WBSSC Group-C&D Physical Science-1
WBSSC Group-C&D Physical Science-1
দীর্ঘদিন পর WBSSC আয়োজন করতে চলেছে WBSSC Group-C&D এর পরীক্ষা । অষ্টম শ্রেণী ও মাধ্যমিক যোগ্যতার এই পরীক্ষায় বেশ কয়েক লক্ষ (20+) পরীক্ষার্থী অংশগ্রহণ করবে । আগামি কয়েক বছর আর হয়তো এরূপ পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রায় নেই । তাই প্রতিটি প্রতিযোগী এই পরীক্ষায় আপ্রাণ লড়াই করবে । তোমরা যারা একেবারেই সিরিয়াসভাবে প্রস্তুতি চালিয়ে যাবে তারাই টিকে থাকতে সক্ষম হবে । তোমাদের সাহায্যের জন্য আমরাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি । তার নমুনাস্বরূপ WBSSC Group-C&D Physical Science-1 নামক পোস্টে প্রশ্নোত্তরের মাধ্যমে 50টি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থিত করলাম । নিয়মিত আপডেট থাকতে আমাদের সঙ্গে থেকে প্রস্তুতি চালিয়ে যাও ।
Subject : Physical Science
Topic : Units & Methods of Measurement (পরিমাপের একক ও পদ্ধতি)
⟽ Previous Post : Group-D Syllabus
1. পরিমাপ বলতে কি বোঝায় ?
উঃ কোন বস্তু বা উপাদানকে অন্য কোন বস্তু বা উপাদানের চারিত্রিক বৈশিষ্টের সাথে সংখ্যাগত তুলনাকে পরিমাপ বলা যায় ।
2. পরিমাপের একক বলতে কি বোঝায় ?
উঃ কোন রাশির যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে ঐ রাশিটি ঐ প্রমাণ মানের কত গুণ বা অংশ তা মাপা হয় রাশির সেই মান কে পরিমাপের একক বলে ।
3. ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝায় ?
উঃ কোন ভৌত রাশির দৈর্ঘ, ভর ও সময়ের সাথে সম্পর্ককে বলা হয় ভৌত রাশির মাত্রা ।
4. প্রমাণ মিটারের সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ থাকে কেনো ?
উঃ যেহেতু উষ্ণতা পরিবর্তনে কঠিন পদার্থের দৈর্ঘ্য পরিবর্তিত হয় তাই কোন ধাতব দণ্ডের একটি বিশেষ দৈর্ঘ্য কে চিহ্নিত করার সময় সেটি কোন উষ্ণতায় করা হয়েছে তা উল্লেখ করতে হয় ।
5. লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি উষ্ণতার জলের উল্লেখ থাকে কেনো ?
উঃ 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক এবং এক কিলোগ্রাম বিশুদ্ধ জলের আয়তন কে এক লিটার ধরা হয় । এই বিষয়টিকে নির্ভুলভাবে বোঝতে লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি উষ্ণতার জলের উল্লেখ থাকে । এর কম বা বেশি উষ্ণতায় বিশুদ্ধ জলের আয়তন এক লিটার হয় না ।
6. পদার্থবিদ্যায় রাশি কয় প্রকার ও কিকি ?
উঃ দুই প্রকার; যথাঃ A. মৌলিক রাশি এবং B. লব্ধ রাশি।
7. মৌলিক রাশি কাদের বলে ?
উঃ যেসমস্ত রাশিকে প্রকাশ করতে অন্য কোন রাশির সাহায্য নেওয়া হয় না তাদের মৌলিক রাশি বলে । যেমনঃ ভর, দৈর্ঘ ও সময় ।
8. লব্ধ রাশি কাকে বলে ?
উঃ যেসব রাশি সমূহকে অন্য কোন ভৌত রাশির উপর ভিত্তি করে প্রকাশ করা হয় তাদের লব্ধ রাশি বলে । যেমনঃ ক্ষেত্রফল, দ্রুতি, ঘনত্ব ইত্যাদি।
9. ভৌত রাশি সাধারণত কয় প্রকার ও কিকি ?
উঃ ভৌত রাশি সাধারণত দুই প্রকার; যথাঃ A. স্কেলার রাশি ও B. ভেক্টর রাশি ।
10. যে ভৌতরাশির শুধু মান আছে,দিক বা অভিমুখ নেই, তাদের কী বলে ?
উঃ স্কেলার রাশি বলে; যেমনঃ ভর, দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন, ঘনত্ব, উষ্ণতা ইত্যাদি ।
11. যে ভৌতরাশির মান ও অভিমুখ আছে তাকে কী বলে?
উ: ভেক্টর রাশি বলে; যেমনঃ বেগ, ত্বরণ, বল, ওজন, ভরবেগ ইত্যাদি।
12. বল এর এস.আই একক ও সি.জি.এস এককের নাম কী?
উঃ যথাক্রমে নিউটন ও ডাইন।
13. উষ্ণতার S.I ও C.G.S. একক কী ?
উঃ যথাক্রমে কেলভিন ও সেলসিয়াস।
14. দীপন প্রাবল্য কীসের দ্বারা পরিমাপ করা হয় ?
উঃ S.I পদ্ধতিতে ক্যান্ডেলা দ্বারা ।
15. শক্তির S.I ও C.G.S. একক কী?
উঃ যথাক্রমে জুল ও আর্গ ।
16. সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত গড় দূরত্বকে কী বলে ?
উঃ 1 অ্যাসট্রোনোমিক্যাল ইউনিট ।
17. পদার্থের পরিমাণ পরিমাপক এককের নাম কী ?
উঃ মোল।
18. কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত ?
উঃ দ্রুতি ।
19. S.I পদ্ধতিতে তড়িৎ প্রবাহ এর একক কি ?
উঃ অ্যাম্পিয়ার
20. সাধারণ তুলাযন্ত্র এর সাহায্যে কি মাপা হয় ?
উঃ বস্তুর ভর ।
WBSSC Group-C & Group-D এর প্রস্তুতির জন্য এক্ষুনি আমাদের সাথে যুক্ত হতে নিচের লিঙ্কে ক্লিক করো
➣ Click Now : For Group-D Preparation
➣ Click Now : For Group-C Preparation
21. স্প্রিং তুলাযন্ত্র এর সাহায্যে কি মাপা হয় ?
উঃ বস্তুর ভার ।
22. তুলাযন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি ২০ গ্রামের বাটখারা থাকে ?
উঃ দুটি ।
23. আয়তনের S.I ও C.G.S একক কিকি ?
উঃ যথাক্রমে ঘনমিটার ও ঘন সেন্টিমিটার ।
24. S.I ও C.G.S পদ্ধিতে দৈর্ঘ এর একক কি ?
উঃ যথাক্রমে মিটার ও সেন্টিমিটার ।
25. এককবিহীন দুটি রাশির নাম – আপেক্ষিক গুরুত্ব এবং আণবিক গুরুত্ব।
➣ Click Now : For Upper Primary TET Study Materials
26. S.I ও C.G.S পদ্ধিতে ভরের একক কি ?
উঃ যথাক্রমে কিলোগ্রাম ও গ্রাম ।
27. হিরে বা সোনার ভর মাপতে ব্যাবহার করা হয় কোন একক ?
উঃ ক্যারাট (carat) একক।
28. তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি লব্ধ একক হলো- ভরবেগ; এস.আই পদ্ধিতে এর একক কী ?
উঃ কিলোগ্রাম-মিটার/সেকেন্ড।
29. সি.জি.এস. পদ্ধিতে বেগের একক – সেমি/সেকেন্ড।
30. কোন ভৌত রাশির S.I ও C.G.S. একক একই ?
উঃ সময়ের; এবং তা হলো সেকেণ্ড ।
31. রোধাঙ্কের SI ও CGS একক কি ?
উঃ যথাক্রমে ওহম-মিটার এবং ওহম-সেমিঃ ।
32. কোন কোন ভৌত রাশির SI একক নেই ?
উঃ তড়িৎ প্রবাহ এবং রোধ এর ।
33. কোন কোন ভৌত রাশির C.G.S একক নেই ?
উঃ বস্তুর পরিমাণ, আলোক দীপ্তি, চাপ তড়িতাধান এবং গাঢ়ত্ব এর ।
34. S.I পদ্ধতিতে কোণ ও ঘন কোণের এককগুলি কিকি ?
উঃ যথাক্রমে রেডিয়ান (rad) এবং স্টেরেডিয়ান (Si) ।
35. চাপের একক কি ?
উঃ পাস্কাল (S.I) ।
36. S.I পদ্ধতিতে দ্রুতির একক কি ?
উঃ মিটার/সেকেণ্ড ।
37. ত্বরণ এর S.I ও C.G.S. একক কি ?
উঃ যথাক্রমে মিটার/সেকেণ্ড2 এবং সেন্টিমিটার/ বর্গসেকেণ্ড ।
38. ক্ষমতার S.I ও C.G.S. একক কি ?
উঃ যথাক্রমে ওয়াট বা জুল/সেকেণ্ড এবং আর্গ/সেকেণ্ড।
39. 1 মিটার বলতে কি বোঝায় ?
উঃ প্যারিসের আন্তর্জাতিক “ওজন ও পরিমাপ কার্যালয়ে 0 ডিগ্রি তাপমাত্রায় রাখা প্লাটিনাম ও ইরিডিয়াম এর সংকর ধাতুনির্মিত দণ্ডের দুটি নির্দিষ্ট দাগের মধ্যবর্তী দূরত্বকে এক মিটার বলে ।
40. আধুনিক মতে 1 মিটার বলতে কি বোঝায় ?
উঃ শূন্য মাধ্যমে আলো এক সেকেণ্ডের 299792458 ভাগের এক ভাগ সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আধুনিক মতে 1 মিটার বলে ।
WBSSC Group-C & Group-D এর প্রস্তুতির জন্য এক্ষুনি আমাদের সাথে যুক্ত হতে নিচের লিঙ্কে ক্লিক করো
➣ Click Now : For Group-D Preparation
➣ Click Now : For Group-C Preparation
41. মহাজাগতিক দৈর্ঘ্য কোন এককে পরিমাপ করা হয় ?
উঃ আলোকবর্ষ এককে; এক আলোকবর্ষ = 9.46X1012 কিঃমিঃ (প্রায়) ।
42. S.I পদ্ধতিতে কয়টি একক রয়েছে ?
উঃ 22 টি ।
43. কোন সময়ে ম্যাট্রিক্স পদ্ধতির উদ্ভব ঘটে ?
উঃ 1791 সালে The French Academy of Sciences দ্বারা ।
44. কোন সময় Centimetre–Gram–Second (CGS) পদ্ধতির উদ্ভব ঘটে ?
উঃ 1874 সালে ।
45. সেকেণ্ড বলতে কি বোঝায় ?
উঃ গড় সৌর দিনের 86,400 ভাগের এক ভাগ সময়কে এক সেকেণ্ড বলে ।
46. S.I পদ্ধতিতে কয়টি ভিত্তি একক রয়েছে ?
উঃ 7 টি; যথাঃ দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, ভর পরিমাপের একক কিলোগ্রাম, সময় পরিমাপের একক সেকেণ্ড, বৈদুতিক প্রবাহের একক অ্যাম্পিয়ার, উষ্ণতা পরিমাপের একক কেলভিন প্রাবল্য তা পরিমাপের একক ক্যান্ডেলা এবং পদার্থে পরিমাপের একক মোল ।
47. কোন আলোচনায় মিটার এর সংজ্ঞা নির্ণীত হয় ?
উঃ 1983 সালে অনুষ্ঠিত 17 তম General Conference on Weights and Measures এ।
48. কোন সময় বিদ্যূত প্রবাহের একক অ্যাম্পিয়ার এর সংজ্ঞা নির্ধারিত হয় ?
উঃ 1948 সালের 9 তম General Conference on Weights and Measures এ ।
49. কোন সময় মোল এর সংজ্ঞা নির্ধারিত হয় ?
উঃ 1971 সালে 14 তম General Conference on Weights and Measures এ ।
50. কোন সময় ক্যান্ডেলার সংজ্ঞা নির্ধারিত হয় ?
উঃ 1979 সালে 16 তম General Conference on Weights and Measures এ । ➣ Next Post : ভারতের গুরুত্বপূর্ণ স্মৃতিবেদী
WBSSC Group-C & Group-D এর প্রস্তুতির জন্য এক্ষুনি আমাদের সাথে যুক্ত হতে নিচের লিঙ্কে ক্লিক করো
➣ Click Now : For Group-D Preparation
➣ Click Now : For Group-C Preparation
