Competitive Exam. Niryas

WBSSC Group-C Syllabus 2025

WBSSC Group-C Syllabus 2025, Exam Pattern & Syllabus  

দীর্ঘ প্রায় 6-7 বছর পর পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) গ্রুপ সি পরীক্ষা (WBSSC Group-C Exam. 2025) পরিচালনা করতে চলেছে, যার মাধ্যমে কেরানি পদের (Clerk Post) জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে । পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের WBSSC গ্রুপ সি সিলেবাস 2025 এবং পরীক্ষার ধরণ সম্পর্কে জানতে নিম্নলিখিত নিবন্ধটি পড়তে অনুরোধ করা হল । পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে প্রার্থীদের স্পষ্টতা এবং দিকনির্দেশনা প্রদানের ক্ষেত্রে সিলেবাস প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করে। WBSSC Group-C Syllabus 2025 গ্রুপ সি পরীক্ষার ধরণ 2025 প্রার্থীদের কৌশলগত প্রস্তুতি নিতে সাহায্য করবে কারণ এটি প্রার্থীদের পরীক্ষার নম্বর বিতরণ ও চিহ্নিতকরণ পরিকল্পনা সম্পর্কে ধারণা দিতে সাহায্য করবে বলে আশা করা যায় ।


আবেদন (Application) : এই পরীক্ষার জন্য প্রতিযোগী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন 16/09/2025 থেকে 31/10/2025 পর্যন্ত
পরীক্ষার দিনক্ষণ (Exam. Date & Time) :

WBSSC গ্রুপ সি সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন 2025
WBSSC (পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন) গ্রুপ সি পরীক্ষাটি পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকারি স্কুলগুলিতে 2989টি শূন্যপদে (যেমন কেরানি, ল্যাব সহকারী ইত্যাদি) নিয়োগের জন্য পরিচালিত হবে। প্রার্থীদের যে দুটি পর্যায়ের নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে একটি লিখিত পরীক্ষা এবং অন্যটি সাক্ষাৎকার । লিখিত পরীক্ষার জন্য যোগ্যতা অর্জনের জন্য, প্রার্থীদের একটি কাঠামোগত অধ্যয়ন পরিকল্পনা থাকা প্রয়োজন, যা WBSSC সিলেবাস সম্পর্কিত জ্ঞান ও পরীক্ষার প্যাটার্ন বোঝার মাধ্যমে সম্ভব ।

WBSSC গ্রুপ সি সিলেবাস ও পরীক্ষার ধরণ 2025
সংস্থা : পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন
পদ : গ্রুপ সি (কেরানি)
পরীক্ষার নাম : WBSSC গ্রুপ সি পরীক্ষা 2025
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক উত্তীর্ণ
শূন্যপদ : 2989
পরীক্ষার ধরণ : অফলাইন (OMR)
মোট প্রশ্নর সংখ্যা : 60
মোট মান : 60 (প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর)
সময়কাল : 1 ঘন্টা
নেগেটিভ মার্কিং : কোন নেগেটিভ মার্কিং নেই
নির্বাচন প্রক্রিয়া : লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার
➣ Official Website 

WBSSC গ্রুপ সি পরীক্ষার প্যাটার্ন 2025

WBSSC গ্রুপ সি পরীক্ষায় 4টি বিষয় থাকছে, যথাঃ সাধারণ জ্ঞান (General Knowledge), সাম্প্রতিক ঘটনাবলী (Current Affairs), সাধারণ ইংরেজি (General English) ও পাটিগণিত (Arithmetic)। প্রার্থীদের মোট 60 নম্বরের জন্য 60টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং পরীক্ষার সময়কাল হবে 60 মিনিট । প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর থাকবে এবং কোনও নেতিবাচক মার্কিং থাকবে না। পরীক্ষার্থী প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে অর্জন করবে ।

এই পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Knowledge) এর জন্য থাকছে 15 নম্বরের জন্য 15টি প্রশ্ন
সাম্প্রতিক ঘটনাবলী (Current Affairs) এর জন্য থাকছে 15 নম্বরের জন্য 15টি প্রশ্ন
সাধারণ ইংরেজি (General English) এর জন্য থাকছে 15 নম্বরের জন্য 15টি প্রশ্ন
পাটিগণিত (Arithmetic) এর জন্য থাকছে 15 নম্বরের জন্য 15টি প্রশ্ন
অর্থাৎ মোট চারটি বিষয়ের জন্য 15 টি করে মোট 60টি প্রশ্ন

➣ Upper Primary TET Syllabus

WBSSC গ্রুপ সি সিলেবাস 2025 (কমিশন প্রদত্ত্ব)

SYLLABUS FOR THE POST OF GROUP – C (CLERK) (WRITTEN EXAMINATION)

A. General Knowledge – 15 Questions will be designed to test the candidates General Knowledge of the environment around him/her and its application to society.

B. Current Affairs – 15 Questions will be designed to test Knowledge of current events and of such matters of every day observation and experience. The Test will also include questions relating to India and other countries especially pertaining to Sports, History, Literature, Culture, Geography, Economic Science, Polity, Indian Constitution and Scientific research etc.

➣ PSC GEO MCQ SERIES

C. General English – 15 Questions Candidates understanding of the fundamentals of the English language such as Vocabulary, Grammar, Sentence structure, Synonyms, Antonyms and its correct usage etc. would be tested.

D. Arithmetic – 15 Questions of this component will cover number system including questions on simplification, decimals, Recurring Decimals, Divisibility, fractions LCM, HCF, Partnership, Average, Ratio and proportions, percentage, profit and loss, discount, simple interest, time and work, time and distance.

স্নাতক যোগ্যতা সম্পন্ন এই পরীক্ষায় বেশ কয়েক লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে ধারণা । তার মধ্য থেকে নিজেকে এগিয়ে রাখতে বেশ কিছু বিষয় ভালোভাবে আয়ত্ব করতে হবে ।

সাধারণ জ্ঞানের জন্য যেসমস্ত বিষয় আয়ত্ব করতে হবেঃ
ভারতের ভূগোল, বর্তমান জাতীয় সংবাদ, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য, বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, ভারতের ইতিহাস, আন্তর্জাতিক বিষয় এবং সম্পর্ক, ভারতীয় অর্থনৈতিক বিষয়, ভারতীয় রাজনীতি, ভারতের যাকিছু বিখ্যাত, ভারত ও তার প্রতিবেশী দেশসমূহঃ, প্রধান বৈশ্বিক সংস্থা, ইত্যাদি বহুমুখী বিষয়গুলো ।

➣ Upper Primary TET : Study Materials

সাম্প্রতিক ঘটনাবলীগুলির জন্য যেসমস্ত বিষয় আয়ত্ব করতে হবেঃ
বৈজ্ঞানিক গবেষণায় সর্বশেষ উন্নয়ন, ক্রীড়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘটনা, বর্তমান প্রাসঙ্গিক ঐতিহাসিক ঘটনাবলী, সমসাময়িক সাহিত্য, বর্তমান বৈশ্বিক অর্থনীতি প্রবণতা, ভারতীয় রাজনীতি এবং শাসনব্যবস্থা, ভারতীয় সংবিধান, সাংস্কৃতিক উন্নয়ন, ভৌগোলিক সচেতনতা, প্রতিদিনের পর্যবেক্ষণ ও সাধারণ অভিজ্ঞতা ইত্যাদি ঘটনাবলী সংক্রান্ত বিষয়াদি ।

সাধারণ ইংরেজির জন্য যেসমস্ত বিষয় আয়ত্ব করতে হবেঃ
প্রতিশব্দ এবং তাদের সঠিক ব্যবহার, ইংরেজি ব্যাকরণের মৌলিক বিষয়, ব্যাকরণের নিয়ম এবং প্রয়োগ, বাক্য গঠন ও বিন্যাস, প্রতিশব্দ, শব্দভান্ডার উন্নয়ন

পাটিগণিতের জন্য যেসমস্ত বিষয় আয়ত্ব করতে হবেঃ
অনুপাত ও সমানুপাত, শতাংশ, লাভ ও ক্ষতি, ছাড় ও সরল সুদ, সরলীকরণ কৌশল, দশমিক ও পুনরাবৃত্ত দশমিক, বিভাজ্যতার নিয়ম, ভগ্নাংশ; ল.সা.গু. ও গ.সা.গু., অংশীদারিত্বের সমস্যা, গড় গণনা, সময় ও কাজ এবং সময় ও দূরত্ব ইত্যাদি সমস্যাগুলি ।

আপনি আমাদের সাথে প্রস্তুতি নিতে চাইলে

➣ Group-C এর জন্য ক্লিক করুনঃ

➣ Group-D এর জন্য ক্লিক করুনঃ

অথবা যোগাযোগ করুনঃ : 8640890159 এ


➣ Next Post : WBSSC Group-D Syllabus

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page