বত্যাঞ্চলে, 20. [A] বেলে এঁটেল-দোঁয়াশ : পলি 0-28%, বালি 45-80%, কাদা 20-35%, 21. [A] পরস্পর, 22. [C] শুধুমাত্র বিবৃতি : i. ও বিবৃতি : iii. সঠিক, 23. [A] গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকাল আর্দ্র প্রকৃতির, 24. [C] স্কিমপার,
25. [B] শক্তি বর্জন, 26. [B] 1832 সালের ফেব্রুয়ারিতে, 27. [D] “Our Common Future” নামক প্রতিবেদনের প্রভাবে, 28. [B] IMO : লন্ডন, 29. [C] প্রতিসারী অভিযোজন, 30. [A] 1842 সালকে,
31. [D] আফগানিস্তান, 32. [A] গোয়া, দমন ও দিউ, 33. [B] 30° এর মতো, 34. [D] কৃষ্ণা নদী অববাহিকা, 35. [B] পার্বত্যাঞ্চলে, 36. [B] 2005 সালে, 37. [C] 15টি
38. [C] i), [B] ও [C] সবগুলি সঠিক, 39. [B] গ্রীনল্যান্ডের ক্রায়োলাইট, 50. [B] ভুটান, 41. [B] বস্ত্র বয়ন শিল্প, 42. [C] a. – ii., b. – iv., c. – iii., d. – i., 43. [A] দুই প্রকার
41. [D] হার্বার্ট স্পেনসার, 42. [D] পাঁচ ভাগে, 43. [D] Immigration + Emigration, 44. [A] কুশিনাড়া, 45. [A] Usual Principal Status Unemployment, 49. [A] আফ্রিকা,
59. [C] প্রায় 150 মিলিয়ন বছর পূর্বে, 51. [B] পেরু-ইকুয়েডর উপকূল থেকে, 52. [D] গ্রান্ড ব্যাঙ্ক, 53. [A] উপসাগরীয় স্রোতের প্রভাবে উঃ আমেরিকার পূর্ব উপকূল শীতল থাকে, 54. [B] National Institute of Ocean Technology, 55. [A] ক্লোরাইড এবং বিভিন্ন সালফেট,
SLST Geography হোক বা PSC Geography প্রত্যেক ক্ষেত্রে সিলেবাস অনুযায়ী টপিক ধরে ধরে সম্পূর্ণ ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে প্রয়োজন অনুযায়ী নীচের লিঙ্কে ক্লিক করুন
Flat 30% Discount
56. [A] 1সেমি = 1 কিমি বা 1ইঞ্চি = 1 মাইল লেখা, 57. [B] 1933 সালে, 58. [D] দক্ষিণ-পশ্চিম অংশ, 59. [D] দিয়েগো রিবেইরো, 60. [C] কৌণিক স্কেল,
SLST Geography Practice Set-3