WBSSC SLST Geography MCQ Set-I Part-I
WBSSC SLST Geography MCQ Set-I Part-I
সুযোগ এসেছে নিজেকে প্রমাণিত করার । সমাজের অবজ্ঞা দূরে ঠেলে নিজের যোগ্যতার মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করার । সুযোগ হাতছাড়া করা যাবে না । নিরন্তর প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দীর্ঘ দিনের অবজ্ঞা ও লাঞ্ছনার অবসান ঘটানোর এই সুযোগ হাতছাড়া করলে হয়তোবা অপেক্ষার আর শেষ হবে না । আপনার এই সংগ্রামে সাহায্য করবো আমরা । সেই উদ্দেশ্যে আরম্ভ করেছি SLST Geography MCQ Series, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উপস্থিত করা হবে । WBSSC SLST Geography MCQ Set-I Part-I এ থাকছে এরকম 45টি গুরুত্বপূর্ণ MCQ
SLST Geography MCQ Set-I; Part-I
⟽ SLST Geography Hons./Post Graduate Syllabus
1. নিম্নের কোন ব্যক্তি প্রথম ভূ-ত্বকের ঘনত্ব নির্ণয় করেন ?
[A] জন মিচেল [B] হেনরী কেভেণ্ডিস
[C] ফ্রান্সিস বেইলি [D] চার্লস হাটন
2. দুটি স্তরের মধ্যবর্তী সান্দ্রতার প্রভাবে গঠিত ভাঁজকে বলা হয় –
[A]. Buckle Folds [B]. Bending Folds
[C]. Passive Folds [D]. Vertical Fold
3. Dauki Fault ভারতের একটি গুরুত্বপূর্ণ চ্যুতি, এটি অবস্থিত –
[A] শিলং মালভূমির দক্ষিণ প্রান্তে
[B] শিলং মালভূমির উত্তর প্রান্তে
[C] ছোটনাগপুর মালভূমির দক্ষিণ প্রান্তে
[D] ছোটনাগপুর মালভূমির উত্তর প্রান্তে
4. খনিজ সম্পর্কিত প্রথম বোধগম্য পুস্তক হিসাবে আত্মপ্রকাশকারী পুস্তকটি হলঃ
[A] “The Final Disposition of some American Collections of Minerals”
[B] “The New IMA List of Minerals – A Work in Progress”
[C] “A System of Mineralogy”
[D] “Manual of Mineralogy”
5. নিম্নের উক্তির নিরিখে সঠিক উত্তর চয়ন করুন ।
i) পৃথিবীতে প্রচুর সংখ্যক খনিজের অস্তিত্ব খুঁজে পাওয়া গেলেও শিলাগঠনকারী খনিজের সংখ্যা সীমিত ।
ii) ভূপৃষ্ঠের শিলাগুলির প্রাথমিক খনিজের মধ্যে 92% খনিজ হিসাবে সিলিকেট গোত্রীয় খনিজ এবং সিলিকা খনিজের উপস্থিতি লক্ষ্য করা যায় ।
iii) শিলা গঠনকারী এই খনিজগুলি কার্বনেট গোত্রের অন্তর্ভুক্ত ।
[A] i) ভুল, ii ও iii) ঠিক ।
[B] i) ও ii) ঠিক, iii) ভুল
[C] শুধুমাত্র iii) ভুল
[D] i), ii) ও iii) সবগুলোই ঠিক ।
6. লা মন্ট ভূ-পর্যবেক্ষণ কেন্দ্রে নিম্নের কোন ব্যক্তির সাথে সম্পর্কিত ?
[A] মরগ্যান [B] পিঁচো
[C] ম্যাকেঞ্জি [D] উইলসন
7. সমস্থিতির ধারণার সূত্রপাত ঘটে –
[A] দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতে সমীক্ষা কালে [B] ইউরেশিয়ার ইউরাল পর্বতে সমীক্ষা কালে
[C] এশিয়ার হিমালয় পর্বতে সমীক্ষা কালে [D] মারিয়ানা খাতে পর্বতে সমীক্ষা কালে
8. “সিসমোলজি” শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী ?
[A] রবার্ট ম্যালট [B] এফ. রিখটার
[C] ওল্ডহ্যাম [D] এল. পালমিয়েরী
9. নিম্নের কোনটি অগ্ন্যুৎপাতজাত কঠিন পদার্থ নয় ?
[A] ট্রেফ্রা [B] ফিউমারোল
[C] স্কোরিয়া [D] পিমিস
10. Weathering (আবহবিকার) শব্দটি কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যবহার করেন?
[A] এইচ. জেনী [B] জি.কে. গিলবার্ট
[C] পেরি রাইশ [D] কেউ নন
11. সর্বপ্রথম পুঞ্জিত ক্ষয়ের ধারণা দেন নিম্নের কোন ভূবিজ্ঞানী ?
[A] স্টুয়ার্ট শার্প : 1925 [B] স্টুয়ার্ট শার্প : 1938
[C] জে.ওয়েল্যান্ড : 1934 [D] সি অ্যান্ডারসন : 1906
12. ‘Karst’ একটি জার্মান শব্দ, যার অর্থ হলঃ
[A] উদ্ভিদহীন প্রস্তরক্ষেত্র [B] উন্মুক্ত প্রস্তরক্ষেত্র
[C] সমতল প্রস্তরক্ষেত্র [D] বন্ধুর প্রস্তরক্ষেত্র
13. নদীর জলস্রোতের মধ্যে সৃষ্ট 1সেমি ব্যাসের বুদবুদ কত কেজি ওজনের হাতুড়ির মতো আঘাত করে ?
[A] 5 কেজি [B] 8 কেজি
[C] 10 কেজি [D] 18 কেজি
14. “Glacier” শব্দটি মূলভুত ভাবে দুটি ভাষার শব্দ থেকে গঠিত হয়েছে, নিম্নের কোন ভাষাজোড়দুটি এক্ষেত্রে সঠিক ?
[A] ফরাসি ও ল্যাটিন [B] ল্যাটিন ও জার্মান
[C] ফরাসি ও জার্মান [D] জার্মান ও ডাচ
15. বায়ু তার প্রবাহ পথে মূলতঃ কয়টি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়কার্য সম্পাদন করে ?
[A] দুটি [B] তিনটি
[C] চারটি [D] পাঁচটি
16. সাধারণত অগভীর সমুদ্রে বারবার আশা ক্ষুদ্র তরঙ্গকে বলা হয় –
[A] অভিকর্শীয় তরঙ্গ [B] সোয়াশ
[C] ক্যাপিলারি তরঙ্গ [D] অনুদৈর্ঘ্য তরঙ্গ
17. ‘The present is the key to the past’ ভূমিরূপ বিদ্যায় আলোড়ন সৃষ্টিকারী উক্তিটি হলঃ
[A] উইলিয়াম ডেভিসের [B] জন প্লেফেয়ারের
[C] চার্লস লেইলের [D] ওয়েসলি পাওয়েলের
18. Lithology বিষয়টি নিম্নের কোন বিষয়ের শাখা ?
[A] Morphology [B] Geology
[C] Hydrology [D] Techtonics
19. কত বছর পূর্বে পৃথিবীতে বিভিন্ন গ্যাসীয় উপাদানের মিশ্রণে বায়ুর উদ্ভব হয়েছিল?
[A] 1.5 বিলিয়ন বছর পূর্বে [B] 2.5 বিলিয়ন বছর পূর্বে
[C] 3.5 বিলিয়ন বছর পূর্বে [D] 4.5 বিলিয়ন বছর পূর্বে
20. ঘূর্ণবাতের ইংরেজি প্রতিশব্দ হল ‘Cyclone’, যার অর্থ হলঃ
[A] সাপের কুন্ডলী [B] বায়ুর কুন্ডলী
[C] চোঙ আকৃতির বায়ু স্রোত [D] বৃত্তাকার সংকীর্ণ বায়ুর স্রোত
21. ‘Green House Effect’ কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন –
[A] জোসেফ ফুরিয়ার 1824 সালে [B] ক্লদ পুইলেট 1827 সালে
[C] জনসন ফুরিয়ার 1827 সালে [D] জন তিণ্ডাল 1859 সালে
22. “জলবায়ু হলো আবহাওয়ার সমন্বয় এবং আবহাওয়া হলো জলবায়ু বিভিন্নতা” – উক্তিটি হলঃ
[A] টেলরের [B] ক্যানিংহ্যামের
[C] ক্রিচফিল্ডের [D] ফুরিয়ার এর
23. ভারতীয় উপমহাদ্বীপ ছাড়া নিম্নের কোন স্থানে মৌসুমী বায়ুপ্রবাহ দেখা যায় ?
[A] ফ্রান্স [B] ইথিওপিয়া
[C] জার্মানি [D] কানাডা
24. বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের প্রক্রিয়া কে শুরু করেন?
[A] নিউটন [B] টরিসেলি
[C] প্যাসকেল [D] গ্যালিলিও
25. নিম্নের কোন প্রক্রিয়াটি তাপের স্থানান্তর প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয় ?
[A] পরিবহন [B] পরিচলন
[C] বিকিরণ [D] শোষণ
আমরা আরম্ভ করেছি SLST Geography Online Coaching, যেখানে থাকছে প্রত্যেকটি টপিক ধরে ডিটেলস আলোচনা । আপনার প্রয়োজন অনুযায়ী আমাদের সাথে প্রস্তুতি নিতে এখুনি যুক্ত হোন –
26. বায়ু প্রবাহের প্রধান কারণ হলঃ
[A] পৃথিবীর আবর্তন গতি [B] দুটি স্থানের উষ্ণতার পার্থক্য
[C] দুটি পাশাপশি অঞ্চলের বায়ু চাপের পার্থক্য [D] সূর্যরশ্মির অপতন কোণের পার্থক্য
27. পাখির পালকের ন্যায় গঠন যুক্ত মেঘটি হলঃ
[A] অলক মেঘ [B] স্তরীভূত মেঘ
[C] স্তূপ মেঘ [D] বাদল মেঘ
28. মাটির মোট উপাদানের কত শতাংশ কঠিন উপাদান ?
[A] 20% [B] 25%
[C] 50% [D] 80%
29. মৃত্তিকা বিজ্ঞানে সাধরণভাবে কত গভীরতায় মৃত্তিকা পরিলেখ সমন্ধে অধ্যায়ন করা হয়
[A] 1-3 ফুট [B] 3-5 ফুট
[C] 2-4 ফুট [D] 5-7 ফুট
30. মৃত্তিকায় কত প্রকার গ্রথন দেখা যায়?
[A] 8 প্রকার [B] 10 প্রকার
[C] 12 প্রকার [D] 16 প্রকার
31. ‘ভূতাত্বিক ভিত্তিতে মাটিকে বিভক্ত করা সম্ভব’ আধুনিক কালে এই ধারণা প্রবর্তন করেন –
[A] ইউ [B] ফল্লৌ
[C] ডকুচাইভ [D] জেনি
32. আন্তঃআঞ্চলিক মাটির উপবর্গ ও শ্রেণীর সংখ্যা হলঃ
[A] 3টি ও 6টি [B] 3টি ও 12 টি
[C] 6টি ও 12টি [D] 6টি ও 22টি
33. USDA এর মৃত্তিকা শ্রেণীবিভাগের সর্বশেষ পরিমার্জন কবে করা হয়?
[A] 1953 সালে [B] 1960 সালে
[C] 1998 সালে [D] 2010 সালে
34. বিশ্বে মৃত্তিকা ক্ষয়ের গড় পরিমাণ কত ?
[A] 6 টন প্রতি হেক্টর জমিতে [B] 10 টন প্রতি হেক্টর জমিতে
[C] 12 টন প্রতি হেক্টর জমিতে [D] 16 টন প্রতি হেক্টর জমিতে
35. বর্তমানে কত সংখ্যক উদ্ভিদ প্রজাতির অস্তিত্ব শনাক্ত করা গেছে ?
[A] 1,000000 প্রজাতির [B] 1,50,000 প্রজাতির
[C] 2,50,000 প্রজাতির [D] 3,50,000 প্রজাতির
36. ক্রান্তীয় বৃষ্টি অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদের জন্য প্রয়োজনীয় স্বাভাবিক বার্ষিক গড় উষ্ণতা হলঃ
[A] 22℃ [B] 24℃
[C] 27℃ [D] 31℃
37. গ্রীক শব্দ “Oikos” এর অর্থ হলঃ
[A] “Home” [B] “Place”
[C] “Settlement” [D] “Region”
38. বর্তমান বৈজ্ঞানিক অর্থে “Energy” শব্দটি প্রথম ব্যবহার করেন –
[A] ব্রিটিশ বিজ্ঞানী James Joule
[B] ফরাসি বিজ্ঞানী Séguin
[C] আমেরিকান বিজ্ঞানী Benjamin Thompson
[D] ব্রিটিশ বিজ্ঞানী Thomas Young
39. সর্বপ্রথম খাদ্যশৃংখল সম্পর্কে ধারণা পোষণ করেন –
[A] আল জাহিজ [B] চার্লস এলটন
[C] পি. ওডাম [D] ই. কোহেন
40. “Biome” হল “Biological Home” এর সংক্ষিপ্ত রুপ । নিম্নের যে বিষয়টি Biome ধারণার বিকাশে সহায়ক নয় সেটি হলঃ
[A] Association [B] Formation
[C] Biocenose [D] Species
41. জৈব-ভূরাসায়নিক চক্রের অন্তর্ভুক্ত জীবের জীবন ধারণের জন্য অতি গুরুত্বপূর্ণ মৌলের সংখ্যা কয়টি ?
[A] চারটি [B] ছয়টি
[C] ষোলটি [D] চৌত্রিশটি
42. বাস্তুতন্ত্রের ব্যাখ্যায় সর্বপ্রথম ‘Environment’ শব্দটি নিম্নের কে ব্যবহার করেন ?
[A] গিসবার্ট [B] উয়েরকল
[C] আর্মস [D] কেলের
43. মানুষ-পরিবেশের নির্ভরতা সম্পর্কিত কয়টি দৃষ্টিভঙ্গি রয়েছে ?
[A] দুটি [B] তিনটি
[C] চারটি [D] পাঁচটি
44. UNEP এর Basel Convention অনুষ্ঠিত হয় –
[A] হেগ এ [B] ব্যাঙ্গালোরে
[C] সুইজারল্যান্ডে [D] ওকলাহোমাতে
SLST Geography Mock Test Series
➣ SSC SLST GEOGRAPHY MOCK TEST SERIES : IX-X
➣ SSC SLST GEOGRAPHY MOCK TEST SERIES : XI-XII
45. নিম্নের কোনটি পরিবেশ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলির অন্তর্ভুক্ত নয় ?
[A] বিকল্প পদ্ধতি গ্রহণ করে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কম করার প্রয়োজনীয় অনুসন্ধান [B] প্রাকৃতিক সম্পদ মনিটরিং সিস্টেম এবং গবেষণা প্রতিষ্ঠানের উন্নয়ন সাধন করা
[C] পরিবেশের উপর প্রাকৃতিক কার্যকলাপ গবেষণা করা [D] পরিবেশের প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার এড়াতে সীমা স্থাপন করা ➣ Next Part
⟽ Previous Post : PSC Geography MCQ
WBSSC SLST Geography MCQ Set-I Part-I উত্তর মালা :
1. [B] হেনরী কেভেণ্ডিস, 2. [A]. Buckle Folds, 3. [A] শিলং মালভূমির দক্ষিণ প্রান্তে, 4. [C] “A System of Mineralogy”, 5. [B] i) ও ii) ঠিক, iii) ভুল,
6. [B] পিঁচো, 7. [A] দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতে সমীক্ষা কালে, 8. [A] রবার্ট ম্যালট, 9. [B] ফিউমারোল,
10. [B] জি.কে. গিলবার্ট,
11. [B] স্টুয়ার্ট শার্প : 1938, 12. [B] উন্মুক্ত প্রস্তরক্ষেত্র, 13. [D] 18 কেজি, 14. [A] ফরাসি ও ল্যাটিন, 15. [B] তিনটি,
16. [C] ক্যাপিলারি তরঙ্গ, 17. [C] চার্লস লেইলের, 18. [B] Geology,
19. [B] 2.5 বিলিয়ন বছর পূর্বে, 20. [A] সাপের কুন্ডলী,
21. [A] জোসেফ ফুরিয়ার 1824 সালে, 22. [A] টেলরের, 23. [B] ইথিওপিয়া, 24. [B] টরিসেলি, 25. [D] শোষণ,
26. [C] দুটি পাশাপশি অঞ্চলের বায়ু চাপের পার্থক্য, 27. [A] অলক মেঘ, 28. [C] 50%, 29. [B] 3-5 ফুট, 30. [C] 12 প্রকার,
31. [C] ডকুচাইভ, 32. [B] 3টি ও 12 টি, 33. [C] 1998 সালে, 34. [D] 16 টন প্রতি হেক্টর জমিতে, 35. [D] 3,50,000 প্রজাতির,
36. [C] 27℃, 37. [C] 27℃, 38. [D] ব্রিটিশ বিজ্ঞানী Thomas Young, 39. [A] আল জাহিজ, 40. [D] Species,
41. [B] ছয়টি, 42. [B] উয়েরকল, 43. [B] তিনটি, 44. [C] সুইজারল্যান্ডে, 45. [C] পরিবেশের উপর প্রাকৃতিক কার্যকলাপ গবেষণা করা,
