SLST Geography

SLST Geography Practice Set-4 For Hons/PG

SLST Geography Practice Set-4 For Hons/PG

সুযোগ এসেছে নিজেকে প্রমাণিত করার । সমাজের অবজ্ঞা দূরে ঠেলে নিজের যোগ্যতার মানদণ্ডে নিজেকে প্রতিষ্ঠিত করার । সুযোগ হাতছাড়া করা যাবে না । নিরন্তর প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে দীর্ঘ দিনের অবজ্ঞা ও লাঞ্ছনার অবসান ঘটানোর এই সুযোগ হাতছাড়া করলে হয়তোবা অপেক্ষার আর শেষ হবে না । আপনার এই সংগ্রামে সাহায্য করবো আমরা । সেই উদ্দেশ্যে আরম্ভ করেছি SLST Geography Practice Set Series, যেখানে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এক একটি সেট উপস্থিত করা হবে । SLST Geography Practice Set-4 For Hons/PG এ থাকছে এরকম 60টি গুরুত্বপূর্ণ MCQ

➣ Join : Our Telegram Channel ☛ Bhugolika-Niryas


SLST Geography Practice Set-4 For Hons/PG

⟽ Previous Set

1. বিবৃতি ও কারণের স্বাপেক্ষে সঠিক বিকল্পটি চিহ্নিত করুনঃ
বিবৃতি [A] : 104 ডিগ্রির পর তরল মাধ্যমের উপস্থিতির জন্য S তরঙ্গ অদৃশ্য হয়ে যায় ।
কারণ (R) : S তরঙ্গ তরল মাধ্যমের মধ্যে চলাচল করতে পারায় ভূপৃষ্ঠের দিকে না বেঁকে তরল মাধ্যমের দিকে বেঁকে যায় ।
বিকল্প :
[A] বিবৃতি [A] সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় ।
[B] বিবৃতি [A] ও কারণ (R) উভয়ই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় ।
[C] বিবৃতি [A] ভুল কিন্তু কারণ (R) সঠিক ।
[D] বিবৃতি [A] ও কারণ (R) উভয়ই সঠিক আবার কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যাও ।

2. প্রবাহ ভাঁজ প্রক্রিয়া (Flow Folding) সম্পর্কে যে বক্তব্যটি সঠিক —
[A] এই প্রক্রিয়াতে ভাঁজের শীর্ষদেশ ও নিম্নদেশের পুরুত্ব কমে
[B] এই প্রক্রিয়াতে ভাঁজের বাহুদেশের পুরুত্ব বাড়ে
[C] এই প্রক্রিয়াতে ভাঁজের বাহুদেশ দৈর্ঘ্যে বাড়ে
[D] এই প্রক্রিয়াতে ভাঁজের বাহুদেশ দৈর্ঘ্যে কমে

3. কোনো চ্যুতিতে চ্যুতিতলের আয়াম (Strike) বলতে বোঝায় —
[A] চ্যুতিতলের উল্লম্ব বিচ্যুতি
[B] যে রেখা বরাবর চ্যুতিতল ও ভূপৃষ্ঠ পরস্পরকে ছেদ করে
[C] চ্যুতিতলের অনুভূমিক বিচ্যুতি
[D] যে রেখা বরাবর চ্যুতিতল ও অনুভূমিক তল পরস্পরকে ছেদ করে

4. নিঃসারী আগ্নেয় শিলা (Extrusive Igneous Rock) -এর উদাহরণ হল —
[A] ব্যাসল্ট, অবসিডিয়ান, পিউমিস, স্কোরিয়া
[B] ব্যাসল্ট, ডায়াবেস, পরফাইরি, ডায়োরাইট
[C] ব্যাসল্ট, গ্যাব্রো, পেরিডোটাইট, ডায়োরাইট
[D] ব্যাসল্ট, ডায়োরাইট, ডায়াবেস, গ্রানাইট

5. ফুটবলের শেপের মতো আকৃতিবিশিষ্ট সরোসিলিকেট গোত্রীয় খনিজটি হলঃ

[A] ফাইলোসিলিকেট [B] মেটাসিলিকেট
[C] সরোসিলিকেট [D] টেকটো সিলিকেট

6. “গতিশীল পাত ধারণা” (Moving-Plates Idea) উপস্থাপন করেন নিম্নের কোন ব্যক্তি ?
[A] আমেরিকান ভূতাত্ত্বিক সাইকস
[B] ব্রিটিশ ভূতাত্ত্বিক ম্যাকেঞ্জি
[C] কানাডিয়ান ভূতাত্ত্বিক তুজো উইলসন
[D] আমেরিকান ভূপদার্থবিজ্ঞানী পার্কার

7. শিলা লক্ষণ সম্পর্কিত তথ্যগুলির স্বাপেক্ষে সঠিক বিকল্প চিহ্নিত করুনঃ
তথ্য : I. রূপান্তরিত শিলার দ্বারা পৃথিবীর বর্তমান ভূপৃষ্ঠের প্রায় 15% অংশ গঠিত হয়েছে ।
তথ্য : II. পৃথিবীর অভ্যন্তরভাগের প্রায় 95% ভূমিরূপ গঠিত হয়েছে আগ্নেয় ও রুপান্তরিত শিলার প্রভাবে।
তথ্য : III. ভূগর্ভে মোট শিলার মাত্র 12% পাললিক শিলা ।
বিকল্প :
[A] তথ্য : I. ও তথ্য : II. সঠিক কিন্তু তথ্য : III. ভুল
[B] তথ্য : II. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : I. ভুল
[C] তথ্য : I. ও তথ্য : III. ভুল কিন্তু তথ্য : II. সঠিক
[D] তথ্য : I., তথ্য : II. ও তথ্য : III. সবগুলি সঠিক

8. যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়াতে বন্দুক থেকে গুলি ছোঁড়ার মতো শব্দ সৃষ্টি হয় —
[A] ক্ষুদ্রকণা বিশরণ [B] তুহিন খন্ডীকরণ
[C] প্রস্তরচাঁই বিচ্ছিন্নকরণ [D] শল্কমোচন

SLST Geography Model Practice Set 

IX-X : 20 Model Set : ➣ Click Now

XI-XII : 20 Model Set : ➣ Click Now

9. পুঞ্জিত ক্ষয়ের একটি ধীর প্রবাহের উদাহরণ হল —
[A] কর্দম প্রবাহ [B] মৃত্তিকা প্রবাহ
[C] মৃত্তিকা বিসর্পণ [D] ডেব্রিস প্রবাহ

10. একটি ঢালের চারটি মূল অংশ বা উপাদান হল —
[A] উত্তল ঢাল, মুক্ত ঢাল, যৌগিক ঢাল, অবতল ঢাল
[B] উত্তল ঢাল, মুক্ত ঢাল, ঋজুরেখ ঢাল, অবতল ঢাল
[C] উত্তল ঢাল, ভৃগু ঢাল, সুষম ঢাল, যৌগিক ঢাল
[D] উত্তল ঢাল, ঋজুরেখা ঢাল, যৌগিক ঢাল, অবতল ঢাল

11. নিম্নের কোন নামটি জল চক্র ধারণার সাথে সম্পর্কিত নয় ?
[A] পিয়েরে পেরল্ট [B] এডমে ম্যারিওট
[C] এডুয়ার্ড ব্রুকনার [D] হারবার্ট লোইস

12. Vados Water বলা হয় –
[A] পৃষ্ঠপ্রবাহের জলকে [B] অভ্যন্তরস্থ প্রবাহের জলকে
[C] উপ-পৃষ্ঠ প্রবাহের জলকে [D] ভিত্তি প্রবাহের জলকে

13. “All history must be treated geographically and all geography must be treated historically.” উক্তিটি নিম্নের কোন ধারণাকে জন্ম দেয় ?
[A] সম্ভাবনাবাদ [B] নিয়ন্ত্রণবাদ
[C] পরিবেশবাদ [D] আঞ্চলিকতাবাদ

14. ভূগোলের চিন্তাধারায় মাত্রিক বিপ্লব সম্পর্কে নিম্নের তথ্যগুলি থাকে সঠিক বিকল্প নির্বাচন করুনঃ
তথ্য : I. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মাত্রিক বিপ্লবের সূচনা হয় ।
তথ্য : II. ‘Quantitative Revolution’ শব্দটি প্রথম ব্যবহার করেন প্রেস্টন জেমস।
তথ্য : III. মাত্রিক বিপ্লবের ফলে ব্যখ্যামূলক ও অভিজ্ঞতাবাদী পদ্ধতি উপেক্ষিত হয় ।
বিকল্প :
[A] তথ্য : I. ও তথ্য : II. সঠিক কিন্তু তথ্য : III. ভুল
[B] তথ্য : II. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : I. ভুল
[C] তথ্য : I. সঠিক কিন্তু তথ্য : III. ও তথ্য : II. ভুল
[D] তথ্য : I., তথ্য : II. ও তথ্য : III. সবগুলি সঠিক

15. ভূগোলে “Radical” শব্দটি প্রথম ব্যবহার হয় –
[A] 1920 দশকে [B] 1962 সালে
[C] 1969 সালে [D] 1972 সালে

16. গঠনবাদের প্রধান প্রবক্তা হিসাবে বিবেচনা করা হয় –
[A] ডেভিড হার্ভে ও ডেরেক গ্রেগোরী কে
[B] ডেরেক গ্রেগোরী ও ক্লদ লেভি স্ট্রাউস কে
[C] ক্লদ লেভি স্ট্রাউস ও মনোবিজ্ঞানী জাঁ পিয়াগেট কে
[D] মনোবিজ্ঞানী জাঁ পিয়াগেট ও ডেভিড হার্ভে কে
17. ভূগোলে আঞ্চলিক ধারণার সূচনা হয় অষ্টাদশ শতাব্দির মাঝামাঝি সময়ে __________________।
[A] আমেরিকা অঞ্চলে [B] সোভিয়েত রাশিয়ায়
[C] উঃ-পশ্চিম ইউরোপে [D] জার্মানিতে

18. ভূগোলে কল্যাণমূলক ধারণার প্রধান আলোচ্য বিষয় হলঃ
[A] সামাজিক উপকরণগুলি কীভাবে বন্টিত তা পর্যবেক্ষণ করা
[B] সমাজে আয়ের বন্টনে সাম্য আছে কী না তা পর্যবেক্ষণ করা
[C] অসম বন্টনের কারণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তার ভিত্তিতে সমস্যাগুলি চিহ্নিত করা
[D] প্রাথমিকভাবে [A] ও [B] উভয়ই সঠিক, কিন্তু [C] যাথার্থ্য নয়

19. পৃথিবীর গড় বায়ুমণ্ডলীয় চাপ কত?
[A] 101.3 কিমি পাস্কল [B] 103.1 কিমি পাস্কল
[C] 105.5 কিমি পাস্কল [D] 99.9 কিমি পাস্কল

20. শিশিরাঙ্ক শব্দটি নিম্নের কোন বিষয়টির সংজ্ঞাতে যুক্ত ?
[A] কুয়াশা [B] শিশির
[C] উভয়ই [D] কোনোটাই নয়

21. কোন বায়ুচাপ বলয়ে মেরু জেট বায়ু প্রবাহিত হয়?
[A] নিরক্ষীয় নিম্নচাপ বলয় [B] উপক্রান্তীয় উচ্চচাপ বলয়
[C] মেরুবৃত্ত নিম্নচাপ বলয় [D] মেরু উচ্চচাপ বলয়

22. বৈপরীত্য উত্তাপকে মূলতঃ কয় ভাগে ভাগ করা যায় ?
[A] দুই ভাগে [B] তিন ভাগে
[C] চার ভাগে [D] ছয় ভাগে

23. সূর্যের বিকিরণ বলয় অবস্থিত –
[A] সূর্যের প্রায় 25% অংশ জুড়ে
[B] সূর্যের প্রায় 35% অংশ জুড়ে
[C] সূর্যের প্রায় 45% অংশ জুড়ে
[D] সূর্যের প্রায় 70% অংশ জুড়ে

24. আয়ন বায়ু সম্পর্কে সঠিক বিবৃতিটি চিহ্নিত করুনঃ
বিবৃতি : i. প্রবাহের দিকের ভিত্তিতে আয়ন বায়ুকে দুই ভাগে ভাগ করা যায়
বিবৃতি : ii. উঃ-পূর্ব আয়ন বায়ু ঘণ্টায় 22.4 কিঃমিঃ বেগে প্রবাহিত হয়
বিবৃতি : iii. দঃ-পূর্ব আয়ন বায়ু ঘণ্টায় 16 কিঃমিঃ বেগে প্রবাহিত হয়
[A] শুধুমাত্র বিবৃতি : i. সঠিক
[B] বিবৃতি : i. ও বিবৃতি : ii. সঠিক
[C] বিবৃতি : i., বিবৃতি : ii. ও বিবৃতি : iii. সঠিক
[D] বিবৃতি : i., বিবৃতি : ii. ও বিবৃতি : iii. ভুল

25. মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলা বা জনক শিলার প্রভাব হিসেবে নিম্নের কোন তথ্যটি সঠিক নয় ?
[A] বেলেপাথার, গ্রানাইট, কোয়ার্টজাইট আদি শিলা থেকে সৃষ্ট মাটির গ্রথন স্থূল হয় এবং প্রবেশ্যতা ও জলধারণ ক্ষমতা কম হয়
[B] আদি শিলায় কোয়ার্টজ কণা বেশি থাকলে মৃত্তিকা ধূসর বা সাদা বর্ণের হয়
[C] চুনাপাথর ও মার্বেল থেকে গ্লেই মৃত্তিকা সৃষ্টি হয়
[D] ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ আদি শিলা (ব্যাসল্ট,সার্পেন্টাইন) থেকে ক্ষারধর্মী মাটি সৃষ্টি হয়

26. বাক্যের অংশগুলির স্বাপেক্ষে সঠিক বিকল্প চিহ্নিত করুনঃ
বাক্যাংশ : i. মৃত্তিকা কণার আয়তন অনুসারে মৃত্তিকার গ্ৰথন 8 প্রকার, বাক্যাংশ : ii. মৃত্তিকার গ্রথন সূক্ষ্ম বা হালকা হলে সহজেই জল চলাচল করতে পারে । বাক্যাংশ : iii. উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে মৃত্তিকার গ্রথন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
[A] বাক্যাংশ : i. ও বাক্যাংশ : ii. সঠিক কিন্তু বাক্যাংশ : iii. ভুল
[B] বাক্যাংশ : ii. ও বাক্যাংশ : iii. সঠিক কিন্তু বাক্যাংশ : i. ভুল
[C] বাক্যাংশ : ii. ও বাক্যাংশ : iii. ভুল কিন্তু বাক্যাংশ : i. সঠিক
[D] বাক্যাংশ : i. ও বাক্যাংশ : iii. ভুল কিন্তু বাক্যাংশ : ii. সঠিক

27. প্রমুখ স্তর (Master Horizon) বলতে বোঝায় –
[A] অধিকাংশ মৃত্তিকার পরিলেখে অবস্থিত সাধারণ স্তরগুলিকে
[B] অধিকাংশ মৃত্তিকার পরিলেখে অবস্থিত উপরের স্তরগুলিকে
[C] অধিকাংশ মৃত্তিকার পরিলেখে অবস্থিত নিম্নের স্তরগুলিকে
[D] অধিকাংশ মৃত্তিকার পরিলেখে অবস্থিত A, B, C ও D স্তরগুলিকে

28. ডাফ (Duff) হলঃ
[A] জৈব অম্লসমৃদ্ধ রেগোলিথ স্তর [B] ক্যালসিয়াম সমৃদ্ধ কালো বর্ণের মৃত্তিকা স্তর
[C] লোয়েস বা চুনময় অবক্ষেপ যুক্ত জৈব স্তর [D] জৈব অম্লসমৃদ্ধ হিউমাস স্তর

29. অনাঞ্চলিক বা বহিরাঞ্চলিক মাটির কয়টি গোষ্ঠী রয়েছে ?
[A] দুটি [B] তিনটি
[C] চারটি [D] পাঁচটি

30. Lay Farming বিষয়টি জড়িত নিম্নের কোন বিষয়ের সাথে ?
[A] পশুপালনের সাথে [B] খাদ্য শষ্য উৎপাদনের সাথে
[C] পশম উৎপাদনের সাথে [D] মৃত্তিকা সংরক্ষণের সাথে

SLST Geography Model Practice Set 

IX-X : 20 Model Set : ➣ Click Now

XI-XII : 20 Model Set : ➣ Click Now

SLST Geography Practice Set-4 For Hons/PG

31. বাস্তুতন্ত্রের উপাদানগুলিকে প্রধান কয়ভাগে বিভক্ত করা যায় ?
[A] দুই ভাগে [B] তিন ভাগে
[C] চার ভাগে [D] পাঁচ ভাগে

32. সর্বপ্রথম “Photosynthesis” শব্দটি ব্যবহার করেন –
[A] Charles Cunning Barnes
[B] August Friedrich Thienemann
[C] August Luis Thienemann
[D] Charles Reid Barnes

33. “Eltonian Pyramid” বলা হয় নিম্নের কোন পিরামিডকে ?
[A] সংখ্যার পিরামিডকে [B] জীবভরের পিরামিডকে
[C] শক্তির পিরামিডকে [D] খাদ্য সুরক্ষার পিরামিডকে

34. বব পেইন কয় প্রকার খাদ্য জালের উল্লেখ করেন ?
[A] দুই প্রকার [B] তিন প্রকার
[C] চার প্রকার [D] পাঁচ প্রকার

35. বোরিয়াল অরণ্য জীবভূমি দেখা যায় না –
[A] উঃ আমেরিকা মহাদেশে
[B] এশিয়া মহাদেশে
[C] ইউরোপ মহাদেশে
[D] অস্ট্রেলিয়া মহাদেশে

36. জৈব-ভূরাসায়নিক চক্রের অজৈব দশার মাধ্যম হিসাবে বিবেচিত হয় না –
[A] জল [B] মাটি
[C] বায়ু [D] জীবদেহ

37. নিম্নের স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করুনঃ
স্তম্ভ : I স্তম্ভ : II
[অর্থনীতিবিদ] [গ্রন্থ]
a. জিম্মারম্যান i. “Natural resources: Allocation, economics and policy”
b. ফ্রিডরিখ আগস্ট হায়েক ii. “World resources and industries”
c. জুলিয়ান লিংকন সাইমন iii. “The Pure Theory of Capital”
d. জুডিথ অ্যান রিস iv. “The Ultimate Resource”
[A] a.-ii., b.-iii., c.-iv., d.-i., [B] a.-iv., b.-iii., c.-i., d.-ii.,
[C] a.-iii., b.-i., c.-iv., d.-ii., [D] a.-iii., b.-ii., c.-iv., d.-i.,

38. সম্পদ সৃষ্টিতে প্রকৃতির ভূমিকাজনিত তথ্যগুলো পড়ে তা নিম্নের বিকল্পসমূহঃ থেকে সঠিক বিকল্প নির্বাচন করুনঃ
তথ্য : I. প্রাকৃতিক অবস্থা সম্পদ সৃষ্টির প্রেরণা আবার প্রাকৃতিক পরিবেশ সম্পদের প্রাথমিক ভান্ডার
তথ্য : II. জিমারম্যানের মতে (1951) প্রকৃতির সাহায্য, নির্দেশ ও সম্মতি নিয়েই সম্পদের সৃষ্টি হয়
তথ্য : III. প্রকৃতি সম্পদের প্রাথমিক ভান্ডার হলেও সম্পদ সৃষ্টিতে আপাতবিরোধী স্বভাবের ভূমিকা গ্রহণ করে
বিকল্প :
[A] তথ্য : I. ও তথ্য : II. সঠিক কিন্তু তথ্য : III. ভুল
[B] তথ্য : II. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : I. ভুল
[C] তথ্য : I. ও তথ্য : III. সঠিক কিন্তু তথ্য : II. ভুল
[D] তথ্য : I., তথ্য : II. ও তথ্য : III. সবগুলি সঠিক

39. ক্রায়োলাইট প্রথম আবিষ্কার হয় –
[A] গ্রীনল্যান্ডের ইভিট্টুট অঞ্চল থেকে
[B] গ্রীনল্যান্ডের মুরমানস্ক ওব্লাস্ট অঞ্চল থেকে
[C] কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিল থেকে
[D] স্থানের নাম অজ্ঞাত

40. প্রযুক্তি ধারণার তিনটি পর্যায় রয়েছে, নিম্নের কোনটি এই তিন পর্যায়ের অন্তর্ভুক্ত নয় ?
[A] উদ্ভাবন (Invention) [B] নব্য প্রবর্তন (Innovation)
[C] বিক্ষেপন (Diffusion) [D] অধিগ্রহণ (Adoption)

41. কোন দ্রব্য মূলধন হিসাবে ব্যবহার হবে কী না তা নির্ভরশীল –
[A] ঐ দ্রব্যের প্রয়োজনীয়তার উপর
[B] ঐ দ্রব্যের উৎপাদনের উপর
[C] ঐ দ্রব্যের পরিবেশবান্ধবতার উপর
[D] ঐ দ্রব্যের ব্যবহারের উপর

42. “সমাজ বিজ্ঞানের রানী” বলা হয়
[A] অর্থনীতিকে [B] সম্পদ শাস্ত্রকে
[C] ভূগোলকে [D] কোনটিকেই নয়

43. পৃথিবীর জনসংখ্যা দ্বিতীয়বার দ্বিগুণ হয় –
[A] 33 বছরের মাথায় [B] 15 বছরের মাথায়
[C] 123 বছরের মাথায় [D] 48 বছরের মাথায়

44. 2025 সালের হিসাবে তৃতীয় জনসংখ্যাযুক্ত দেশটি হলঃ
[A] বাংলাদেশ [B] পাকিস্তান
[C] মার্কিনযুক্তরাষ্ট্র [D] ব্রাজিল

45. জনসংখ্যা বৃদ্ধিকে প্রধান কয় প্রকারে শ্রেণীবদ্ধ করা যায় ?
[A] দুই প্রকারে [B] তিন প্রকারে
[C] চার প্রকারে [D] পাঁচ প্রকারে

46. ‘মানুষের জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিকভাবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিকভাবে’, উক্তিটি হলঃ
[A] আমেরিকান সমাজবিজ্ঞানী থম্পসনের
[B] বৃটিশ অর্থনীতিবিদ ম্যালথাসের
[C] ব্রিটিশ অর্থনীতিবিদ ক্যানানের
[D] সুইডিশ অর্থনীতিবিদ উইকসেলের

47. জনসংখ্যা পিরামিডের ভূমি অক্ষে দেখানো হয় –
[A] বয়সের শ্রেণীবিভাগ [B] জনসংখ্যা বৃদ্ধি হার
[C] সময়কাল [D] স্ত্রী-পুরুষ সংখ্যা

SLST Geography হোক বা PSC Geography প্রত্যেক ক্ষেত্রে সিলেবাস অনুযায়ী টপিক ধরে ধরে সম্পূর্ণ ডিটেলস আলোচনাভিত্তিক স্টাডি ম্যাটেরিয়ালস পেতে প্রয়োজন অনুযায়ী নীচের লিঙ্কে ক্লিক করুন

➣ SLST Geography : IX-X

➣ SLST Geography : XI-XII

➮ PSC Geo Study Materials

48. ভারতের মানব সম্পদ বিকাশে Ministry of H.R.D. কখন কার্য আরম্ভ করে ?
[A] 1960 সালে [B] 1973 সালে
[C] 1985 সালে [D] 1993 সালে

49. গাঙ্গেয় সমভূমি অঞ্চলের উত্তর-দক্ষিণে বিস্তার –
[A] 330-580 কিঃমিঃ [B] 150-200 কিঃমিঃ
[C] 300-400 কিঃমিঃ [D] 430-725 কিঃমিঃ

50. ভারতের উপকূলীয় সমভূমি অঞ্চলকে প্রধান কয় ভাগে ভাগ করা যায় ?
[A] দুই ভাগে [B] তিন ভাগে
[C] চার ভাগে [D] পাঁচ ভাগে

51. সিন্ধু নদী তন্ত্রে সিন্ধুর বাম দিকের দ্বিতীয় দীর্ঘতম উপনদী হলঃ
[A] চেনাব [B] ইরাবতী
[C] সতদ্রু [D] বিপাশা

52. উপদ্বীপীয় নদী বিন্যাসতন্ত্রের পশ্চিম বাহিনী কিন্তু আরব সাগরে পতিত হয়নি এরকম নদীটি হলঃ
[A] ঘগ্গর নদী [B] মাহি নদী
[C] সবরমতি [D] তাপ্তি নদী

53. বিশ্বের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল মৌসিনরামে এক বছরে সর্বাধিক বৃষ্টিপাতের নজির হিসাবে 26,000 মিলিমিটার বৃষ্টিপাত হয় নিম্নের কোন বছর ?
[A] 1971 সালে [B] 1974 সালে
[C] 1985 সালে [D] 2002 সালে

54. ভারতের পশ্চিম মৃত্তিকা অঞ্চলে নিম্নের কোন গোত্রের মৃত্তিকা দেখা যায় না ?
[A] মলিসোল গোত্রের [B] এন্টিসোল গোত্রের
[C] এরিডিসোল গোত্রের [D] ইনসেপটিসোল গোত্রের

55. রেখচিত্রিক স্কেল কয় প্রকারের হয়ে থাকে ?
[A] দুই প্রকারের [B] তিন প্রকারের
[C] চার প্রকারের [D] পাঁচ প্রকারের

56. ভুল জোড়টি চিহ্নিত করুনঃ
[A] শ্রেণী সীমা : রাশি বিজ্ঞানে বৃহৎ পরিসংখ্যানের নির্দিষ্ট দুই প্রান্তীয় পার্থক্য যুক্ত বিভাগ
[B] শ্রেণী ব্যবধান : পরিসংখ্যান বিভাজনে কোন রাশিতথ্যের পরিধি বা ব্যপ্তি নির্দেশকারী দুটি সংখ্যা
[C] চলক : কোন একটি বিষয় সমন্ধে প্রাপ্ত তথ্যকে সংক্ষিপ্ত করার জন্য নির্দিষ্ট পার্থক্য বিশিষ্ট কতকগুলি ভাগ
[D] শ্রেণী সীমানা : রাশি বিজ্ঞানে বৃহৎ পরিসংখ্যানের একই নির্দিষ্ট প্রান্তীয় পার্থক্য যুক্ত বিভাগ

57. ভারতের প্রথম জাতীয় মানচিত্র (National Atlas of India) ভারত : রাষ্ট্রীয় এটলাস (Bharat: Rastriya Atlas) অঙ্কিত হয় –
[A] 26 টি রং ও 1:5 মিলিয়ন স্কেলে
[B] 15 টি রং ও 1:25 মিলিয়ন স্কেলে
[C] 26 টি রং ও 1:1 মিলিয়ন স্কেলে
[D] 26 টি রং ও 1:25 মিলিয়ন স্কেলে

58. নিম্নের স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি চিহ্নিত করুনঃ
স্তম্ভ : I স্তম্ভ : II
a. ভারতে ‘Open Series Map’ এর সূচনা i. 2006 সালে
b. ভারতে নতুন করে Datum Line এর কাজ প্রারম্ভ ii. 1935 সালে
c. মানচিত্রে প্রথম Transeet Chart এর সফল প্রয়োগ iii. 2005 সালে
d. স্থানীয় ভূবৈচিত্র সূচক মানচিত্রে ভূমিরূপের আপেক্ষিক উচ্চতা নির্ণয়ের সূত্র প্রবর্তন iv. 1933 সালে
বিকল্প সমূহঃ
[A] a.-ii., b.-iiii., c.-iv., d.-i.,
[B] a.-iv., b.-iii., c.-i., d.-ii.,
[C] a.-iii., b.-i., c.-iv., d.-ii.,
[D] a.-iii., b.-ii., c.-iv., d.-i.,

59. নিম্নের ভুল জোড়টি চিহ্নিত করুনঃ
[A] প্রাকৃতিক বিষয় মূলক মানচিত্র : জ্যোতিষ্ক মানচিত্র
[B] প্রাকৃতিক বিষয় মূলক মানচিত্র : ভূমি ব্যবহার মানচিত্র
[C] প্রাকৃতিক বিষয় মূলক মানচিত্র : জলবায়ু মানচিত্র
[D] প্রাকৃতিক বিষয় মূলক মানচিত্র : বন্ধুরতা মানচিত্র

60. অভিক্ষেপে অক্ষরেখা ও দ্রাঘিমারেখা বা অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দ্বারা সৃষ্ট একক বর্গ ক্ষেত্রকে বলা হয় –
[A] গ্রটিকুল [B] গোর
[C] গ্রিড [D] রাম্ব

SLST Geography Model Practice Set 

IX-X : 20 Model Set : ➣ Click Now

XI-XII : 20 Model Set : ➣ Click Now

SLST Geography Practice Set-4 For Hons/PG উত্তর মালা :

1. [A] বিবৃতি [A] সঠিক কিন্তু কারণ (R) বিবৃতির সঠিক ব্যখ্যা নয় , 2. [C] এই প্রক্রিয়াতে ভাঁজের বাহুদেশ দৈর্ঘ্যে বাড়ে, 3. [D] যে রেখা বরাবর চ্যুতিতল ও অনুভূমিক তল পরস্পরকে ছেদ করে, 4. [A] ব্যাসল্ট, অবসিডিয়ান, পিউমিস, স্কোরিয়া, 5. [D] টেকটো সিলিকেট, 6. [C] কানাডিয়ান ভূতাত্ত্বিক তুজো উইলসন,

7. [C] তথ্য : I. ও তথ্য : III. ভুল কিন্তু তথ্য : II. সঠিক, 8. [A] ক্ষুদ্রকণা বিশরণ, 9. [C] মৃত্তিকা বিসর্পণ, 10. [B] উত্তল ঢাল, মুক্ত ঢাল, ঋজুরেখ ঢাল, অবতল ঢাল, 11. [D] হারবার্ট লোইস, 12. [D] ভিত্তি প্রবাহের জলকে,

13. [B] নিয়ন্ত্রণবাদ, 14. [C] তথ্য : I. সঠিক কিন্তু তথ্য : III. ও তথ্য : II. ভুল, 15. [C] 1969 সালে, 16. [C] ক্লদ লেভি স্ট্রাউস ও মনোবিজ্ঞানী জাঁ পিয়াগেট কে, 17. [C] উঃ-পশ্চিম ইউরোপে, 18. [D] প্রাথমিকভাবে [A] ও [B] উভয়ই সঠিক, কিন্তু [C] যাথার্থ্য নয়,
19. [A] 101.3 কিমি পাস্কল, 20. [A] কুয়াশা, 21. [C] মেরুবৃত্ত নিম্নচাপ বলয়, 22. [C] চার ভাগে, 23. [C] সূর্যের প্রায় 45% অংশ জুড়ে, 24. [A] শুধুমাত্র বিবৃতি : i. সঠিক,
25. [C] চুনাপাথর ও মার্বেল থেকে গ্লেই মৃত্তিকা সৃষ্টি হয়, 26. [B] বাক্যাংশ : ii. ও বাক্যাংশ : iii. সঠিক কিন্তু বাক্যাংশ : i. ভুল, 27. [A] অধিকাংশ মৃত্তিকার পরিলেখে অবস্থিত সাধারণ স্তরগুলিকে, 28. [D] জৈব অম্লসমৃদ্ধ হিউমাস স্তর, 29. [B] তিনটি, 30. [D] মৃত্তিকা সংরক্ষণের সাথে,

31. [A] দুই ভাগে, 32. [D] Charles Reid Barnes, 33. [A] সংখ্যার পিরামিডকে, 34. [B] তিন প্রকার, 35. [D] অস্ট্রেলিয়া মহাদেশে, 36. [D] জীবদেহ,

37. [A] a.-ii., b.-iii., c.-iv., d.-i., 38. [D] তথ্য : I., তথ্য : II. ও তথ্য : III. সবগুলি সঠিক, 39. [A] গ্রীনল্যান্ডের ইভিট্টুট অঞ্চল থেকে, 40. [D] অধিগ্রহণ (Adoption), 41. [D] ঐ দ্রব্যের ব্যবহারের উপর, 42. [B] সম্পদ শাস্ত্রকে,
43. [C] 123 বছরের মাথায়, 44. [C] মার্কিনযুক্তরাষ্ট্র, 45. [B] তিন প্রকারে, 46. [B] বৃটিশ অর্থনীতিবিদ ম্যালথাসের, 47. [D] স্ত্রী-পুরুষ সংখ্যা, 48. [C] 1985 সালে,

49. [A] 330-580 কিঃমিঃ, 50. [B] তিন ভাগে, 51. [A], 52. [A] ঘগ্গর নদী, 53. [C] 1985 সালে, 54. [A] মলিসোল গোত্রের,

55. [C] চার প্রকারের, 56. [C] চলক : কোন একটি বিষয় সমন্ধে প্রাপ্ত তথ্যকে সংক্ষিপ্ত করার জন্য নির্দিষ্ট পার্থক্য বিশিষ্ট কতকগুলি ভাগ, 57. [A] 26 টি রং ও 1:5 মিলিয়ন স্কেলে, 58. [C] a.-iii., b.-i., c.-iv., d.-ii., 59. [B] প্রাকৃতিক বিষয় মূলক মানচিত্র : ভূমি ব্যবহার মানচিত্র, 60. [C] গ্রিড,

SLST Geography Model Practice Set 

IX-X : 20 Model Set : ➣ Click Now

XI-XII : 20 Model Set : ➣ Click Now

⟽ Previous IX-X Set

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page